রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) - 2024

  • 09-03-202409-03-2024
  • কানুনগোকানুনগো

সময়ঃ ১ ঘন্টা

পূর্ণমানঃ ৮০

উত্তর লাল কালারে রাঙানো আছে।

প্রশ্ন নং ১ থেকে ৬:- শব্দের সঠিক বানান নির্ণয় করুন:

1. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:

ক) অনুবীক্ষণ

খ) অণুবীক্ষণ

গ) অনুবীক্ষন

ঘ) অনুবিক্ষন

ঙ) কোনোটি নয়

2. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:

ক) দুরাবস্থা

খ) দুরাবস্থা

গ) দুরবস্থা

ঘ) দুরবস্থা

ঙ) কোনোটি নয়

3. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:

ক) তদানুসারে

খ) তদানুসারে

গ) তদনুসারে

ঘ) তদনুসারে

ঙ) কোনোটি নয়

4. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:

ক) সমীরন

খ) সমিরণ

গ) সমিরন

ঘ) সমীরণ

ঙ) কোনোটি নয়

5. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:

ক) আশ্বস্ত

খ) আশ্বস্থ

গ) আস্বস্ত

ঘ) আস্বস্থ

ঙ) কোনোটি নয়

6. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:

ক) পীড়াপিড়ি

খ) পিড়াপিড়ি

গ) পীড়াপীড়ি

ঘ) পীড়াপিড়ী

ঙ) কোনোটি নয়

প্রশ্ন নং ৭ থেকে ২০:- শব্দের অর্থ নির্ণয় করুন:

7. কদাকার

ক) কাঁদা যুক্ত

খ) বিশ্রী

গ) অপলাপ

ঘ) কম দরকারী

ঙ) কোনোটি নয়

8. অভিপ্রেত

ক) জটিল

খ) অভিযুক্ত

গ) ভয়ঙ্কর

ঘ) আকাংক্ষিত

ঙ) কোনোটি নয়

9. ব্যুৎপত্তি

ক) সম্পত্তি

গ) ব্যাপকতা

খ) দক্ষতা

ঘ) ক্ষমতা

ঙ) কোনোটি নয়

10. কুহেলী

ক) কুয়াশা

খ) রাত্রি

গ) ঢেউ

ঘ) চাদর

ঙ) কোনোটি নয়

11. বদান্যতা

ক) ঔদার্য্য

খ) ব্যথা

গ) বদ মতল

ঘ) বাজে কাজ

ঙ) কোনোটি নয়

12. নৃপতি

ক) রাজা

খ) স্বামী

গ) নাপিত

ঘ) মাতবর

ঙ) কোনোটি নয়

13. শকট

ক) গাড়ী

খ) মাছ

গ) ময়ূর

ঘ) গরু

ঙ) কোনোটি নয়

14. ব্যত্যয়

ক) ব্যতিক্রম

খ) বন্ধুত্ব

গ) অপ্রয়োজনীয়

ঘ) অন্ধকার

ঙ) কোনোটি নয়

15. মন্থর

ক) ঢেউ

খ) আকাশ

গ) ধীর

ঘ) স্বাপদ

ঙ) কোনোটি নয়

16. হর্ষ

ক) হলুদ

খ) আনন্দ

গ) চালাক

ঘ) বোকা

ঙ) কোনোটি নয়

17. লেফাফা

ক) বালতি

খ) মোড়ক

গ) শাবল

ঘ) চিঠি

ঙ) কোনোটি নয়

18. 'ভূষণ্ডির কাক'- কথাটির অর্থ কি?

ক) ষড়যন্ত্রকারী

খ) দীর্ঘ প্রতিক্ষামাণ

গ) দীর্ঘায়ু ব্যক্তি

ঘ) অপ্রয়োজনীয় ব্যক্তি

ঙ) কোনোটি নয়

19. এক কথায় প্রকাশ করুন: "যার কোনো কিছু থেকেই ভয় নেই"

ক) অকুতোভয়

গ) অপ্রতর্ক

খ) অতুলনীয়

ঘ) নৈয়ায়িক

ঙ) কোনোটি নয়

20. 'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ কী?

ক) অমূল্য বস্তু

খ) জটিল অবস্থা

গ) গুরুভার

ঘ) নিন্দিত

ঙ) কোনোটি নয়

প্রশ্ন নং ২১ থেকে ২৮:- শূণ্যস্থান পুরণ করুন:

21. Birds of a feather-------together.

a) go

b) live

c) travel

d) flock

e) fly

22. I intend to visit my grandparents this weekend.

a) on

b) during

c) by

d) for

e) along

23. Would you mind a cup of tea with me?

a) to have

b) to drink

c) having

d) flock

e) fly

24. The color of the walls in my room has faded-------

a) on

b) with

c) in

d) away

e) gone

25. Many people reported a noise last night

a) to have heard

b) having heard

c) to hear

d) been hearing

e) to hearing

26. A new tax was imposed ------- cigarette.

a) on

b) in

c) for

d) to

e) to

27. -------------you start now, you will be late

a) Unless

b) Till

c) Until

d) Although

e) Should

28. My elder brother is an engineer and my-------brother is a doctor.

a) older

b) Junior

c) smaller

d) senior

e) younger

প্রশ্ন নং ২৯ থেকে ৩৬:- শব্দের অর্থ নির্ণয় করুন:

29. Stubborn

ক) কথা না বলা

খ) বিরত থাকা

গ) বিশাল

ঘ) একগুঁয়ে

ঙ) কোনোটি নয়

30. Eradicate

ক) গরম

খ) উর্বর

গ) নির্মূল

ঘ) অভাবনীয়

ঙ) কোনোটি নয়

31. Ominous

ক) চঞ্চল

খ) দূর্বল

গ) ভীতিকর

ঘ) অনিশ্চিত

ঙ) কোনোটি নয়

32. Fatal

ক) অবহেলা

খ) আরাম

গ) বিস্ফোরক

ঘ) মারাত্মক

ঙ) কোনোটি নয়

33. Deliberate

ক) দক্ষ

খ) বিরত

গ) উদ্দেশ্যপ্রণোদিত

ঘ) অনুশোচনা

ঙ) কোনোটি নয়

34. Explicit

ক) স্পষ্ট

খ) অন্ধকার

গ) তাড়াতাড়ি

ঘ) মূল্যবান

ঙ) কোনোটি নয়

35. Instigate

ক) শুরু করা

খ) প্ররোচিত করা

গ) বাধা দেয়া

ঘ) মনোযোগ দেয়া

ঙ) কোনোটি নয়

36. Persistent

ক) অটল

খ) বুদ্ধিমান

গ) পারদর্শী

ঘ) বিদ্রোহী

ঙ) কোনোটি নয়

প্রশ্ন নং ৩৭ থেকে ৪০:- শব্দের সঠিক বানান নির্ণয় করুন:

37. শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ

a) Exagerate

b) Exagerate

c) Exeggarate

d) Exaggerate

e) None 

38. শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ

a) Superseed

b) Superceed

c) Supersede

d) Superceed

e) None

39. শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ

a) Interference

b) Interferance

c)Interfearence

d)Interfearance

e) Intarferance

40.শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ

a) Priviledge

b) Previlege

c) Previledge

d) Privilege

e) None

41. ডেঙ্গু রোগে আক্রান্ত হলে কি কমে যায়?

ক) শ্বেত কণিকা

খ) লোহিত কণিকা

গ) অনুচক্রিকা

ঘ) এলবুমিন

ঙ) কোনোটি নয়

42. খুলনা বিভাগের জেলা কয়টি?

ক) ১০

খ) ১২

গ) ১৪

ঘ) ১১

ঙ) ১৩

43. উফশী কথাটি কিসের সাথে জড়িত?

ক) ফসল

খ) নদী

গ) সমুদ্র

ঘ) কয়লা

ঙ) কোনোটি নয়

44. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপিত প্রথম ইউনিটের ক্ষমতা কত মেগা ওয়াট?

ক) ১০০০

খ) ১২০০

গ) ১৩৫০

ঘ) ১৫০০

ঙ) ১৫৫০

45. বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়?

ক) ৫ আগস্ট

খ) ২৭ সেপ্টেম্বর

গ) ৬ অক্টোবর

ঘ) ২১ নভেম্বর

ঙ) কোনোটি নয়

46. একুশে পদক ২০২৪ কতজনকে দেওয়া হয়েছে?

ক) ১৮

খ) ১৯

গ) ২০

ঘ) ২১

ঙ) ২২

47. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

ক) মহাস্থানগড়

খ) ময়নামতি

গ) সোনারগাঁ

ঘ) বগুড়া

ঙ) ঢাকা

48. "বার আল মান্দেব" প্রণালীর সাথে সরাসরি সংশ্লিষ্ট একটি সমুদ্র:

ক) লোহিত সাগর

খ) আরব সাগর

গ) পারস্য সাগর

ঘ) ভূমধ্যসাগর

ঙ) কোনোটি নয়

49. রোমান সানা কোন খেলার সাথে সম্পৃক্ত?

ক) ফুটবল

খ) ক্রিকেট

গ) বাস্কেটবল

ঘ) আর্চারি

ঙ) কোনোটি নয়

50. আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি?

ক) পার্বত্য চট্টগ্রাম

খ) খুলনা

গ) ময়মনসিংহ

ঘ) ঢাকা

ঙ) কোনোটি নয়

51. মানব দেহের বৃহত্তম গ্রন্থি (অঙ্গ) কোনটি?

ক) যকৃত

খ) ফুসফুস

গ) হৃদপিন্ড

ঘ) পিলহা

ঙ) কোনোটি নয়

52. আমাদের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?

ক) ৫:২

খ) ৫:৩

গ) ৩:১

ঘ) ৭:৫

ঙ) কোনোটি নয়

53. বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার জন্য ন্যূনতম বয়স কত বছর?

ক) ২১

খ) ২৫

গ) ২৮

ঘ) ৩০

ঙ) কোনোটি নয়

54. বাংলাদেশের বর্তমানে যে মেট্রোরেল চালু হয়েছে সেটা হচ্ছে MRT নম্বর লাইন?

ক) ২

খ) ৩

গ) ৪

ঘ) ৫

ঙ) ৬

55. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

ক) বুধ

খ) বৃহস্পতি

গ) পৃথিবী

ঘ) নেপচুন

ঙ) শনি

56. সৌদি আরবের রাজধানীর নাম কি?

ক) মক্কা

খ) মদিনা

গ) জেদ্দা

ঘ) রিয়াদ

ঙ) দাম্মাম

57. ২০২৭ সনের বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক দেশ কয়টি?

ক) ১

খ) ২

গ) ৩

ঘ) ৪

ঙ) ৫

58. হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?

ক) যশোহর

খ) আখাউড়া

গ) সাতক্ষীরা

ঘ) দিনাজপুর

ঙ) কোনোটি নয়

59. কুয়াকাটা কোন জেলার অন্তর্গত?

ক) বরিশাল

খ) খুলনা

গ) পটুয়াখালী

ঘ) কক্সবাজার

ঙ) কোনোটি নয়

60. কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস নিয়ে কোন কাল?

ক) বর্ষা

খ) শরৎ

গ) হেমন্ত

ঘ) বসন্ত

ঙ) কোনোটি নয়

61. শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? ৩, ৭, ..... ৩১, ৬৩, ১২৭।

ক) ১১

খ) ১৫

গ) ১৭

ঘ) ২০

ঙ) কোনোটি নয়

62. ৬৫টি বলের মধ্যে ৩৫ টির গায়ে লাল দাগ, ২০ টির গায়ে নীল দাগ এবং ১০ টির গায়ে লাল-নীল উভয় দাগ আছে। কতটি বলের মধ্যে লাল বা নীল কোনো দাগই নেই?

ক) ০

খ) ৪

গ) ৮

ঘ) ১০

ঙ) কোনোটি নয়

63. একটি বই এর মূল্য একটি কলম ও দুটি পেন্সিলের মূল্যের সমান। একটি কলমের মূল্য তিনটি পেন্সিলের সমান। দুইটি বই এর মূল্য দিয়ে কয়টি পেন্সিল কেনা যাবে?

ক) ১০

খ) ১২

গ) ১৫

ঘ) ২০

ঙ) কোনোটি নয়

64. ৬৪ কিলোগ্রামের বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ ৪০% হবে?

ক) ৬

খ) ১২

গ) ১৬

ঘ) ২২

ঙ) কোনোটি নয়

65. একটি বাক্সে কিছু দশ টাকা ও পাঁচ টাকার নোট রয়েছে। মোট নোটের সংখ্যা ৬১ এবং মোট টাকার পরিমাণ যদি ৪৯০ হয় তবে পাঁচ টাকার কয়টি নোট রয়েছে?

ক) ২২

খ) ২৪

গ) ২৬

ঘ) ৩০

ঙ) কোনোটি নয়

66. একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত টাকা?

ক) ২০০

খ) ২৫০

গ) ৩০০

ঘ) ৩৫০

ঙ) কোনোটি নয়

67. ঘণ্টায় ২ কি.মি. গতি বৃদ্ধি করায় ৩৬ কি.মি. পথ অতিক্রম করতে ৩ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত কি.মি. ছিল?

ক) ৩

খ) ৪

গ) ৬

ঘ) ৮

ঙ) কোনোটি নয়

68. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৬ কি.মি.। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩২ কি.মি. পথ যেতে ৪ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় স্রোতের বিপরীতে নৌকাটির কয় ঘণ্টা সময় লাগবে?

ক) ৬

খ) ৮

গ) ৯

ঘ) ১০

ঙ) কোনোটি নয়

69. দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫৪। তাদের পার্থক্যের এক তৃতীয়াংশ ১৪। বড় সংখ্যাটি কত?

ক) ৮২

খ) ৬৫

গ) ৭৭

ঘ) ৭৫

ঙ) কোনোটি নয়

70. বশির মামুনের চেয়ে বয়সে বড় কিন্তু রাজুর চেয়ে ছোটো। জাফর দুলালের চেয়ে বড় কিন্তু মামুনের চেয়ে ছোটো। এদের মধ্যে সবচেয়ে বয়স্ক কে?

ক) রাজু

খ) মামুন

গ) বশির

ঘ) জাফর

ঙ) কোনোটি নয়

71. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

ক) ৩৩/৫০

খ) ৭/১১

গ) ৩/৫

ঘ) ১১/১৭

ঙ) কোনোটি নয়

72. দুটি সংখ্যার গড় xy। একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি কত?

ক) x/2

খ) y

গ) 2xy - x

ঘ) x(y-1)

ঙ) কোনোটি নয়

73. কোন সংখ্যাটি বৃহত্তম?

ক) ২/৫

খ) ৪/৯ 

গ) ১৪/২৭

ঘ) ১৫/৩১ 

ঙ) ৩৩/৬৭

74. তিনটি সংখ্যা a, b, এবং c এর গড় 2x। অপর দুটি সংখ্যা d এবং e এর গড় যদি 3y হয় তবে a, b, c, d, এবং e এর গড় কত?

ক) x+y

খ) y(x + y)

গ) (2x + 3y)/5

ঘ) (6x+6y)/5

ঙ) কোনোটি নয়

75.একটি দ্রব্যের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের চেয়ে ৬০% বেশি। বিক্রয়মূল্যের উপর কত ছাড় দিলে তার ২০% লাভ হতো।

ক) ২০%

খ) ২৫%

গ) ৩০%

ঘ) ৩২%

ঙ) কোনোটি নয়

76. ৪ জন পুরুষ বা ৮ জন মহিলা একটি কাজ ৯ দিনে করতে পারে। ৬ জন পুরুষ এবং ৬ জন মহিলা সেই কাজ কত দিনে করতে পারবে?

ক) ৩

খ) ৪

গ) ৫

ঘ) ৬

ঙ) কোনোটি নয়

77. একটি বাক্সে লাল এবং কালো মার্বেল আছে। লাল এবং কালো মার্বেলের অনুপাত ৩: ৫ হয়। ঐ বাক্স থেকে যদি ৫ টি লাল মার্বেল সরিয়ে নেয়া হয় তবে লাল এবং কালো মার্বেলের অনুপাত ১: ২ হয় যাবে। ঐ বাক্সে মোট কতগুলি মার্বেল আছে?

ক) ৩২

খ) ৪০

গ) ৬৪

ঘ) ৮০

ঙ) কোনোটি নয়

78. যদি pqr = 1, rst = 0 এবং spr = 0 হয় তবে নীচের কোনটি অবশই সঠিক? 

ক) p=0

খ) r=0

গ) s = 0

ঘ) t = 0

ঙ) কোনোটি নয়

79. ৪(চার) টি ক্রম বিজোড় সংখ্যার সমষ্টি বৃহত্তমটির তিনগুণের চেয়ে ৭ বেশি। সংখ্যা ৪ টির যোগফল কত?

ক) ৫৪

খ) ৫৬

গ) ৬০

ঘ) ৬৪

ঙ) কোনোটি নয়

80. ৫০ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজি, ২৫ জন ইংরেজি ও বাংলা উভয় ভাষায় এবং প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন।

ক) ৩০

খ) ৪০

গ) ৪২

ঘ) ৪৪

ঙ) কোনোটি নয়