সড়ক ও জনপথ অধিদপ্তর

  • ১২ ১১ ২০২১১২ ১১ ২০২১
  • সার্ভেয়ারসার্ভেয়ার

১।

বাংলা গদ্যের জনক কে?

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১)

২।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তরঃ ১৯১৩ সালে।

৩।

সন্ধি বিচ্ছেদ করুন

× =

) ষোড়শ = ষট্ + দশ

) ততোধিক = ততঃ + অধিক

) গবাক্ষ = গো+অক্ষ

৪।

এক কথায় প্রকাশ করুন

× =

) অনেকের মধ্যে একজন

:

অন্যতম

) অভিজ্ঞতার অভাব আছে যার

:

অনভিজ্ঞ

) পা থেকে মাথা পর্যন্ত

:

আপাদমস্তক

৫।

বাংলা শব্দ গঠনে প্রত্যয় কত প্রকার? কি কি?

উত্তরঃ বাংলা শব্দ গঠনে প্রত্যয় দুই প্রকার। যথাঃ- . তদ্ধিত প্রত্যয় . কৃৎ প্রত্যয়।

৬।

চিলেকোঠার সেপাই উপন্যাসটির লেখক কে?

উত্তরঃচিলেকোঠার সেপাই বাংলাদেশী কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস।

৭।

একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সে.মি দৈর্ঘ্য এবং একটি বাহুর দৈর্ঘ্য সে.মি। ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ আমরা জানি, (অতিভুজ)2 = (লম্ব)2+(ভুমি)2

বা, (লম্ব)2 = (অতিভুজ)2-(ভুমি)2

বা, (লম্ব)2 = 2 - 2

বা, (লম্ব)2 = ২৫-১৬

বা, (লম্ব)2 =

বা, (লম্ব)2 =

বা, লম্ব  = ans 

৮।

a-b=4 এবং ab=60 হলে a2+b2 এর মান কত?

উত্তরঃ আমরা জানি, a2+b2 = (a-b)2+4ab = 42+(4×60) = 16+240 = 256 ‍ ans

৯।

একটি ছাগল % ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি ৮০০ টাকা বেশি দামে বিক্রি করলে % লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত?

উত্তরঃ আমরা জানি, ক্রয়মূল্য = (১০০× বেশী মূল্য)(১ম% + ২য়%) =  (১০০× ৮০০)( + )

= (১০০ ৮০০)( + )

= ৫০০০ টাকা।

১০।

Sin60°.Cos 30° + Cos 60°.Sin30° এর মান নির্ণয় করুন।

Solution: We know that,

Sin60° = ৩২ = Cos 30°  and Sin30° =  ১২ = Cos 60°

Now, Sin60°.Cos 30° + Cos 60°.Sin30° =( ৩২×৩২ )+(  ১২ ১২ ) =  ৩৪ +  ১৪ =  ৪৪ = ans

১১।

এক খন্ড জমি মিটারের শিকলে মেপে ১০০ বর্গমিটার পাওয়া গেল। পরে জানা গেল শিকলটিতে .১০ মিটার অতিরিক্ত খাটো ছিল। জমির প্রকৃত ক্ষেত্রফল কত?

সমাধানঃ আমরা জানি,

A×L2 = A´×L´2

বা, A = (A´×L´2) / L

বা, A = (100×0.0902) / 1

বা, A = 100.81 বর্গমিটার।

দেওয়া আছে,

L = 1 মিটার

L´= 1 - (0.10) = 0.090 মিটার

A´= 100 বর্গমিটার

A = ?

১২।

Fill in the blanks

a) We will attend an exam tomorrow_____morning.

:

in the

b) Rafi stands_______the road.

:

on

c) Mr. Adil is waiting______ his brother.

:

for

 

১৩

 

ইংরেজিতে অনুবাদ করুন 

 

× =

) তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে 

:

It has been raining for three days.

) অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দিন

:

Please give me a glass of water.

) এখন ১১ টা বেজে ৩০ মিনিট

:

It is now 11 o'clock and 30 minutes.

 

১৪

 

Voice Change করুন 

 

× =

a) She has done the work.

:

The work has been done by her.

b) Pintu drives a car.

:

A car is driven by Pintu.

c) We take foods every day.

:

Foods are eaten by us every day.

 

১৫

 

Tense কত প্রকার কি কি?

 

উত্তরঃ Tense (তিন) প্রকার। যথাঃ-

. Present Tense (বর্তমান কাল),

. Past Tense (অতীত কাল),

. Future Tense(ভবিষ্যত কাল)

১৬

সংক্ষেপে উত্তর দিন

×১৫ = ১৫

) GIS এর পূর্ণরূপ কি?

উত্তরঃ Geographic Information System

) প্লেন টেবিল জরিপ কোন মূলনীতির উপর প্রতিষ্ঠিত?

উত্তরঃ প্লেন টেবিল জরিপ প্রতিসাম্য সমান্তরাল সমানুপাতিক নীতির উপর প্রতিষ্ঠিত।

) ত্রিভুজায়ন জরিপে কোণ পদ্ধতি পরিমাপ কয়টি?

উত্তরঃ ত্রিভুজায়ন জরিপে কোণ পদ্ধতি পরিমাপ দুইটি।যথাঃ-

 . পুনরাবৃত্তি পদ্ধতি . নির্দেশক পদ্ধতি

) সড়কের লম্বালম্বি ঢালকে কি বলে?

উত্তরঃ সড়কের লম্বালম্বি ঢালকে গ্রডিয়েন্ট বলে।

) থিওডোলাইট কি?

উত্তরঃ থিওডোলাইট হলো একটি যন্ত্রবিশেষ যা দুরত্ব কোণের পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি মূলত আনুভুমিক   উলম্ব  কোণ এবং দুরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়।

) লেভেলিং স্টেশন বিন্দু কি?

উত্তরঃ 

) আমার দেখা নয়াচীন গ্রন্থটির লেখক কে?

উত্তরঃআমার দেখা নয়াচীন গ্রন্থটির লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

) ASEAN এর পূর্ণরূপ কি?

উত্তরঃ Association of Southeast Asian Nations

) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তরঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য .১৫ কিমি (.৮২ মাইল)

১০) সড়কের ক্যাম্বারের সর্বাধিক উচু বিন্দুকে কি বলে?

উত্তরঃ সড়কের ক্যাম্বারের সর্বাধিক উঁচু বিন্দুকে ক্রাউন বলা হয়।

১১) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি?

উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ  ১৫৩ টি

১২) এক একর সমান কত বর্গমিটার?

উত্তরঃ এক একর সমান  ৪০৪৬.৮৬ বর্গমিটার।

১৩) একই পাইপের দুই বিন্দুর চাপের পার্থক্য কি দ্বারা পরিমাপ করা হয়?

উত্তরঃ একই পাইপের দুই বিন্দুর চাপের পার্থক্য ম্যানোমিটার দ্বারা পরিমাপ করা হয়

১৪) জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি?

উত্তরঃ ইয়োশিহিদে সুগা

১৫) একটি তিন পার্শ্ব বিশিষ্ট কাচের ভিতর দিয়ে কম্পাসের পাঠ নেয়াকে কি বলে?

উত্তরঃ