সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর (সার্ভেয়ার)-2024

  • 17-05-202417-05-2024
  • সার্ভেয়ারসার্ভেয়ার

১. সন্ধি বিচ্ছেদ

ক.

খ.

গ.

ঘ. সদুপায় = সৎ + উপাযয়

ঙ. নায়ক = নৈ+ অক


২.এক কথায় প্রকাশঃ

ক.

খ. পা ধোয়ার জল = পাদ্য

গ. কোথাও উন্নত কোথাও অবনত = বন্ধুর

ঘ. হেমন্তে জাত = হৈমন্তীক

ঙ. এ পর্যন্ত শত্রু অন্মাতনি = অজাতশত্রু


৩. কারক নির্ণয় করুন:

ক. রাজীব বাংলা ব্যাকরণে ভালো

উত্তরঃ অধিকরণ কারক

[নোটঃ ব্যাকরণ শাস্ত্রে, অধিকরণ কারক বলতে ক্রিয়া সম্পাদনের সময় এবং আধারকে নির্দেশ করে। ক্রিয়াকে "কখন" ও "কোথায়" দ্বারা প্রশ্ন করলে উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ '-এ' '-য়' '-তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।]

খ. বন থেকে বাঘ বের হলো

উত্তরঃ অধিকরণ কারক

গ. আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা

উত্তরঃ কর্ম কারক


৪. প্রত্যেক শব্দের ২(দুইটি) করে প্রতিশব্দ লিখুন করুন:

প্রদত্ত শব্দ

প্রতিশব্দ

কিরণ

আলো, রশ্মি

পর্বত

পাহাড়, গিরি

রাজা

নৃপতি, নরপতি


৫. শব্দ জোড়ার অর্থ নির্ণয় করুন:

প্রদত্ত শব্দ

অর্থ

অর্ঘ, অর্ঘ্য

মূল্য-পূজার উপকরণ

কুজন, কূজন

কুস্বভাবাপন্ন এক ব্যক্তি - পাখির ডাক

দূতী, দ্যুতি


বেশি, বেশী



৬. অনুচ্ছেদ লিখুন: "প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ: বাংলাদেশের অতীত ইতিহাসের সাক্ষী"।

উত্তরঃ প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিগণিত৷ বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, জাতিসত্ত্বা বিকাশের সুদীর্ঘ পথ-পরিক্রমা উদঘাটনে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো অনন্য ভূমিকা পালন করছে৷ আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে রয়েছে প্রাচীন স্থাপত্য-বৌদ্ধবিহার, মন্দির, মসজিদ, সাধারণ বসতি, আবাসিক গৃহ, নহবতখানা, শিক্ষা প্রতিষ্ঠান, জমিদার প্রাসাদ অথবা রাজপ্রাসাদ, অসংখ্য প্রাচীন পুকুর ও দীঘি শানবাঁধানো ঘাট, পানীয় জলের কুয়া, প্রস্তরলিপি, তাম্রলিপি, মূদ্রা, প্রাচীন পুঁথি-তুলট বা তালপাতায় লেখা, পোড়ামাটির ফলকচিত্র, পোড়ামাটি ও পাথরের ভাস্কর্য, মৃৎপাত্র ইত্যাদি৷  


বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সমৃদ্ধ ভাণ্ডার এ দেশের ইতিহাস বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এ অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে রয়েছে কুমিল্লার লালমাই-ময়নামতি ও সিলেটের চাকলাপুঞ্জিতে পাওয়া প্রাগৈতিহাসিক হাতিয়ার, মৌর্য যুগে এ অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র মহাস্থানগড় ও উয়ারি-বটেশ্বরে আদি ঐতিহাসিক পর্বের মানুষের বসতি চিহ্ন, নানা ধরনের মৃৎপাত্র, পাথর ও কাঁচের পুঁতি, পোড়ামাটির গুটিকা, স্থাপত্য কাঠামো চিহ্ন, ছাপাঙ্কিত মুদ্রা ইত্যাদি নানা রকম প্রত্ননিদর্শন৷ বরেন্দ্র অঞ্চলে পাল যুগে নির্মিত দক্ষিণ-এশিয়ার অনুপম স্থাপত্যকর্ম সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার বর্তমানে বিশ্ব ঐতিহ্য কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে৷ পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল মন্দিরের গায়ে পোড়ামাটির ফলকচিত্র এ দেশের মৃৎশিল্পীদের অনুপম শিল্পনৈপুণ্য প্রকাশ করে৷


৭. ইংরেজী করুন:

(a) অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট।

** Too many cooks spoil the broth.

(b) এক হাতে তালি বাজে না।

** It takes two to make a quarrel.

(c) বৃটিশ বিধি এখন অকার্যকর।

** The British rule is now void.

(d) আমি যদি একজন লক্ষপতি হতাম

** I wish I was a millionaire

(e) সে ট্রেন থেকে নেমে গেল।

** He got off the train.


. Fill in the gap:

(a) Sixty miles____ a great distance.

(b) The Government gave____the demands of the people.

(c) He wants to____peace with you.

(d) I have no prejudice____her.

(e) I shall look____the matter.

a.

b.

c.

d.

e.

is

in to

keep/make

against

into



. Write sentences with meaning of the following:

(a) To end in smoke,

** ব্যর্থ হওয়া।

(b) First language,

** মাতৃভাষা

(c) At Stake,

** ঝুঁকিপূর্ণ

(d) In Lieu of,

** এর পরিবর্তে

(e) Safe and Sound.

** বিপদমুক্ত


১০. Write an application to the Director General of Archaeology Department requesting for the permission of casual Leaves for 03 (three) days.


[Date]


To,

The Director General,

Archaeology Department,

[Department Address]


Subject: Request for Casual Leave for 03 Days


Respected Sir/Madam,


I am writing to formally request permission for casual leave for a period of three days from [start date] to [end date]. Due to personal reasons that require my immediate attention, I will be unable to attend my duties during this period.


I have ensured that all my ongoing tasks are up to date, and I have briefed my colleagues about my absence to ensure that my work responsibilities are covered during these three days. I will be available for any urgent consultations via phone or email should the need arise.


I kindly request you to grant me casual leave for the aforementioned period. I assure you that I will resume my duties promptly on [return date] and will make every effort to ensure that my leave does not hinder the progress of any ongoing projects.


Thank you for considering my request. I look forward to your positive response.


Yours sincerely,


[Your Name]

[Your Position]

[Your Department]

[Your Contact Information]


১১. Write a short note on "Wari Bateswer" by highlighting the archaeological importance.


Wari-Bateshwar is an archaeological site located in the Narsingdi district of Bangladesh, revealing a significant chapter in the region's ancient history. This site, dating back to around 450 BCE to 100 BCE, offers crucial insights into early urbanization, trade, and cultural exchanges in South Asia.


Key Highlights of Wari-Bateshwar's Archaeological Importance:


Ancient Urban Settlement: Wari-Bateshwar is considered one of the earliest urban settlements in Bengal. Excavations have unearthed fortified structures, roads, and habitation areas, indicating a well-planned urban environment.


Trade Hub: The discovery of numerous artifacts such as semi-precious stone beads, terracotta items, and punch-marked coins points to Wari-Bateshwar being a thriving trade center. The site's location along the old Brahmaputra river facilitated trade routes extending to Southeast Asia and the Indian subcontinent.


Cultural Artifacts: The variety of artifacts, including pottery, tools, and ornaments, reflects a rich cultural heritage. These findings provide valuable information about the daily lives, craftsmanship, and socio-economic conditions of the ancient inhabitants.


Evidence of Early Iron Age: Wari-Bateshwar has provided substantial evidence of early iron usage in the region. Iron smelting furnaces and various iron implements have been discovered, highlighting the technological advancements of the period.


Numismatic Evidence: The site has yielded a significant number of punch-marked coins, which are among the earliest forms of currency in South Asia. These coins help in understanding the economic practices and trade networks of the ancient society.


Strategic Location: Its strategic position near major rivers suggests that Wari-Bateshwar was an important nexus for inland and maritime trade, influencing cultural and economic exchanges in ancient Bengal and beyond.


In summary, Wari-Bateshwar is not just an archaeological site but a window into the ancient history of Bengal, illustrating its early urbanization, trade dynamics, and cultural richness. The ongoing research and excavations continue to uncover layers of history, contributing significantly to our understanding of ancient South Asian civilizations.


১২.পূর্ণনাম লিখুন: 

(ক) 

Wi-Fi = Wireless Fidelity.

DMTCL = Dhaka Mass Transit Company Limited.

BEZA = Bangladesh Economic Zones Authority.

e-TIN = Electronic Taxpayer's Identification Number.

ECNEC = Executive Committee of the National Economic Council.

BGMEA = Bangladesh Garment Manufacturers and Exporters Association.

ISO = International Organization for Standardization.

BSEC = Bangladesh Securities and Exchange Commission.

ICAB = Institute of Chartered Accountants of Bangladesh.

BANBEIS = Bangladesh Bureau of Educational Information and Statistics.


(খ) BRICS এর সদস্য রাষ্ট্রগুলোর নাম লিখুন।

উত্তরঃ Brazil, Russia, India, China, South Africa, Iran, Egypt, Ethiopia, and the United Arab Emirates. ( ব্রাজিল , রাশিয়া , ভারত , চীন , দক্ষিণ আফ্রিকা , ইরান , মিশর , ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাত)


(গ) স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি ও কি কি?

উত্তরঃ এই স্মার্ট বাংলাদেশ-এর ৪টি মূল ভিত্তি নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো:- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি।


(ঘ) ডেঙ্গু জ্বরের সংক্রামক মশার নাম লিখুন?

উত্তরঃ ডেঙ্গু জ্বরের সংক্রামক মশার নাম হলো এডিস মশা।


(ঙ) ঐতিহাসিক ছয় দফা কোন সালে ও কোথায় ঘোষণা করা হয়েছিল?

উত্তরঃ শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ছয় দফা পেশ করছেন।


(চ) র‍্যাডক্লিফ রেখা কি?

উত্তরঃ স্যার সিরিল র‌্যাডক্লিফের নেতৃত্বে একটি কমিশন সীমানা চিহ্নিতকরণের কাজ সমাপ্ত করে ১৯৪৭ সালের ১৭ আগস্ট। তাঁর নামানুসারে চার লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার দৈর্ঘ্যের এই সীমান্তরেখার নাম হয় 'র‌্যাডক্লিফ লাইন'। যদিও এটিকে ভারত-পাকিস্তানের সীমানা নির্ধারণী লাইন হিসেবেই বলা হয়ে থাকে, তবে বাংলাদেশের ইতিহাসেও এর গুরুত্ব অপরিসীম।


(ছ) টিকা লিখুন: Chat GPT

উত্তরঃ **চ্যাট জিপিটি: এক নজরে**


চ্যাট জিপিটি (GPT বা জেনারেটিভ প্রিট্রেইন্ড ট্রান্সফরমার) হল একটি অত্যাধুনিক ভাষা মডেল, যা OpenAI দ্বারা তৈরি করা হয়েছে। এটি মানুষের মত করে লেখা, কথোপকথন এবং ভাষাগত বিশ্লেষণ করতে সক্ষম। চ্যাট জিপিটির অন্যতম বৈশিষ্ট্য হল এটি প্রশিক্ষিত হয়েছে বিভিন্ন ধরণের টেক্সট ডেটার উপর, যা এটিকে অনেক বিষয়ে জ্ঞানী করে তুলেছে।


**চ্যাট জিপিটির গুরুত্ব এবং কার্যক্ষমতা:**


১. **প্রাকৃতিক ভাষার প্রক্রিয়াকরণ (NLP)**: চ্যাট জিপিটি অত্যন্ত দক্ষতার সাথে প্রাকৃতিক ভাষার প্রক্রিয়াকরণ করতে পারে, যা এটিকে বিভিন্ন ভাষায়, বিভিন্ন ধরণের কাজ করতে সক্ষম করে তোলে।


২. **ব্যবহারকারী কথোপকথন**: এটি ব্যবহারকারীদের সাথে প্রাসঙ্গিক এবং তথ্যবহুল কথোপকথন চালাতে সক্ষম, যা এটিকে গ্রাহক সেবা, শিক্ষা, এবং তথ্য প্রদানকারী সহায়তা হিসেবে ব্যবহার করা যায়।


৩. **বহুমুখী প্রয়োগ**: চ্যাট জিপিটি বিভিন্ন প্রয়োগক্ষেত্রে ব্যবহার করা যায় যেমন, কন্টেন্ট তৈরি, অনুবাদ, সারাংশ তৈরি, এবং এমনকি কোড লেখা পর্যন্ত।


৪. **সাহায্যকারী টুল**: এটি গবেষক, লেখক, এবং অন্যান্য পেশাদারদের জন্য একটি অত্যন্ত কার্যকর টুল, যা সময় বাঁচায় এবং কাজের মান উন্নত করে।


৫. **অভ্যন্তরীণ লার্নিং এবং আপডেট**: চ্যাট জিপিটি ক্রমাগত শেখার মাধ্যমে উন্নত হচ্ছে এবং নতুন তথ্য সংগ্রহ করে আপডেট হচ্ছে, যা এটিকে সময়ের সাথে সাথে আরও কার্যকর করে তোলে।


মোটকথা, চ্যাট জিপিটি হল একটি অত্যন্ত শক্তিশালী এবং বহুমুখী ভাষা মডেল, যা প্রাকৃতিক ভাষার প্রক্রিয়াকরণে নতুন দ্বার উন্মোচন করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সুবিধা প্রদান করছে।


(জ) পূর্ণরূপ লিখুন: CS, ROR, BRS, RS

উত্তরঃ

CS = Cadastral Survey

ROR = Record-of-Rights

BRS = Bangladesh Revisional Survey

RS = Revisional Survey


(ঝ) বঙ্গবন্ধু স্মৃতিভবন কোথায় অবস্থিত?

উত্তরঃ কলকাতা।


(ঞ) উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ নরসিংদী।


(ঠ) UNFCC এর পূর্ণনাম কি?

উত্তরঃ United Nations Framework Convention on Climate Change.


(ট) বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কোন গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে?

উত্তরঃ কর্কটক্রান্তি রেখা


(ঢ) Wi Max কি?

উত্তরঃ তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি।

[WiMAX (Worldwide Interoperability for Microwave Access) হল একটি টেলিযোগাযোগ প্রযুক্তি যা একটি বৃহৎ এলাকা, সাধারণত কয়েক মাইল বা কিলোমিটার জুড়ে তারবিহীন উচ্চ-গতির ইন্টারনেট এবং অন্যান্য ডেটা যোগাযোগ পরিষেবা সরবরাহ করে।]


(ড) "বীরপ্রতীক" খেতাব প্রাপ্ত একজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন?

উত্তরঃ তারামন বিবি।