কর অঞ্চল-১৬, ঢাকা-2024

  • 28-06-202428-06-2024
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরঅফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

সময়: ৯০ মিনিট; পূর্ণমান: ৭০

১. ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুন:

ক. অন্তরীপ = অন্তর্গত অপ যার (বহুব্রীহি সমাস)

খ. ফুল-কুমারী = কুমারী ফুলের ন্যায় (উপমিত কর্মধারয় সমাস)

গ. কুশীলব = কুশ ও লব (দ্বন্দ্ব সমাস)

ঘ. হররোজ =রোজ রোজ (অব্যয়ীভাব সমাস)


২. এক কথায় প্রকাশ করুন:

ক. অব্যক্ত মধুর ধ্বনি = কলতান

খ. প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনর্বার বিবাহিত = অধিবেত্তা

গ. দর্শন করা হয়েছে এমন = প্রেক্ষিত

ঘ) বিজয় লাভের ইচ্ছা = বিজিগীষা


৩. নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন:

ক. কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা।

= কর্ম কারকে শূন্য।

খ. প্রিয়জনে যাহা দিতে চাই তাই দেই দেবতারে।

= সম্প্রদানে চতুর্থী।

গ. নেহাল অঙ্কে খুব কাঁচা।

= অধিকরণে সপ্তমী।

ঘ. হৃদয়ে আমার নাচেরে আজিকে

= অধিকরণে দ্বিতীয়া।


৪.নিচের বাক্যগুলো সংশোধন করুন:

ক. কেবল মাত্র প্রতিযোগিরাই মঞ্চে আসবে।

= কেবল প্রতিযোগিরাই মঞ্চে আসবে।

খ. আর আমার বাঁচিবার স্বাদ নাই।

= আমার আর বাঁচবার স্বাদ নাই।

গ. নিরোগী লোক প্রকৃতপক্ষে সুখী।

= নিরোগ লোক প্রকৃতপক্ষে সুখী।

ঘ. বিধি লঙ্ঘন হয়েছে।

= বিধি লঙ্ঘিত হয়েছে।


৫. অনুচ্ছেদ লিখুন: 'ব্লু-ইকোনোমি'

ব্লু-ইকোনোমি

ব্লু ইকোনমি একটি সমুদ্র-ভিত্তিক অর্থনৈতিক মডেল হিসাবে কাজ করার জন্য একটি সামাজিক লাইসেন্সের ভূমিকা নিয়ে আলোচনার আহ্বান জানায়। নিবন্ধটি যুক্তি দেয় যে, সামাজিক লাইসেন্স, স্থানীয় সম্প্রদায় এবং স্টেকহোল্ডারদের অনুমোদনের মাধ্যমে, নীল অর্থনীতির সাথে সম্পর্কিত একটি প্রকল্পের লাভজনকতাকে প্রভাবিত করে। ব্লু ইকোনমি সামিট (2019) ক্যারিবিয়ানে টেকসই নীল অর্থনীতির দিকে, ব্লু ইকোনমি সামিট, রোটান, হন্ডুরাস সমস্ত ক্যারিবিয়ান জুড়ে উদ্যোগগুলি শিল্প পরিকল্পনা এবং শাসন উভয় সহ অন্তর্ভুক্তিমূলক, ক্রস-সেক্টরাল এবং টেকসই উৎপাদনের দিকে রূপান্তরিত হতে শুরু করেছে। প্রতিবেদনে গ্রেনাডা এবং বাহামাসের প্রচেষ্টার দুটি কেস স্টাডি এবং বিস্তৃত ক্যারিবিয়ান অঞ্চলে টেকসই উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করা উদ্যোগগুলির বিষয়ে আরও তথ্যের জন্য সংস্থান অন্তর্ভুক্ত রয়েছে। আত্রি, ভিএন (2018 নভেম্বর 27). টেকসই নীল অর্থনীতির অধীনে নতুন এবং উদীয়মান বিনিয়োগের সুযোগ, বিজনেস ফোরাম, সাসটেইনেবল ব্লু ইকোনমি কনফারেন্স, নাইরোবি, কেনিয়া। ভারত মহাসাগর অঞ্চল টেকসই নীল অর্থনীতির জন্য উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ উপস্থাপন করে। কর্পোরেট টেকসই কর্মক্ষমতা এবং আর্থিক কর্মক্ষমতা মধ্যে প্রতিষ্ঠিত লিঙ্ক প্রদর্শন করে বিনিয়োগ সমর্থন করা যেতে পারে। ভারত মহাসাগরে টেকসই বিনিয়োগ প্রচারের জন্য সর্বোত্তম ফলাফল সরকার, বেসরকারি খাত এবং বহুপাক্ষিক সংস্থাগুলির সম্পৃক্ততার সাথে আসবে। একটি ঝুঁকি আছে যে ব্লু ইকোনমি ডেভেলপমেন্ট প্রোগ্রাম মাছ ধরার সম্প্রদায়কে প্রান্তিক করতে পারে যখন দেশগুলি পর্যটন, শিল্প মাছ ধরা, এবং অনুসন্ধান রাজস্বকে অগ্রাধিকার দেয়। এই সংক্ষিপ্ত নিবন্ধটি স্থায়িত্বের জন্য

বিবেচনা ছাড়াই বর্ধিত উন্নয়নের সমস্যাগুলি প্রদর্শন করে।


৬. Use appropriate word in the gap:

a. He is ... MBBS.

Ans: an.

b. I am..... university student.

Ans: a.

c. Sun rises in.......East.

Ans: the

d.......Ittefaq is a famous Newspaper in Bangladesh.

Ans: The.

e. The loss cannot be made.

Ans: up.


৭. ইংরেজিতে অনুবাদ করুন:

ক. আমি তাকে একটি বই উপহার দিয়েছিলাম।

= I gifted him a book.

খ. মেয়েটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো।

= The girl came to me crying.

গ. আমার যাওয়ার কথা ছিল।

= I was supposed to go.

ঘ. এতে কোন সন্দেহ নাই।

= It admits of no doubt.

ঙ. যত তাড়াতাড়ি হয় তত ভাল।

= The sooner, the better.


৮. Make sentences with the following idioms/phrases (With the meaning in Bangali):

a. Tell upon = ক্ষতি করা

= Smoking tells upon health.

b. Put at = অনুমান করা

= They tried to put me at ease.

c. Gala day = আনন্দের দিন

= The victory day is gala day for the people of Bangladesh.

d. Silver lining = সুসময়

= I have a lots of friends in my silver lining.

e. Well off = স্বচ্ছল

= His came of a well off family.


৯. Write the author name of "The secret Garden"

Ans: Frances Hodgson Burnett.


১০. Write a paragraph on "The Global Warming"

The Global Warming

Global warming has hugely impacted the environment and human life to a great extent for many years. The level of sea water is increasing continuously every year and creating fear for

the nearby cities, islands and seawater animals. Rainfall pattern has also disturbed which causes drought in some areas and flooding in other areas. Ice caps and glaciers are melting continuously and its level depends on the increased level of temperature. It is causing loss of habitat near to the poles and polar bears have greatly endangered. Wild animals living in the forest are endangered because of their habitat loss due to deforestation. Bleaching of Coral Reefs and loss of Plankton are done due to warming seas and acidification (carbonic acid formation. Various types of diseases are also spreading especially malaria to the nearby regions. Now, it has become very necessary for the countries worldwide especially developed countries to reduce their carbon emission as quickly as possible. US need to reduce its carbon emission to a great extent in order to solve the problem of global warming. Limiting some of the promising sectors like coal-fired electricity and wind power can reduce in carbon emissions in nearby decades.


১১. একটি কম্পিউটার ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো কম্পিউটারটির ক্রয়মূল্য কত? 

সমাধান:

১০% ক্ষতিতে,

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০-১০) টাকা বা ৯০ টাকা।

আবার,

৫% লাভে,

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০+৫) টাকা বা ১০৫ টাকা

বিক্রয়মূল্যের পার্থক্য = (১০৫-৯০) টাকা বা ১৫ টাকা

এখন,

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা

বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০÷১৫ টাকা

বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০×৪৫০)÷১৫ টাকা = ৩০০০ টাকা

উত্তর: ক্রয়মূল্য ৩০০০ টাকা।


১২. ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাইরে ৪ দিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?

সমাধান: দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য ২১ মিটার ও প্রস্থ ১৫ মিটার

বাগানের ক্ষেত্রফল = (২১ × ১৫) বর্গমিটার = ৩১৫ বর্গমিটার

এখন,

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = (২১+২+২) মি. = ২৫ মি. 

রাস্তাসহ বাগানের প্রস্থ = (১৫+২+২) মি.= ১৯ মি.

রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (২৫০ ১৯) বর্গমিটার = ৪৭৫ বর্গমিটার

রাস্তার ক্ষেত্রফল = (৪৭৫-৩১৫) বর্গমিটার = ১৬০ বর্গমিটার

এখন, প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় ২.৭৫ টাকা

১৬০ বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় = (১৬০ × ২.৭৫)টাকা = ৪৪০ টাকা

উত্তর: ৪৪০ টাকা।


১৩. উৎপাদকে বিশ্লেষণ করুন: 4x4- 25x²+ 36

সমাধান: 4x4-25x²+36 

= 4x4-16x²-9x²+36

= 4x4 (x²-4)-9 (x²-4) 

= (x²-4) (4x²-9) 

= (x²-22) {(2x)²-32

=(x-2) (x+2) (2x+3) (2x-3) (Ans)


১৪. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:

ক. জাতীয় সংসদের প্রতীক কী?

উত্তরঃ শাপলা


খ. আয়কর বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থার নাম কী?

উত্তরঃ জাতীয় রাজস্ব বোর্ড


গ. বঙ্গবন্ধু রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?

উত্তরঃ চিরঞ্জীব মুজিব


ঘ. কোন প্রতিষ্ঠানের জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি নির্বাচিত হন?

উত্তরঃ বিবিসি


ঙ. 'তিতাস একটি নদীর নাম' চলচ্চিত্রের পরিচালক কে?

উত্তরঃ ঋত্বিক ঘটক


চ. বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ভারত সফর করেন কবে?

উত্তরঃ ২১ জুন, ২০২৪ 


ছ. ভাষার জগতে বাংলার স্থান কততম?

উত্তরঃ ৬ষ্ঠ 


জ. স্রবন শব্দের অর্থ কী? 

উত্তরঃ ক্ষরণ। চুয়ন


ঝ. জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় কবে?

উত্তরঃ ঞ ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯


ঞ. জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

উত্তরঃ চীন


১৫. পূর্ণরূপ লিখুন:

i) FID = Financial Institutions Division. 

ii) NBR = National Board Of Revenue.

iii) BSEC = Bangladesh Securities and Exchange Commission.

iv) EPZ = Export Processing Zone.

v) WTO = World Trade Organization.