১। |
বাংলা গদ্যের জনক কে? |
২ |
|||
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১)। |
|||||
২। |
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? |
২ |
|||
উত্তরঃ ১৯১৩ সালে। |
|||||
৩। |
সন্ধি বিচ্ছেদ করুন |
৩×২ = ৬ |
|||
ক) ষোড়শ = ষট্ + দশ |
খ) ততোধিক = ততঃ + অধিক |
গ) গবাক্ষ = গো+অক্ষ |
|||
৪। |
এক কথায় প্রকাশ করুন |
৩×২ = ৬ |
|||
ক) অনেকের মধ্যে একজন |
: |
অন্যতম |
|||
খ) অভিজ্ঞতার অভাব আছে যার |
: |
অনভিজ্ঞ |
|||
গ) পা থেকে মাথা পর্যন্ত |
: |
আপাদমস্তক |
|||
৫। |
বাংলা শব্দ গঠনে প্রত্যয় কত প্রকার? কি কি? |
২ |
|||
উত্তরঃ বাংলা শব্দ গঠনে প্রত্যয় দুই প্রকার। যথাঃ- ১. তদ্ধিত প্রত্যয় ও ২. কৃৎ প্রত্যয়। |
|||||
৬। |
“চিলেকোঠার সেপাই” উপন্যাসটির লেখক কে? |
২ |
|||
উত্তরঃ “চিলেকোঠার সেপাই” বাংলাদেশী কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস। |
|||||
৭। |
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ৫ সে.মি দৈর্ঘ্য এবং একটি বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি। ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য কত? |
৩ |
|||
উত্তরঃ আমরা জানি, (অতিভুজ)2 = (লম্ব)2+(ভুমি)2 বা, (লম্ব)2 = (অতিভুজ)2-(ভুমি)2 বা, (লম্ব)2 = ৫2 - ৪2 বা, (লম্ব)2 = ২৫-১৬ বা, (লম্ব)2 = ৯ বা, (লম্ব)2 = ৯ বা, লম্ব =
৩ ans |
|||||
৮। |
a-b=4 এবং ab=60 হলে a2+b2 এর মান কত? |
৩ |
|||
উত্তরঃ আমরা জানি, a2+b2 =
(a-b)2+4ab = 42+(4×60)
= 16+240 = 256 ans |
|||||
৯। |
একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি ৮০০ টাকা বেশি দামে বিক্রি করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? |
৩ |
|||
উত্তরঃ আমরা জানি, ক্রয়মূল্য = (১০০× বেশী মূল্য)(১ম% + ২য়%) = (১০০× ৮০০)(৮ + ৮) = (১০০ ৮০০)(৮ + ৮) = ৫০০০ টাকা। |
|||||
১০। |
Sin60°.Cos
30° + Cos 60°.Sin30° এর মান নির্ণয় করুন। |
৩ |
|||
Solution:
We know that, Sin60°
= ৩২ = Cos 30° and Sin30° = ১২ = Cos
60° Now,
Sin60°.Cos 30° + Cos 60°.Sin30° =( ৩২×৩২ )+(
১২ ১২ ) = ৩৪ + ১৪ = ৪৪ = ১ ans |
|||||
১১। |
এক খন্ড জমি ১ মিটারের শিকলে মেপে ১০০ বর্গমিটার পাওয়া গেল। পরে জানা গেল শিকলটিতে ০.১০ মিটার অতিরিক্ত খাটো ছিল। জমির প্রকৃত ক্ষেত্রফল কত? |
৩ |
|||
সমাধানঃ আমরা জানি, A×L2 =
A´×L´2 বা, A = (A´×L´2) / L2 বা, A = (100×0.0902) / 12 বা, A = 100.81 বর্গমিটার। |
দেওয়া আছে, L = 1 মিটার L´= 1
- (0.10) = 0.090 মিটার A´=
100 বর্গমিটার A = ? |
||||
১২। |
Fill
in the blanks |
৬ |
|||
a) We
will attend an exam tomorrow_____morning. |
: |
in the |
|||
b)
Rafi stands_______the road. |
: |
on |
|||
c) Mr.
Adil is waiting______ his brother. |
: |
for |
|||
১৩ |
ইংরেজিতে অনুবাদ করুন |
৩×২ = ৬ |
|||
ক) তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে |
: |
It has
been raining for three days. |
|||
খ) অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দিন |
: |
Please
give me a glass of water. |
|||
গ) এখন ১১ টা বেজে ৩০ মিনিট |
: |
It is
now 11 o'clock and 30 minutes. |
|||
১৪ |
Voice
Change করুন |
৩×২ = ৬ |
|||
a) She
has done the work. |
: |
The
work has been done by her. |
|||
b) Pintu
drives a car. |
: |
A car
is driven by Pintu. |
|||
c) We
take foods every day. |
: |
Foods
are eaten by us every day. |
|||
১৫ |
Tense কত প্রকার ও কি কি? |
২ |
|||
উত্তরঃ Tense ৩(তিন) প্রকার। যথাঃ- ১. Present Tense (বর্তমান কাল), ২. Past Tense (অতীত কাল), ৩. Future Tense(ভবিষ্যত কাল)। |
|||||
১৬ |
সংক্ষেপে উত্তর দিন |
১×১৫ = ১৫ |
|||
১) GIS এর পূর্ণরূপ কি? উত্তরঃ Geographic Information
System |
|||||
২) প্লেন টেবিল জরিপ কোন মূলনীতির উপর প্রতিষ্ঠিত? উত্তরঃ প্লেন টেবিল জরিপ প্রতিসাম্য সমান্তরাল ও সমানুপাতিক নীতির উপর প্রতিষ্ঠিত। |
|||||
৩) ত্রিভুজায়ন জরিপে কোণ পদ্ধতি পরিমাপ কয়টি? উত্তরঃ ত্রিভুজায়ন জরিপে কোণ পদ্ধতি পরিমাপ দুইটি।যথাঃ- ১. পুনরাবৃত্তি পদ্ধতি ও ২. নির্দেশক পদ্ধতি । |
|||||
৪) সড়কের লম্বালম্বি ঢালকে কি বলে? উত্তরঃ সড়কের লম্বালম্বি ঢালকে গ্রডিয়েন্ট বলে। |
|||||
৫) থিওডোলাইট কি? উত্তরঃ থিওডোলাইট হলো একটি যন্ত্রবিশেষ যা দুরত্ব ও কোণের পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি মূলত আনুভুমিক ও উলম্ব কোণ এবং দুরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
|||||
৬) লেভেলিং এ স্টেশন বিন্দু কি? উত্তরঃ |
|||||
৭) “আমার দেখা নয়াচীন” গ্রন্থটির লেখক কে? উত্তরঃ “আমার দেখা নয়াচীন” গ্রন্থটির লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। |
|||||
৮) ASEAN এর পূর্ণরূপ কি? উত্তরঃ Association of Southeast
Asian Nations |
|||||
৯) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তরঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)। |
|||||
১০) সড়কের ক্যাম্বারের সর্বাধিক উচু বিন্দুকে কি বলে? উত্তরঃ সড়কের ক্যাম্বারের সর্বাধিক উঁচু বিন্দুকে ক্রাউন বলা হয়। |
|||||
১১) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫৩ টি |
|||||
১২) এক একর সমান কত বর্গমিটার? উত্তরঃ এক একর সমান ৪০৪৬.৮৬ বর্গমিটার। |
|||||
১৩) একই পাইপের দুই বিন্দুর চাপের পার্থক্য কি দ্বারা পরিমাপ করা হয়? উত্তরঃ একই পাইপের দুই বিন্দুর চাপের পার্থক্য ম্যানোমিটার দ্বারা পরিমাপ করা হয় |
|||||
১৪) জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? উত্তরঃ ইয়োশিহিদে সুগা |
|||||
১৫) একটি তিন পার্শ্ব বিশিষ্ট কাচের ভিতর দিয়ে কম্পাসের পাঠ নেয়াকে কি বলে? উত্তরঃ |
সড়ক ও জনপথ অধিদপ্তর
- ১২ ১১ ২০২১
- সার্ভেয়ার