পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

  • ০৩.০৫.২০২৪০৩.০৫.২০২৪
  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরসাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

১. সন্ধি বিচ্ছেদ করুন:

ক. তৃষ্ণার্ত = তৃষ্ণা-ঋত

খ. যথেচ্ছা = যথা+ইচ্ছা

গ. একচ্ছত্র = এক+ছত্র

ঘ. আশ্চর্য = আ+চর্য

ঙ. অত্যুক্তি = অতি+উক্তি


২. বিপরীত শব্দ লিখুন:

ক. মহাপ্রাণ = অল্পপ্রাণ

খ. মুখ্য = গৌণ

গ. সরস = নীরস

ঘ. আকর্ষণ = বিকর্ষণ

ঙ. অবনত = উন্নত


৩. সমার্থক শব্দ লিখুন:

ক. শিষ্টাচার = সদাচার

খ. বামেতর = ডান

গ. শীকর = জলকণা

ঘ. অবকাশ = অবসর

ঙ. উচাটন = উৎকণ্ঠা


৪. বাক্য সংকোচন করুন:

ক. কর্ম সম্পাদনে পরিশ্রমী - কর্মঠ

খ. অপকার করার ইচ্ছা - অপচিকীর্ষা

গ. উপস্থিত বুদ্ধি আছে যার - প্রত্যুৎপন্নমতি

ঘ. অনেকের মধ্যে একজন - অন্যতম

ঙ. নষ্ট হওয়া স্বভাব যার - নশ্বর


৫. বাগধারার অর্থ লিখুন:

ক. ঊনপঞ্চাশ বায়ু - পাগলামি

খ. এসপার ওসপার - মীমাংসা

গ. অন্ধের যষ্টি - একমাত্র অবলম্বন

ঘ. ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা

ঙ. হাতের পাঁচ - শেষ সম্বল


৬. Change the following sentences as directed

ক. Very few boys in the class are as talented as Rumi (Superlative)

উত্তরঃ Rumi is one of the most talented boy in the class.

খ. None but he braves deserves the fair (Affirmative)

উত্তরঃ Only the brave deserves the fair.

গ. The skylark is singing a song (Passive)

উত্তরঃ A song is being sung by the skylark.

ঘ. If you do not do, you will die (Compound)

উত্তরঃ Do or die.

ঙ. He is thought to be a poet (Active)

উত্তরঃ We think him to be a poet.


৭. Translate the following sentences in English:

ক. আমি লোকটিকে মাঠে বসে থাকতে দেখেছিলাম।

উত্তরঃ I saw the man sitting in the field.

খ. তুমি কি কখনও লন্ডন গিয়েছো?

উত্তরঃ Have you ever been to London?

গ. আমি তাকে উপহাস করিনি?

উত্তরঃ I did not laugh/jeer at him.

ঘ. সাতদিন যাবৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

উত্তরঃ It has been drizzling for seven days.

ঙ. বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়।

উত্তরঃ Bangladesh became independent in 1971.


৮. Make Sentences with the following phrases:

ক. Big guns (নেতৃস্থানীয় ব্যক্তি): Reza is a big guns of our locality.

খ. Snake in the grass (গোপন শত্রু): He is a snake in the grass.

গ. A cock and buil story (গাঁজাখুরি): Who will believe your cock and buil story?

ঘ. At a low ebb (নিম্নমুখী): His fame is at a low ebb now.

ঙ. By dint of (সাহায্যে/ দ্বারা): She won the race by dint of sheer will power.


৯. Fill in the blanks with appropriate words: 

ক. Happiness consists____contentment.

খ. We are greatly indebted___our predecessors.

গ. Sara said that she____sick.

ঘ. He is not____American.

ঙ. I reached the station____the train had left.

ক.

খ.

গ.

ঘ.

ঙ.

in

to

was

an

after


১০. Correct the following sentences:

ক. I, you and he is friend.

উত্তরঃ You, he and I are friends.

খ. Myself did the work.

উত্তরঃ I did the work.

গ. Let I go

উত্তরঃ Let me go.

ঘ. He is wise than any other boy in the class.

উত্তরঃ He is wiser than any other boys in the class.

ঙ. It has been raining for Sunday.

উত্তরঃ It has been raining since Sunday 


১১. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন-

ক. ৩, ৬, ৭ এর ৪র্থ সমানুপাতী কত?

উত্তরঃ ১৪

খ. সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র লিখুন।

উত্তরঃ সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

গ. ৩২% কে দশমিক ভগ্নাংশে রূপান্তর করুন।

উত্তরঃ ০.৩২

ঘ. ৩/১০ কে শতকরায় প্রকাশ করুন।

উত্তরঃ ৩০%

ঙ. ৭০° (ডিগ্রি) কোণের সম্পূরক কোণ কত?

উত্তরঃ ১১০°


১২. জুবায়ের দোকান থেকে কিছু কলম কিনল। সেগুলোর ১/২ অংশ  তার বোনকে ও ১/৩ অংশ তার ভাইকে দিল। তার কাছে আরও ৫টি কলম থাকল। জুবায়ের কয়টি কলম কিনেছিল?

সমাধান: মনেকরি, সে ‘ক’ টি কলম কিনেছিল

প্রশ্নমতে, ক - ( + ) = ৫

ক - - = ৫

৬ক - ৩ক - ২ক = ৫

= ৫

ক = ৩০

উত্তরঃ জুবায়ের ৩০ টি কলম কিনেছিল।


১৩. দুই অংক বিশিষ্ট কোনো সংখ্যার অংকদ্বয়ের সমষ্টির সাথে ৭ যোগ করলে যোগফল দশক স্থানীয় অংকটির তিনগুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে ১৮ বাদ দিলে অংকদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি নির্ণয় করুন।

সমাধান: মনেকরি, সংখ্যাটির একক স্থানীয় অংক = x

ও দশক স্থানীয় অংক = y

সংখ্যাটি= ১০y + x

প্রশ্নমতে, x + y + ৭ = ৩y

x=৩y - y -

x= ২y - ৭.............(i)

আবার, (১০y + x) - ১৮ = ১০x + y

১০y + x - ১৮ = ১০x + y

১০y + ২y - ৭- ১৮ = ১০ (২y - ৭) + y

১২y - ২৫ = ২০y - ৭০ + y

১২y - ২০y- y = -৭০ + ২৫

-৯y = -৪৫

y=৫

y এর মান (i) নং সমীকরণে বসিয়ে পায় =

x= ২×৫ - ৭

= ১০ - ৭

= ৩

সংখ্যাটি = ১০×৫ + ৩

= ৫০ + ৩ 

= ৫৩ (উত্তর)


১৪. 1+2+3+4+.......+99 = কত?

সমাধান: ধারাটি 1+2+3+4+... + 99

এখানে, a = 1

d=2-1-1

ধরি, n তম পদ = 99

a+(n-1)d = 99

1+(n-1)1 = 99

n-199-1

n-1=98

n = 99

আমরা জানি,

n তম পদের সমষ্টি = n2{2a + (n - 1)d}

99 তম পদের সমষ্টি = 992{2.1 + (99 - 1)1}

= 992 (2+98)

= 992 ×100

= 4950 (Answer)


সহজ ও বিকল্প সমাধানঃ

আমরা জানি, 1+2+3+4+... + n = n(n+1)2

1+2+3+4+... + 99 = 99(99+1)2

= 99×1002 = 4950 


১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'কারাগারের রোজনামচা' এর ইংরেজি অনুবাদক কে?

উত্তরঃ ড. ফকরুল আলম


১৬. কত মেগাবাইটে ১ টেরাবাইট?

উত্তরঃ ১০৬


১৭. 'স্মার্ট বাংলাদেশ' এর স্তম্ভ কয়টি?

উত্তরঃ৪টি। যথা: স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি।


১৮. 'পরিবেশ সংরক্ষণ আইন' কবে পাশ হয়?

উত্তরঃ ১৯৯৫


১৯. ভাষা আন্দোলনের ওপরে রচিত উপন্যাস' আরেক ফাল্গুন' এর রচয়িতা কে?

উত্তরঃ জহির রায়হান


২০. মুক্তিযুদ্ধের সাব সেক্টর কতটি ছিল?

উত্তরঃ ৬৪টি


২১. আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে?

উত্তরঃ ৫ জুন


২২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবী উত্থাপন করেন কোথায়?

উত্তরঃ পাকিস্তানের লাহোরে


২৩. প্রিন্টার এর রেজুলেশন পরিমাপের একক DPI এর পূর্ণরূপ কি

উত্তরঃ Dots Per Inch.


২৪. SDG বাস্তবায়নের শেষ বছর কোন সাল?

উত্তরঃ ২০৩০ সালে


২৫. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?

উত্তরঃ নার্গিস মোহম্মাদী (ইরান)


২৬. জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনকে কি বলা হয়?

উত্তরঃ Confrence of the Parties (COP)


২৭. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বহনকারী রকেটের নাম কি?

উত্তরঃ ফ্যালকন-৯


২৮. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এর জন্মস্থান কোন জেলায়?

উত্তরঃ নোয়াখালী


২৯. আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা (WMO) এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড


৩০. জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সংস্থার নাম কি?

উত্তরঃ Intergovernmental Panel on Climate Change (IPCC)


৩১.'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'- গানটির রচয়িতা কে?

উত্তরঃ আব্দুল লতিফ


৩২. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?

উত্তরঃ হাকালুকি


৩৩. পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ রামনাবাদ চ্যানেল


৩৪. বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের একক কি?

উত্তরঃ বিট