সময়: ৯০ মিনিট, পূর্ণমান: ৭০
১. এক কথায় প্রকাশ করুন
ক. আগে যা চিন্তা করা হয়নি = অচিন্তিতপুর্ব
খ. যে পুরুষ বিয়ে করেছে = কৃতদার
গ. উপস্থিত বুদ্ধি আছে যার = প্রত্যুৎপন্নমতি
ঘ. জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত
ঙ. পা হতে মাথা পর্যন্ত = আপাদমস্তক
২.সন্ধি বিচ্ছেদ করুন
ক. স্বাধীন = স্ব + অধীন
খ. সংবাদ = সম্ + বাদ
গ. আশীর্বাদ = আশীঃ + বাদ
ঘ. প্রাণান্ত = প্রাণ + অন্ত
ঙ. ইত্যাদি = ইতি + আদি
৩.ব্যাস বাক্য সহ সমাস নিনয় করুন
ক. উপকূল = কুলের সমীপে: (অব্যয়ীভাব সমাস)
খ. শতাব্দী = শত অব্দের সমাহার: (দ্বিগু সমাস)
গ. গায়ে হলুদ = গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে: (অলুক বহুব্রীহি সমাস)
ঘ. ত্রিফলা = ত্রি (তিন) ফলের সমাহার: (দ্বিগু সমাস)
ঙ. বহুব্রীহি = বহু ব্রীহি (ধান) আছে যার: (বহুব্রীহি সমাস)
৪.নিম্নের বাগধারাসমুহের অর্থ লিখুন
ক.তাসের ঘর = ক্ষণস্থায়ী
খ.নয় ছয় = অপচয়
গ.রাশভারি = গম্ভীর
ঘ.গুড়ে বালি = আশায় নৈরাশ্য
ঙ.কাঠের পুতুল = নির্জীব, অসার লোক
৫. Fill in the blanks with suitable word
ক. Do not boast _____ riches
খ. I shall agree ____ the proposal
গ. Let us proceed _____ the case
ঘ. There is no cause ______ anxiety
ঙ. He is blind _____ one eye
৬.নিম্নের Phrase & Idiom সমুহের অর্থ লিখুন
ক. At home = স্বগৃহে
খ. Make away with = ধ্বংস করা
গ. By and by = কালক্রমে
ঘ. Turn off = বন্ধ করিয়া দেওয়া
ঙ. Out and Out = পুরোপুরি
৭.নিম্নের বাক্যসমুহের ইংরেজী অনুবাদ লিখুন
ক. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
*Industry is the mother of success.
খ. তিনি নিয়মিত অফিস করেন
*He works regularly in office.
গ. সাত দিন যাবত বৃষ্টি হচ্ছে।
*it has been raining for seven days.
ঘ. বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত।
*The Bay of Bangle is situated on the south of Bangladesh.
ঙ. ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলেন।
*The Patient had died before the doctor came.
৮.নিম্নের প্রশ্নসমূহের সংক্ষিপ্ত উত্তর লিখুন
ক. মুক্তিযুদ্ধে অবদানের জন্য কত জন বীরমুক্তিযোত্মাকে 'বীর উত্তম' উপাধিতে ঘোষণা করা হয়?
উত্তরঃ বীরউত্তম ৬৮ জন
খ. সাধক কবি 'রাধারমণ দত্ত' এর জন্মস্থান কোন জেলায়?
উত্তরঃ সুনামগঞ্জ জেলা।
গ. ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল?
উত্তরঃ ১৯৬৬ সালে
ঘ. বাংলাদেশের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম লিখুন?
উত্তরঃ ডা: সামন্ত লাল।
ঙ. ঢাকায় মেট্রোরেল সর্ব প্রথম কত সালে চালু হয়?
উত্তরঃ ২৮ ডিসেম্বর, ২০২২
চ. খাদ্যের উপাদান কয়টি?
উত্তরঃ ৬টি।
ছ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহন করেন?
উত্তরঃ ১৯২০ সালে ১৭ মার্চ।
জ. কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়?
উত্তরঃ অ্যানোফিলিস মশার।
ঝ. T20 ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ কোন কোন দেশে অনুস্থিত হবে?
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে
ঞ. মানবদেহে কিডনী সাধারনত কয়টি?
উত্তরঃ ২টি কিডনী।
ট. Key Board ব্যবহার করে কি ভাবে একটি ডকুমেন্ট সেভ করা যায়?
উত্তরঃ Ctrl+S
ঠ. পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পটুয়াখালী জেলা।
ড. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬.১৫ কিমি।
ঢ. সুনামগঞ্জ জেলায় উপজেলার সংখ্যা কত?
উত্তরঃ ১২ টি উপজেলা।
ণ. বাংলাদেশের কোন নদীর নীচে টানেল তৈরী করা হয়েছে?
উত্তরঃ কর্ণফুলী নদীর।
৯. ১১২ জন শ্রমিক একটি কাজ ১০ দিনে করতে পারে। ৮ দিনে শেষ করতে হলে, নতুন কতজন শ্রমিক লাগবে?
সমাধানঃ
১০ দিনে কাজটি করতে পারে ১১২ জন
১ দিনে কাজটি করতে পারে ১১২×১০ জন
৮ দিনে কাজটি করতে পারে (১১২×১০) ÷৮ = ১৪০ জন
∴ নতুন শ্রমিক লাগবে = ১৪০ – ১১২ = ২৮ জন।
উত্তরঃ ২৮ জন।
১১.পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৪০ বছর। ৫ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুন হলে বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত?
সমাধানঃ ধরি,
৫ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = ক বছর।
৫ বছর পূর্বে পিতার বয়স ছিল = ৫ক বছর।
বর্তমানে পুত্রের বয়স = (ক + ৫) বছর।
বর্তমানে পিতার বয়স = (৫ক + ৫) বছর।
প্রশ্নমতে,
ক + ৫ + ৫ক + ৫ = ৪০
বা, ৬ক + ১০ = ৪০
বা, ৬ক = ৪০ – ১০
বা, ৬ক = ৩০
বা, ক = ৩০ ÷ ৬
∴ক = ৫
পুত্রের বর্তমান বয়স (ক + ৫) বছর= (৫+৫)=১০ বছর।
পিতার বর্তমান বয়স=(৫ক +৫)=(৫×৫+৫)=৩০ বছর।
উত্তরঃ পুত্রের বর্তমান বয়স = ১০ বছর।
পিতার বর্তমান বয়স ৩০ বছর
১২.নিম্নের সংক্ষিপ্তরূপ সমুহের পূর্ণরূপ লিখুন
ক. RAM = Random Access Memory
খ. ROM = Read Only Memory
গ. SDG = Sustainable Development Goals
ঘ. ADP = Annual Development Programme
ঙ. LAN = Local Area Network