ভুমি মন্ত্রনালয় (সার্ভেয়ার) ।।02-06-2023।।

  • 02-06-202302-06-2023
  • সার্ভেয়ারসার্ভেয়ার

১। অর্থসহ বাক্য রচনা করুনঃ

ক) অনুরোধে ঢেঁকি গেলাঃ- অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি জ্ঞাপন, পরের অনুরোধে কষ্ট স্বীকার করা।

খ) আষাঢ়ে গল্পঃ- আজগুবি গল্প: চাঁদে যাওয়ার কথাটা এক সময় ছিল আষাঢ়ে গল্প।

গ) আকাশ ভেঙ্গে পড়াঃ- মহাবিপদ: বাবার মৃত্যু সংবাদ পেয়ে শারমিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।

ঘ) আঠারো মাসে বছরঃ- ঢিলেমি : আমার মামা সব কাজে দেরি করেন, সবাই বলেন তার নাকি আঠার মাসে বছর।

ঙ) আকাশ কুসুমঃ- অসম্ভব কল্পনা: ওসব আকাশকুসুম ভেবে সময় নষ্ট করে লাভ নেই, বাস্তবে ফিরে এস।


২। বিপরীত শব্দ লিখুনঃ (প্রদত্ত শব্দ = বিপরীত শব্দ)

ক) মধুর = তিক্ত

খ) মুখ্য = গৌণ  

গ) সংকীর্ন = প্রশস্ত

ঘ) সংক্ষিপ্ত = বিস্তৃত   

ঙ)স্বাধীন = পরাধীন


৩। এক কথায় প্রকাশ করুনঃ

ক) বাঘের চামড়াঃ- কৃত্তি

খ) যা চিবিয়ে খাওয়ার যোগ্যঃ- চর্ব্য

গ) দমন করা কষ্টকর যাকেঃ- দুর্দমনীয়

ঘ) দিনের পূর্বভাগঃ- পূর্বাহ্ন

ঙ) যা প্রকাশ করা হয়নিঃ- অব্যাক্ত


৪। বানান শুদ্ধ করুনঃ (প্রদত্ত শব্দ = শুদ্ধ শব্দ)

ক) অদ্যবধি = অদ্যাবধি

খ) মুখছবি = মুখচ্ছবি

গ) দুরাবস্তা = দুরবস্থা

ঘ) আবশ্যকীয় = আবশ্যাক

ঙ) দুরাদৃষ্টি = দূরাদৃষ্টি


৫। টীকা লিখুন “ই-নামজারি”

জমি কিনলে বা অন্য কোন উপায়ে জমির মালিক হয়ে থাকলে হাল না আঘাত রেকর্ড সংশোধন করে নতুন মালিকের নামে জমি রেকর্ড করাকে নামজারি বলা হয়। এখন অনলাইনে নাম জারি করা হয় এটাকে বলা হচ্ছে ই-নামজারি।ভূমি মন্ত্রনালয়ের সূত্র জানায়,২০১৬ সালের পাইলট আকারে ই-নামজারি কার্যক্রম শুরু হয়।ই-নামজারি করার জন্য যেসব কাগজপত্র আপলোড করতে হবে 

*ছবি

*স্বাক্ষর

*জমি ক্রয় করার দলিল

*সর্বশেষ খতিয়ান (ক্রয়কৃত জমির খতিয়ান)

*ওয়ারিস সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) 

*এনআইডি ইত্যাদি


6. Translate into English

ক) আমার লেখার কলম নেই 

*I have no pain to write with 

খ) সে সাঁতার কাটতে জানেনা 

* He does not know how to swim 

গ) সততা সর্বোৎকৃষ্ট পন্থা 

* Honesty is the best policy 

ঘ) গোলাপটি সুন্দর 

* The rose is beautiful 

ঙ) আমাকে এখন যেতে হবে

* I have to go now


7. Fill in the blanks 

a) He died___illness.

b) He is familiar___the subject. 

c) There is no alternative____training. 

d) Divide the mangoes___two boys.

e) I must not condom her knowing.

a) of, b) with, c) to, d) between, e) to


8. Change the sentence according to direction 

a) Post the letter. (Passive) 

*Let the letter be posted. 

b)I said to her he will not come. (Indirect)

*I told her that he would not go. 

c)Only Rahim can do the sum. (Negative) 

*None but Rahim can do the sum. 

d)He is to weak too walk. (Complex)

*He is so week that he can't walk.

e) Nobody wishes to be unhappy. (Interrogative) 

*Who wishes to be unhappy?


9. Answer the following questions 

a) Write the Bengali meaning of ‘Practical’

*ব্যবহারিক 

b) Antonym of ‘Difficult’

*Easy 

c) Correct the spell 'Aquistion'

*Acquisition  

d) Write the synonym of the word ‘Efficient’

*Skilled

e) Write the Bengali meaning of ‘Run out’

*ঘাটতিপড়া


10. Write the five sentences on ‘Digital Land management’

Answer: Digital land management is the use of technology to manage land resource efficiently. It involves digital tools and system to collect organized and analyze land-related information. Digital land management helps governments and organizations make informed decision about land use and allocation. By digitizing land management processes, it improves transparency, accessibility and overall land governance.


১১. উত্তর লিখুনঃ

ক.মুক্তিযোদ্ধা জাদুঘর কোথায় অবস্থিত 

উত্তরঃ আগারগাঁও ঢাকা।

খ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দুটি গ্রন্থের নাম লিখুন 

উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা। 

গ. টেকনাফ ও তেতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত 

উত্তরঃ টেকনাফ কক্সবাজার তেতুলিয়া পঞ্চগড়।

ঘ. TIN এর পূর্ণরূপ কি 

উত্তরঃ Taxpayer Identification Number.

ঙ.বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে 

উত্তরঃ ২৫ বিঘা।

চ. ‘ভাওয়াইয়া’ কোন অঞ্চলের লোকসংগীত 

উত্তরঃ রংপুর।

ছ. কবে প্রথম জাতীয় ভূমি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?  

উত্তরঃ ১৯ মার্চ ২০২৩ 

জ. বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা কোনটি?

উত্তরঃ মাগুরা।

ঝ. জুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?

উত্তরঃ চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। 

ঞ. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নারী স্পিকারের নাম লিখুন 

উত্তরঃ ড. শিরীন শারমিন চৌধুরী।

ট. সর্বপ্রথম ও সর্বশেষ জনশুমারি অনুষ্ঠিত হয় কোন সালে? 

উত্তর সর্বপ্রথম জনশুমারি হয়ে ১৯৭৪ সালে, সর্বশেষ জনসুমারি হয় ২০২২ সালে।

ঠ “থিওরি অব রিলেটিভিটি” এর  প্রণেতা কে?

উত্তরঃ আলবার্ট আইনস্টাইন।

ড. স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ নেন কোন তারিখে? 

উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১ সালে। 

 ঢ. EU এর পূর্ণরূপ কি?

উত্তরঃ European Union 

ণ. অপারেশন জ্যাকপট কি 

উত্তরঃ অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। এ অপারেশন ১৯৭১ সালের ১৫ই আগস্ট রাতে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদীবন্দরে একই সময়ে পরিচালিত হয়। ১০ নাম্বার সেক্টরের অধীনে ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডো যোদ্ধাদের অসীম সাহসিকতার নিদর্শন এই অপারেশন জ্যাকপট। 

ত. পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়?

উত্তরঃ ২৫ জুন ২০২২ সালে 

থ. বাংলাদেশের পাঁচটি মেগা প্রকল্পের নাম লিখুন।

উত্তরঃ ১.পদ্মা বহুমুখী সেতু, ২. রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ৩. মেট্রোরেল প্রকল্প, ৪. কর্ণফুলী টানেল, ৫. পায়রা গভীর সমুদ্র বন্দর 

দ. ২০২৩-২৪ অর্থবছরের বাজেট কবে সংসদে উপস্থাপিত হয়? 

উত্তরঃ ১ জুন ২০২৩ সালে 

ধ. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি 

উত্তরঃ মিথেন 

ন. কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে?

উত্তরঃ ইউনেস্কো


১২।একটা চেইন দ্বারা মেপে জমির ক্ষেত্রফল ১৩০.৫০ একর পাওয়া গেল। যদি মাপার কাজে ব্যবহৃত চেইন্টি শতকরা ১০ ভাগ বেশি লম্বা হয়ে থাকে তবে জমির প্রকৃত ক্ষেত্রফল কত? 


১৩।একটি শিকল রেখা হতে আঁকাবাঁকা সীমানা রেখায় ১৫ মিটার পর পর নিম্নরূপ অফসেট পাওয়া গেল শিকল রেখা ও সীমানার মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল কত? 

অফসেট সমূহ: ০.০০, ২.৭৫, ৩.৮৩, ৪.৭০, ৩.৬৫, ৫.০০, ৫.৯০


১৪। AB রেখার বিয়ারিং ১৪২° ৩০' এবং ABC কোন ১২০°৩৮' হলে BC রেখার বামাবর্তে বিয়ারিং কত? 

১৫। একটি সুষম ঢাল বিশিষ্ট ভূমিতে ৩০ মিটার পর পর A হতে লেভেলিং কার্য শুরু করে B বিন্দুতে শেষ করার জন্য নিম্নোক্ত স্টফ পাঠ পাওয়া গেল:

০.০৮৫, ০.৮০৫, ১.৭৫০, ২.৮৫৫, ৩.৬৫০, ৩.৯৮৫, ০.৮০৫, ১.০০৫, ২.৪৫০, ৩.৬২৫, ০.০৩৫, ১.৪১৫, ২.৬১৫, 

A বিন্দুর আর এল ৪০.৪৫০মিটার  । AB রেখার ঢাল নির্ণয় করুন?


১৬। পুকুরের বিপরীত দুই পাড়ে দুটি বিন্দু AB।  A বিন্দুতে যন্ত্র বসিয়ে  AB তে পাট যথাক্রমে ১.৯৮ মিটার ও ২.৪৫ মিটার,  B বিন্দুতে যন্ত্র বসিয়ে  A B  তে স্টাফ পাঠ যথাক্রমে  ২.৪৮৫ মিটার ও ৩.৪০৫ মিটার পাওয়া গেল। A B বিন্দুর প্রকৃত উচ্চতার পার্থক্য কত? 


১৭। বেঞ্চমার্ক কি? 


১৮। পূর্ণ বৃত্ত বিয়ারিং বলতে কী বোঝায়?