দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

  • 03-06-202203-06-2022
  • সার্ভেয়ারসার্ভেয়ার

সময়ঃ- ৯০ মিনিট & পূর্ণমানঃ- ১০০

বাংলা – (মান ৩০)

১। এককথায় প্রকাশ করুন-

ক। অলংকারের ধ্বনি = শিঞ্জন

খ। ক্ষমার যোগ্য = ক্ষমার্হ

গ। সিংহের ডাক =  হুঙ্কার

ঘ। যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা

ঙ। ব্যাকরণে পণ্ডিত যিনি = বৈয়াকরণ


২। সন্ধি বিচ্ছেদ করুন-

ক। অন্তর্গত = অন্তঃ + গত

খ। ইতোমধ্যে = ইতঃ + মধ্যে

গ। ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত

ঘ। নাবিক = নৌ + ইক

ঙ। চলচ্চিত্র = চলৎ + চিত্র


৩। বিপরীত শব্দ লিখুন-  (প্রদত্ত শব্দ = বিপরীত শব্দ)

ক। অমৃত = গরল

খ। উৎকর্ষ = অপকর্ষ

গ। গৃহী = সন্ন্যাসী

ঘ। গৌণ = মুখ্য

ঙ। উগ্র = সৌম্য


৪। অশুদ্ধ শব্দগুলি শুদ্ধভাবে লিখুন- ( অশুদ্ধ শব্দ = শুদ্ধ শব্দ)

ক। মূহুর্ত = মুহূর্ত

খ। ক্ষুন্ন = ক্ষুণ্ন

গ। শুণ্য = শূন্য

ঘ। ভৌগলিক = ভৌগোলিক

ঙ। লজ্জাস্কর = লজ্জাকর


৫। বাগধারা করুন-

ক। গোড়ায় গলদ = শুরুতে ভুল: হে তোমার দিনতো খারাপ, তা নইলে কি গোড়ায় গলদ হয়?

খ। চশমখোর = বেহায়া/ নির্লজ্জ: ভদ্রলোকের ছেলে এতটা চশমখোর, তা আগে জানলে ওর সঙ্গে বন্ধুত্ব করতাম না।

গ। তুষের আগুন = দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা: পরীক্ষায় ফেলের জন্য বাবার তিরস্কারে সুমনের মনের তুষের আগুন জ্বলছে।

ঘ। তালকানা = বেতাল হওয়া: তালকানা লোক দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করা যায় না।

ঙ। আকাশ কুসুম = অসম্ভব কল্পনা: শহরে বাড়ি করা গরিবের জন্যে 'আকাশ কুসুম' কল্পনা মাত্র।


৬। একবচনকে বহুবচন করুন- (একবচন শব্দ = বহুবচন শব্দ)

ক। বৃক্ষ = বৃক্ষরাজি

খ। শিক্ষক = শিক্ষকমণ্ডলী

গ। জল = জলরাশি

ঘ। পক্ষী = পক্ষিকুল

ঙ। বায়ু = বায়ু


ইংরেজি – (মান ৩০)


7.Correct the following sentences: (Answer in Red Color)

a) Cut the line = "Cut in line."

b) Cattles are grazing in the field = "Cattle are grazing in the field."

c) They made noise = "They made noise."

d) I am fond of vegetable = "I am fond of vegetables."

e) The boy sank = " The boy has been sunk."


8. Translate the following sentences from Bengali to English: (Answer in Red Color)

a. এক হাতে তালি বাজে না = It takes two to make a quarrel.

b. বলা সহজ কিন্তু করা কঠিন = Easier said than done.

c. মানুষ মাত্রই ভুল করে = To err is human.

d. সে কি গতকাল এসেছে? = Did he come yesterday?

e. আমি অর্থের চেয়ে সম্মান পছন্দ করি = I prefer respect to money.


9. Change part of speech of the following words as directed: (Answer in Red Color)

a) Trust (noun) = Trust

b) Strong (verb) = Strengthen

c) Hesitate (adjective) = Hesitant

d) Deceive (adverb) = Deceptively

e) Neglect (noun) = Negligence


10. Use the correct form of verbs in the following sentences:(Answer in Red Color)

a) Listen, the clock (strike). 

= Listen, the clock is striking.

b) The student (rebuke) for his misbehavior yesterday.

= The student was rebuked for his misbehavior yesterday.

c) Making a good result in the exam (need) a lot of hard work.

= Making a good result in the exam needs a lot of hard work.

d) It (rain) heavily in the rainy season.

= It rains heavily in the rainy season.

e) Speak the truth or you (punish)

= Speak the truth or you will be punished.


11. Put articles where necessary:


a. I saw one eyed man in the street. 

I saw a one-eyed man in the street. 

বাক্যের অর্থঃ রাস্তায় একজন অন্ধলোক দেখেছিলাম ।


b. He is old man.

He is an old man. 

বাক্যের অর্থঃ তিনি একজন বৃদ্ধ মানুষ ।


c. He depends on help of others.

He depends on the help of the others. 

বাক্যের অর্থঃ তিনি অন্যের সাহায্যের উপর নির্ভর করেন ।


d. He always looks for opportunity to get money from rich.

He always looks for opportunity to get money from the rich. 

বাক্যের অর্থঃ ধনীদের নিকট হতে অর্থ পেতে সে সর্বদা সুযোগ খুঁজে ।


12. Make sentence with following Idom/Phrase:

a. At stake (বিপন্ন): Wild life of Sundarbon is at stake now.

b. For good (চিরতরে): He left the village for good.

c. With a view to (উদ্দেশ্যে): Hanjala came to me with a view to seeing (see) me.

d. Tell upon (স্বাস্থ্যের জন্য ক্ষতিকর): Hard work is telling on him.

e. Bring to book (শাস্তি দেয়া): He should be brought to book for his misconduct.


গণিত (প্রতিটি প্রশ্নের মান সমান ৫ × ৪ =২০)


১৩। পিতা ও ২ পুত্রের বয়সের গড় ৩০ বছর। ২ সন্তানের বয়সের সমষ্টি পিতার বয়সের চেয়ে ৪০ বছর কম হলে পিতার বয়স কত?

সমাধানঃ পিতা ও দুই সন্তানের মোট বয়স = (৩×৩০) বছর = ৯০ বছর

দুই সন্তানের মোট বয়স = (২×২০) বছর = ৪০ বছর

সুতরাং পিতার বয়স = (৯০ - ৪০) বছর = ৫০ বছর


১৪। একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করলে যত টাকা ক্ষতি হয়, ৭২ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয় মূল্য কত?

সমাধানঃ ধরি,

36 টাকায় বিক্রি করলে ক্ষতি x টাকা।

72 টাকায় বিক্রি করলে লাভ 2x টাকা।

শর্তানুসারে,

36 + x = 72 - 2x

বা, x + 2x = 72 - 36

বা, 3x = 36

বা, x = 36/3

বা, x = 12

অতএব খাতাটির ক্রয় মূল্য = 36 + 12 = 48 টাকা।

উত্তর: খাতাটির ক্রয় মূল্য = 48 টাকা।

শর্ট টেকনিক

যত + তত = ১গুণ + ১গুণ

মোট দ্বিগুণের মান ৭২ - ৩৬ = ৩৬

তাহলে ১ অংশের মান ১২ এবং ক্রয়মূল্য ৩৬ + ১২ = ৪৮।



১৬। তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি ৬৬ হলে সংখ্যা তিনটি কত?

সমাধানঃ মনে করি, সংখ্যা তিনটি = x, x + 2, x + 4

প্রশ্নমতে, x + x + 2 + x + 4 = 66

3x + 6 = 66

3x = 66-6

3x = 60

x = 60/3 = 20

১ম সংখ্যাটি = 20 

২য় সংখ্যাটি = 20 + 2 = 22

৩য় সংখ্যাটি = 20 + 4 = 24

[তিনটি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি ৬৬ হলে সংখ্যা তিনটি কত, প্রশ্নটি এমন হবে]


১৭। দুইটি সংখ্যার অনুপাত ৭:৫। সংখ্যা দুটির বিয়োগফল ৪০০ হলে সংখ্যা দুটি কত?

সমাধানঃ ধরি, সংখ্যাটি x

7x – 5x = 400

2x = 400

x = 200

১ম সংখ্যাটি = 7x = 7×200 = 1400

২য় সংখ্যাটি = 5x = 5×200 = 1000

৩য় সংখ্যাটি = 1400 – 1000 = 400 (উত্তর)


সাধারণ জ্ঞান (সকল প্রশ্নের মান সমান ২০ × ১=২০)


১৮। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কোন দেশ সফর করেন?

উত্তরঃ বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভারত সফর করেন।


১৯। অসমাপ্ত আত্মজীবনী প্রন্থের প্রকাশক কে?

উত্তরঃ দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।


২০। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন তাকে ইউনেস্কো কী হিসেবে স্বীকৃতি দিয়েছে?

উত্তরঃ ২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিকবিষয়ক সংস্থা ইউনেস্কো। একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক-নির্দেশনা।


২১। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?

উত্তরঃ বাংলাদেশ সংবিধানের মূলনীতি ৪ টি। যথাঃ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা।


২২। রাষ্ট্রপতির নিকট কোনো বিল পেশ করার কতদিনের মধ্যে পাশ করতে হয়?

উত্তরঃ রাষ্ট্রপতির নিকট কোনো বিল পেশ করার ১৫ দিনের মধ্যে তা অনুমোদন করতে হয়। 


২৩। আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ সিলেট নাকি ময়মনসিংহ?

উত্তরঃ আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ। আয়তন ১০৮৪৫ কি. মি।


২৪। বাংলাদেশের বৃহত্তম তথ্য বাতায়নের নাম কী?

উত্তরঃ বাংলাদেশের বৃহত্তম তথ্য বাতায়নের নাম হলো বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

২৫। টেলিফোন লাইনের মধ্যে দিয়ে কী ধরনের সংকেত আদান প্রদান হয়?

উত্তরঃ টেলিফোনের মাউথপিসের মাইক্রোফোনটি কণ্ঠস্বরের শব্দ তরঙ্গকে তড়িৎ সংকেত রূপান্তরিত করে এবং এ সংকেত টেলিফোন তার দিয়ে অপর টেলিফোনের ইয়ারপিসে যায়।


২৬। কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়?

উত্তরঃ মডেম ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়।


২৭। টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কী বলে?

উত্তরঃ টেলিযোগাযোগের মাধ্যম সভা করাকে টেলিকনফারেন্স বলে।


২৮। ভার্চুয়াল রিয়েলিটিতে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য কোন ডিভাইসে সেন্সর সংযোজন করা হয়?

উত্তরঃ হেড মাইন্ডেড ডিস্পেলের সাথে সংযোগ থাকে হেড ট্যাকিং।


২৯। কাবাডি খেলা কোথায় প্রথম শুরু হয়?

উত্তরঃ কাবাডি খেলা প্রথম শুরু হয় ভারতে।


৩০। হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি?

উত্তরঃ হিসাব চক্রের প্রথম ধাপ হলো লেনদেন সনাক্তকরণ।


৩৯। অবচয় কী লিখুন?

উত্তরঃ অবচয় হলো সম্পত্তি ব্যবহারের বার্ষিক চার্জ যা ধার্যের ফলে সম্পত্তি ও মালিকানাস্বত্ত্ব হ্রাস পায়।


৩২। প্রারম্ভিক মজুদ বেশি দেখালে কী বেশি দেখানো লাগে?

উত্তরঃ প্রারম্ভিক মজুদ বেশি দেখালে বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো লাগে।


৩৩। মজুদযোগ্য ব্যয়ের দুইটি উপাদান লিখুন।

উত্তরঃ মজুদযোগ্য ব্যয়ের দুইটি উপাদানঃ প্রথমটি হলো প্রারম্ভিক মজুদ এবং দ্বিতীয়টি হলো বিবিধ মজুদ।


৩৪। নগদ লভ্যাংশ ঘোষণা করলে কী প্রভাবিত হয়?

উত্তরঃ ঘোষিত লভ্যাংশ পরিশোধ করার ফলে প্রদেয় লভ্যাংশ নামক দায় কমে যাবে। আর নগদ টাকা লভ্যাংশ বাবদ প্রদান করা হলে নগদ টাকা অর্থাৎ সম্পদ কমে যাবে। 

কি প্রভাবঃ প্রদেয় লভ্যাংশ নামে যে দায়টা সৃষ্টি হয়েছিল লভ্যাংশ ঘোষণা করার সময় সেটা পরিশোধের কারণে কমে যাবে। অর্থাৎ হ্রাস পাবে।


৩৫। IBRD-এর পূর্ণ রূপ কোনটি?

উত্তরঃ IBRD এর পূর্ণরূপ International Bank for Reconstruction.


৩৬। UNHCR এর পূর্ণ রূপ কী?

উত্তরঃ UNHCR এর পূর্ণরূপ হলোঃ United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন।


৩৭। NATO এর পূর্ণ রূপ কী?

উত্তরঃ NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট).