সময়: ৯০ মিনিট; পূর্ণমান: ১০০
০১। সন্ধি বিচ্ছেদ করুনঃ
ক) গায়ক = গৈ + অক
খ) কিংবদন্তি = কিম্ + বদন্তি
গ) বৃহস্পতি = বৃহৎ + প্ৰতি
ঘ) উড্ডীন = উৎ + ডীন
(ঙ) চাট্টি = চার্ + টি
০২। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
ক) কাঁচিছাঁটা = কাঁচি দিয়ে ছাঁটা তৎপুরুষ সমাস
খ) ধনদৌলত = ধন ও দৌলত - দ্বন্দ্ব
গ) শশব্যস্ত = শশের মতো ব্যস্ত- উপমান কর্মধারয়
ঘ) বৌভাত = বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে - মধ্যপদলোপী বহুব্রীহি
ঙ) চতুৰ্ভুজ = চার ভুজের সমাহার -দ্বিগু সমাস
০৩। এক কথায় প্রকাশ করুন। অর্থসহ বাক্য রচনা করুন:
ক) কড়ি কপালে = ভাগ্যবান
খ) ঊনপঞ্চাশ বায়ু = পাগলামী
গ) গোঁফ খেজুরে = অলস
ঘ) চাই চাপা আগুন = অপ্রকাশিত চাপা দুঃখ
ঙ) জগদ্দল পাথর = গুরুভার
০৪। বাক্য ও শব্দের শুদ্ধ প্রয়োগ করুন:
ক) তিনি আরোগ্য হইয়াছেন।
⇒তিনি আরোগ্য লাভ করেছেন।
খ) তিনি স্বস্ত্রীক কুমিল্লা বাস করেন।
⇒ তিনি সস্ত্রীক কুমিল্লা বাস করেন
গ) দৈন্যতা প্রশংসনীয় নয়।
⇒ দৈন্য/দীনতা প্রশংসনীয় নয়
ঘ) আমি গীতাঞ্জলী পড়িয়াছি।
⇒ আমি গীতাঞ্জলি পড়িয়াছি।
ঙ) মুমুর্ষ ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল।
⇒ মুমূর্ষু ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল।
০৫। অর্থসহ বাক্য রচনা করুন:
ক) রাবনের গুষ্টি = বড় পরিবার
খ) শ্রীঘর = জেলখানা
গ) মড়ার ওপর খাঁড়ার ঘা = বিপন্ন লোকের উপর অত্যাচার
ঘ) ঝাঁকের কই = একই দলভুক্ত
ঙ) হাত টান = চুরির অভ্যাস
০৬। বিপরীত শব্দ লিখুন:
07. Translate the sentences into English:
ক) সে ঘন্টার পর ঘণ্টা পড়ছে।
⇒He has been reading for hours.
খ) মুষলধারে বৃষ্টি হচ্ছে।
⇒It is raining cats and dogs
গ) আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি।
⇒I prefer death to dishonor.
ঘ) কখনো হাল ছেড়ে দিওনা।
⇒Never say die
ঙ) সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করো না।
⇒Time and tide wait for none
চ) ব্যর্থতাই সফলতার চাবিকাঠি।
⇒Failure is the pillar of success.
08. Make sentences with the idioms & phrases:
a) At sixes and sevens = The books are at sixes and sevens on the table.
b) Bad blood = There is no bad blood between the two brothers.
c) Maiden speech - His maiden speech pleased all.
d) End in smoke = All his plans ended in smoke
e) In spite of = In spite of his illness, he walks fast.
f) White elephant = This department is a white elephant of the government
09. Fill in the blanks:
a) Honesty is ... a... great virtue.
b) He plays...on... piano well.
c) Suddenly he burst...into..... tears.
d) The tiger is fond ...of..... meat.
e) Listen...to... what I say.
f) Divide the mangoes..between.. the two boys.
10. Change the number:
11. Change the voice:
a) Do not shut the door.
⇒Let not the door be shut.
b) The news shocked him.
⇒He was shocked at the news.
c) We ought to obey our parents.
⇒Our parents ought to be obeyed by us.
d) He killed himself.
⇒He was killed by himself.
e) I saw him go.
⇒He was seen to go by me.
f) Who will do the work?
⇒By whom will the work be done?
১২। সাধারণ জ্ঞান
ক) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর: কামরুল হাসান।
খ) বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি?
উত্তর: পুণ্ড্র / মহাস্থানগড়।
গ) যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে কী বলে?
উত্তর: সূর্যগ্রহণ।
ঘ) জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কী?
উত্তর: ক্রোমোজোম।
ঙ) বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং কোথায় অবস্থিত?
উত্তর: বেনাপোল, যশোর অবস্থিত।
চ) চারটি নবায়নযোগ্য জ্বালানীর নাম কী?
উত্তর: জলবিদ্যুৎ সমুদ্রের ঢেউ, সৌরশক্তি, বায়ুশক্তি।
ছ) ই-মেইল ঠিকানায় আবশ্যিক চিহ্নটি কী?
উত্তর: @
জ) মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে?
উত্তর: ৩টি।
ঝ) কোন দেশকে ‘ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?
উত্তর: ইউক্রেন।
ঞ) CPU বলতে কী বোঝায়?
উত্তর: Central Processing Unit.
ট) কম্পিউটারের কী ধরণের ডিভাইস।
উত্তর: ইনপুট ডিভাইস
ঠ) DOS এর পূর্ণরূপ কী?
উত্তর: Disk Operating System.
ড) সংরক্ষণকারী একটি ডিভাইসের নাম লিখুন?
উত্তর: হার্ডডিস্ক
ঢ) 'জুলিয়াস সিজার' কে ছিলেন?
উত্তর: রোমান সম্রাট
ণ) হাজং উপজাতিরা বাস করে এমন দু'টি জেলার নাম লিখুন।
উত্তর: ময়মনসিংহ, নেত্রকোনা
ত) বরিশালের প্রাচীন নাম কী?
উত্তর: চন্দ্রদ্বীপ
থ) বাংলাদেশের দুটি ক্যাশলেস মোবাইল ব্যাংকিং এর নাম লিখুন।
উত্তর: বিকাশ, নগদ
দ) ব্যাকটেরিয়ার কাজ কী?
উত্তর: শিল্পক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনায় এবং পতিত তেলের (Oil spill) ভাঙনে, গাঁজন প্রক্রিয়ায় পনির ও দই উৎপাদনে এবং খননকার্যে সোনা, প্যালেডিয়াম, তামা ও অন্যান্য ধাতু পুনরুদ্ধারে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া জৈবপ্রযুক্তিতে, অ্যান্টিবায়োটিক ও অন্যান্য যৌগ তৈরিতেও ব্যাকটেরিয়া প্রয়োজনীয়।
ধ) ২৬৩, ২৫৩, ২৪১ এদের মধ্যে কোনটি মৌলিক সংখ্যা?
উত্তর: ২৪১
ন) বাংলাদেশ কী 'ডি-৮' এর সদস্যভূক্ত দেশ?
উত্তর: হ্যা
13. হলে প্রমান কর যে
সমাধানঃ
14. x - y = 2 এবং xy = 24 হলে, এর মান কত?
সমাধানঃ এখানে, (x+y)2 = (x-y)2+4xy
=22+4×24
=4+96
=100 (Answer)
15. রহিম ধার্যমূল্যের ওপর ৩০% ছাড়ে একটি ক্যালকুলেটর কেনে। সে কোন ছাড় না পেলে ৪২.৫০ টাকা বেশি দিতে হত। সে কত টাকায় ক্যালকুলেটরটি কিনেছিল।
সমাধানঃ মনে করি, বইটির প্রকৃত মূল্য ক টাকা
প্রশ্নমতে, ক এর ৩০% = ৪২.৫০
বা, ৩০ক ÷ ১০০ = ৪২.৫০
বা, ৩০ক = ৪২৫০
∴ ক = ১৪১.৬৬
ক্যালকুলেটরটির প্রকৃতমূল্য = ১৪১.৬৬ টাকা
ক্রয় করেছিল = ১৪১.৬৬ ৪২.৫০ = ৯৯.১৬
উত্তর: ৯৯.১৬ টাকা।
16. 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
সমাধানঃ মনে করি,
10 বছর পূর্বে পিতার বয়স 4x
10 বছর পূর্বে পুত্রের বয়স x
∴ পিতার বর্তমান বয়স = 4x + 10
পুত্রের বর্তমান বয়স = x + 10
প্রশ্নমতে,
4x + 10 + 10 : x + 10 + 10 = 2 : 1
বা,
বা, 4x + 20 = 2x + 40
বা, 4x - 2x = 40 - 20
বা, 2x = 20
∴ x = 10
∴ পিতার বর্তমান বয়স = (4 × 10 + 10) = 50 বছর
এবং পুত্রের বর্তমান বয়স = (10+10) = 20 বছর
উত্তর: পিতার বয়স 50 বছর; পুত্রের বয়স 20 বছর।
17. ABC একটি সরল রেখা।
∠ DBE = 90°
∠DBA = 2
∠EBC হলে ∠DBA = কত ডিগ্রী?
সমাধানঃ
∠DBA+ ∠DBE+ ∠EBC = 180°
বা, ∠DBA + 90°+ ∠EBC = 180°
বা, ∠DBA+ ∠EBC = 180° - 90°
বা, 2∠EBC+ ∠EBC = 90°
বা, 3∠EBC = 90°
∴ ∠EBC = 30°
যেহেতু ∠DBA, ∠EBC এর এর দ্বিগুণ সেহেতু ∠DBA = 60°
উত্তর: 60°