জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর ২০২৫

  • 31-01-202531-01-2025
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্টিফিকেট সহকারী, হিসাব সহকারীঅফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্টিফিকেট সহকারী, হিসাব সহকারী

১। 'তারুণ্যের উৎসব' সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। 

বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২৫: তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন

বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২৫ উপলক্ষে "নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫" উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উৎসব ইতিবাচক পরিবর্তনের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সৃজনশীলতা ও উদ্যমের সম্মিলনে টেকসই জাতীয় ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে। এবারের তারুণ্যের উৎসবের মূল উপজীব্য নির্ধারণ করা হয়েছে: "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"।

উৎসবের অংশ হিসেবে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে সরকারি ও বেসরকারি সহযোগিতায় সারাদেশে নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


তারুণ্যের উৎসব-২০২৫ এর কর্মসূচি:

১. বর্জ্য-শূন্য ক্রীড়া প্রতিযোগিতা

দেশীয় খেলাধুলাকে উৎসাহিত করতে বর্জ্য-শূন্য ক্রিকেট ম্যাচ ও অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।


২. পরিচ্ছন্নতা অভিযান

স্টেডিয়াম পরিচ্ছন্নতা ও স্থানীয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং বর্জ্য-শূন্যতার প্রচার।


৩. জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত যুবদের সহায়তা

অসমর্থ ও আহত যুবদের আর্থিক সহায়তা প্রদান।


৪. যুব সমাবেশ ও উদ্যোক্তা সংযোগ

আত্মকর্মী, যুবসংগঠন ও উদ্যোক্তাদের নিয়ে যুব সমাবেশ আয়োজন।


৫. ক্রীড়া শিক্ষাবৃত্তি ও কল্যাণ তহবিল

ক্রীড়া শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, ক্রীড়াসেবীদের চিকিৎসা সহায়তা এবং অসমর্থ ক্রীড়াসেবীদের জন্য ক্রীড়া ভাতা প্রদান।


৬. জুলাই বিপ্লব স্মরণে কার্যক্রম

স্মৃতিচিহ্ন রক্ষার্থে চিত্র প্রদর্শনী, স্মারক ডাকটিকেট প্রকাশ এবং মোবাইল ডাটা প্যাকেজ ঘোষণা।


৭. উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি

স্থানীয় শিল্প ও পণ্য প্রদর্শনী, উদ্যোক্তা সম্মেলনের মাধ্যমে যুব উদ্যোক্তাদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি।


৮. উদ্ভাবন ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা

কুইজ, রচনা, বিতর্ক, স্কিল কম্পিটিশন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন।


৯. "Zero Waste Champion" সম্মাননা

বর্জ্য হ্রাস ও পরিবেশবান্ধব কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মাননা প্রদান।


১০. Youth Fest ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব এবং দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও প্রচার।


১১. ফ্যান এনগেজমেন্ট ও প্রচার কার্যক্রম

টেকসই ব্যবস্থাপনা ও ৩৬০° প্রচার কৌশল।


১২. কিশোর-কিশোরীদের জন্য পুষ্টি বিষয়ক কর্মশালা

নিউট্রিশন অলিম্পিয়াড এবং আন্তঃস্কুল-কলেজ প্রতিযোগিতা।


১৩. তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ

নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদের ভাবনা বিষয়ক বিভিন্ন কর্মশালা।


১৪. ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান

জুলাই-আগস্ট বিপ্লবে যুব-জনতার সাহসী, উদ্ভাবনী ও জনমুখী উদ্যোগের স্বীকৃতি প্রদান।


১৫. বাংলাদেশ মিশনের উদ্যোগ

বিদেশে বাংলাদেশ মিশনসমূহের তত্ত্বাবধানে যথাযথ কর্মসূচি পালন।


উৎসবটি তরুণ প্রজন্মের সৃজনশীলতা, উদ্যম ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলুন একসাথে এগিয়ে যাই নতুন বাংলাদেশের পথে।


২। এক কথায় প্রকাশ করুনঃ

ক. মোরগের ডাক = শকুনিবাদ 

খ. বহুর মধ্যে একটি = অন্যতম 

গ. দুয়ের মধ্যে একটি = অন্যতর 

ঘ. ক্ষুদ্র চিহ্ন = বিন্দু 

ঙ. ক্ষুদ্র জাতীয় বক = বলাক 


৩। বাগধারাগুরলো অর্থ ও বাক্য তৈরি করুনঃ

ক. খন্ড প্রলয় = (ভীষণ ব্যাপার/ভীষণ গন্ডগোল) সামান্য কথায় দুই ভাইয়ের মধ্যে খণ্ড প্রলয় শুরু হয়ে গিয়েছে। 

খ. কানি খাওয়া = (পক্ষপাতিত্ব) ইসমাইল বিচারে সবসময় কানি খাওয়া আচরণ করে। 

গ. ইন্দ্রপতন = (বিখ্যাত ব্যক্তির মৃত্যু) শেষ পর্যন্ত এলাকার ইন্দ্রপতন ঘটল। 

ঘ. অরণ্যে রোদন = (নিষ্ফল আবেদন) পড়ালেখা না করে শুধু অরণ্যে রোদন করে লাভ নেই। 

ঙ. ইতর বিশেষ = (পার্থক্য) বর কনের মধ্যে বয়সের সামান্য ইতর বিশেষ। 


৪। নাটোরে জেলার টেকসই উন্নয়নের লক্ষ্যে মূল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায়গুলো লিখুন।

নাটোর জেলার টেকসই উন্নয়ন: সমস্যা ও সমাধান (এসডিজি লক্ষ্যমাত্রার আলোকে)

নাটোর জেলা কৃষি, শিল্প ও অর্থনৈতিক সম্ভাবনার দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও, টেকসই উন্নয়নের পথে কিছু বাধা রয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অনুযায়ী, এই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করা যেতে পারে।


১. দারিদ্র্য বিলোপ (SDG-1)

সমস্যা:

**দরিদ্র জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব

**কৃষি ও ক্ষুদ্র শিল্পে আয় কম হওয়া

**সামাজিক সুরক্ষামূলক কর্মসূচির সীমিত কার্যকারিতা


সমাধান:

**ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ সুবিধা প্রদান

**গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারি-বেসরকারি উদ্যোগ

**বেকারদের জন্য প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন


২. ক্ষুধামুক্তি (SDG-2)

সমস্যা:

**কৃষি উৎপাদন কমে যাওয়া ও খাদ্য নিরাপত্তার অভাব

**পুষ্টিহীনতা ও অপুষ্টি সমস্যা

**কৃষি উপকরণের উচ্চমূল্য


সমাধান:

**আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি

**দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা কর্মসূচি জোরদার করা

**কৃষকদের জন্য ভর্তুকি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা


৩. সুস্বাস্থ্য ও কল্যাণ (SDG-3)

সমস্যা:

**উন্নত স্বাস্থ্যসেবার অভাব

**পর্যাপ্ত চিকিৎসক ও হাসপাতালের সংকট

**স্বাস্থ্যসেবা গ্রহণে খরচ বেশি


সমাধান:

**প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বৃদ্ধি

**সরকারি হাসপাতালগুলোর আধুনিকায়ন ও জনবল বৃদ্ধি

**দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা


৪. মানসম্মত শিক্ষা (SDG-4)

সমস্যা:

**মানসম্মত কারিগরি ও উচ্চশিক্ষার অভাব

**স্কুল-কলেজে শিক্ষার মান উন্নয়নের ঘাটতি

**ডিজিটাল শিক্ষার সুযোগ সীমিত


সমাধান:

**কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব প্রদান

**ডিজিটাল শিক্ষা পদ্ধতি চালু করা

**স্কুলে উপবৃত্তি ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী প্রদান


৫. নারী-পুরুষের সমতা (SDG-5)

সমস্যা:

**নারীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগের অভাব

**নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রবণতা

**নারীদের সামাজিক সিদ্ধান্ত গ্রহণে সীমিত ভূমিকা


সমাধান:

**নারীদের জন্য উদ্যোক্তা সহায়তা প্রদান

**নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন বাস্তবায়ন

**মেয়েদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ


৬. নিরাপদ পানি ও স্যানিটেশন (SDG-6)

সমস্যা:

**বিশুদ্ধ পানির অভাব

**বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি

**খোলা জায়গায় মলত্যাগ প্রবণতা


সমাধান:

**সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা

**উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন

**জনসচেতনতা বৃদ্ধি ও সরকারি প্রকল্প বাস্তবায়ন


৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি (SDG-7)

সমস্যা:

**নবায়নযোগ্য জ্বালানির সীমিত ব্যবহার

**বিদ্যুতের ঘাটতি

**জ্বালানি খরচ বেশি হওয়া


সমাধান:

**সৌরবিদ্যুৎ ও বায়ু বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি

**বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির ব্যবহার

**বিদ্যুৎ সাশ্রয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি


৮. যথোচিত কর্ম ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (SDG-8)

সমস্যা:

**পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগের অভাব

**শিল্প খাতে বিনিয়োগ কম

**শ্রমিকদের ন্যায্য মজুরি না পাওয়া


সমাধান:

**ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ সুবিধা প্রদান

**স্থানীয় পর্যায়ে শিল্প স্থাপন ও বাণিজ্য সম্প্রসারণ

**শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা


৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো (SDG-9)

সমস্যা:

**আধুনিক শিল্প ও প্রযুক্তির অভাব

**অবকাঠামোগত উন্নয়নের ধীরগতি

**গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ কম


সমাধান:

**স্থানীয় পর্যায়ে শিল্প স্থাপনের জন্য বিনিয়োগ বৃদ্ধি

**অবকাঠামো উন্নয়নে সরকার ও বেসরকারি খাতের অংশগ্রহণ

**গবেষণা ও উদ্ভাবনে সরকারি-বেসরকারি সহায়তা বৃদ্ধি


এসডিজি লক্ষ্যমাত্রার আলোকে নাটোর জেলার উন্নয়নে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিবেশ সংরক্ষণে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিলে নাটোরকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।



English

৫. Write a paragraph on 'Chalanbil of Natore' 

Chalan Beel of Natore

Chalan Beel, one of the largest wetlands in Bangladesh, extends across the districts of Natore, Sirajganj, and Pabna. It is a vast inland depression with rich biodiversity, supporting a variety of flora and fauna. The beel is fed by 47 rivers and other waterways, making it an essential part of the region’s hydrology. Over time, silt deposition has significantly reduced its size. Historically, shifting river courses, particularly of the Padma and Teesta, played a crucial role in shaping this wetland. The construction of railway embankments in the early 1900s disrupted natural drainage patterns, affecting the ecosystem. Additionally, excessive pesticide use, commercial overfishing, and infrastructure development have contributed to environmental degradation. Despite these challenges, Chalan Beel remains a vital ecological and economic resource for the people of Natore, providing fish, irrigation, and natural beauty. Conservation efforts are essential to preserve this unique wetland for future generations.


৬. Make sentence with the idiom

a) For good = He left the village for good. 

b) Red letter day = The 16th December is a red letter day for the people of Bangladesh. 

c) Cats and dog = It is raining cats and dog.

d) Get rid of = You should get rid of smoking.

e)  To and fro = He is moving to and fro.


৭. Write a joining letter to the Deputy Commissioner of Natore for the post you have applied for


[Your Name]

[Your Address]

[City, State, ZIP Code]

[Email Address]

[Phone Number]


[Date]


The Deputy Commissioner

[Office Address]

[City, State, ZIP Code]


Subject: Joining Letter for the Post of [Your Designation]


Dear Sir,


I am writing to formally inform you of my joining the office as [Your Designation] in the Divisional Commissioner’s office. As per the offer letter dated [mention date], I am honored to accept the position and am eager to contribute to the goals and responsibilities of the department.


I join today, [mention your joining date], and will make every effort to perform my duties with dedication and professionalism. I am confident that with my skills, knowledge, and enthusiasm, I will be able to support the office in its initiatives and work collaboratively with all team members to further the objectives of the Division.


I would like to take this opportunity to express my gratitude for the opportunity to work in such a prestigious position. I look forward to a successful and fulfilling tenure at the Deputy Commissioner’s office.


Thank you for your support and trust.


Sincerely,

[Your Name]

[Your Designation]


৮। সমাধান করুনঃ

সমাধানঃ


৯। সাহেব তার 56000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। দুই বছর পর তিনি মোট 12800 টাকা মুনাফা পেলেন। তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন?

সমাধানঃ ধরি, তিনি ১২% মুনাফায় x টাকা বিনিয়োগ করেছিলেন।

তিনি 10% মুনাফায় বিনিয়োগ করেছেন = (56000-x)

12% হারে,

100 টাকায় 1 বছরের সুদ = 12 টাকা

   1  টাকায় 1 বছরের সুদ = 12/100 টাকা

x টাকায় 2 বছরের সুদ = টাকা

আবার,

100 টাকায় 1 বছরের মুনাফা = 10 টাকা

   1  টাকায় 1 বছরের মুনাফা = 10 টাকা

(56000-x) টাকায় 1 বছরের মুনাফা =টাকা

=

প্রশ্নমতে, 

কবির সাহেব 12% মুনাফায় 40000 টাকা বিনিয়োগ করেছেন।

উত্তরঃ 40000 টাকা।


১০। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ৬০ সে.মি। এর ক্ষেত্রফল ১২০০ বর্গ সে.মি হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় কত?

সমাধানঃ

উত্তরঃ সমান সমান বাহুর দৈর্ঘ্য ৫০ সে.মি.


১১। শাহিন ২৪০ টাকায় কতকগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?

সমাধানঃ ধরি, সে x টি কলম কিনেছিল।

প্রশ্নমতে,

x = -16 or x = 15

যেহেতু ঋণাত্মক মান গ্রহনযগ্য নয় সুতরাং x = 15

উত্তরঃ সে 15 টি কলম কিনেছিল।


১২। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ঐ বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতল একটি বিন্দুর অবনতি কোণ 30° হলে-

ক) ঘরটির উচ্চতা নির্ণয় করুন

) ঘরটির পাদবিন্দু হতে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব কত?


ক) ঘরটির উচ্চতা নির্ণয়ঃ




খ) ঘরটির পাদবিন্দু হতে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয়ঃ

মনে করি, ঘরটির উচ্চতা AB = h মিটার। শীর্ষবিন্দু A থেকে 20 মিটার দূরে ভূতলস্থ অপর বিন্দু C, তাহলে AC = 20 মিটার।

উত্তরঃ 10 মিটার।


সাধারণ জ্ঞান ও কম্পিউটার

১৩। 'উত্তরা গণভবন' সম্পর্কে যা জানুন লিখুন। 

উত্তর: বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত উত্তরা গণভবন। নাটোর শহর থেকে প্রায় ২.৪ কিমি দূরে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তর গণভবন বা উত্তরাঞ্চলের গভর্মেন্ট হাউস নামে পরিচিত। ১৯৭২ সালে দিঘাপতিয়া রাজবাড়ীকে উত্তরা গণভবন নামকরণ করেন।


১৪। বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী? 

উত্তর: ধলেশ্বরী 


১৫। কাজী নজরুল ইসলামকে কত তারিখে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশিত হয়? 

উত্তর: ২৪ ডিসেম্বর ২০২৪ গেজেট প্রকাশ হয় 


১৬। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কত সালে হয়? 

উত্তর: ২০২২ 


১৭। বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে? 

উত্তর: রাঙ্গামাটি 


১৮। পৃথিবীর জমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? 

উত্তর: শুক্র 


১৯। বাংলাদেশের মোট স্থলবন্দর কতটি? 

উত্তর: ২৪টি


২০। বঙ্গোপসাগরের গভীরতম স্থানের নাম কী

উত্তর: সোয়াচ অব নো গ্রাউন্ড 


২১। বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলার নাম কী? 

উত্তর: শিবগঞ্জ


২২। ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? 

উত্তর: আলজেরিয়া 


২৩। গোলান মালভূমি কোন দেশে অবস্থিত? 

উত্তর: সিরিয়া 


২৪। USB এর পূর্ণরূপ কী? 

উত্তর: Universal Serial Bus 


২৫। কম্পিউটারের গতি ও ক্ষমতা কিসের উপর নির্ভর করে? 

উত্তর: সিপিইউ 


২৬। কী-বোর্ডে কতটি ফাংশন কী এবং কতটি সংখ্যা সূচক কী আছে? 

উত্তর: ফাংশন কী ১২টি এবং সংখ্যা সূচক ১০টি 

২৭। গ্রাফিক্স ট্যাবলেট কী? 

উত্তর: গ্রাফিক্স ট্যাবলেট হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস যা ব্যবহার করে ছবি আঁকা, অ্যানিমিশন তৈরি করা যায়। 


২৮। কম্পিউটার মনিটরে তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক কী?

উত্তর: পিক্সেল 


২৯। Software piracy কাকে বলে? 

উত্তর: কোন সফটওয়্যার প্রস্তুতকারীর বিনা অনুমতিতে তার সফটওয়্যার কপি করা, নিজের নামে বিতরণ করা কিংবা সামান্য কিছু পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়াকে Software piracy বলে। 


৩০। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোন জটিল বিষয়ে সিদ্ধান্ত নেয়ার মাধ্যমকে কী বলে? 

উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে জটিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে "ডিসিশন সাপোর্ট সিস্টেম (Decision Support System - DSS)" বা "এআই-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা" বলা হয়।

এটি এমন একটি প্রযুক্তিগত পদ্ধতি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং (ML) এবং বিগ ডাটা অ্যানালিটিক্স ব্যবহার করে জটিল সমস্যার সমাধান ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটি ব্যবসা, চিকিৎসা, অর্থনীতি, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়।


৩১। ১ টেরাবাইট = কত গিগাবাইট? 

উত্তর: ১০২৪ গিগাবাইট 


৩২। কম্পিউটারের প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি কোনটি? 

উত্তর: র‍্যাম ও রম। 


৩৩। চেকে আধুনিক সংস্করণকে কী নামে ডাকা হয়? 

উত্তর: MICR