সময়ঃ- ৯০ মিনিট |
পূর্ণমানঃ- ১০০ |
||||||||||||||||||||||
১। |
এক কথায় প্রকাশ করুনঃ |
৫ |
|||||||||||||||||||||
|
ক) জন্ম থেকে অন্ধ |
: |
জন্মান্ধ |
||||||||||||||||||||
|
খ) বিদেশে থাকেন যিনি |
: |
প্রবাসী |
||||||||||||||||||||
|
গ) যা জলে ও স্থলে চরে
|
: |
উভচর |
||||||||||||||||||||
|
ঘ) কোথাও উঁচু কোথাও
নিচু |
: |
বন্ধুর |
||||||||||||||||||||
|
ঙ) যে উপকারীর অপকার
করে |
: |
কৃতঘ্ন |
||||||||||||||||||||
২। |
ব্যাসবাক্য সহ সমাস লিখুনঃ |
৫ |
|||||||||||||||||||||
|
ক) বেলপাতা |
: |
বেল গাছের পাতা (ষষ্ঠী
তৎপুরুষ সমাস) |
||||||||||||||||||||
|
খ) সিংহাসন |
: |
সিংহ
চিহ্নিত আসন (মধ্যপদলোপী কর্মধারয়) |
||||||||||||||||||||
|
গ) মনমাঝি |
: |
মন রূপ মাঝি (রূপক কর্মধারয়) |
||||||||||||||||||||
|
ঘ) হাতাহাতি |
: |
হাতে হাতে যে লড়াই (ব্যতিহার
বহুব্রীহি) |
||||||||||||||||||||
|
ঙ) মুখচন্দ্র |
: |
মুখ চন্দ্রের ন্যায়
(উপমিত কর্মধারয় সমাস)। |
||||||||||||||||||||
৩। |
অর্থসহ বাক্য রচনা করুন |
৫ |
|||||||||||||||||||||
|
ক) দুধের মাছি |
: |
সুসময়ের বন্ধু:সুযোগসন্ধানীরা সব সময় দুধের মাছির মতো ক্ষমতার আশেপাশে ঘোরে। |
||||||||||||||||||||
|
খ) তামার বিষ |
: |
অর্থের কুপ্রভাব:মানুষকে মানুষ বলে গ্রাহ্য কর না; তোমাকে তামার বিষে পেয়েছে বুঝি? |
||||||||||||||||||||
|
গ) আঙ্গুল ফুলে কলাগাছ |
: |
হঠাৎ বড়োলোক হওয়া:আঙুল ফুলে কলাগাছ হয়েছো তো,তাই কথার ধরন বদলে গেছে। |
||||||||||||||||||||
|
ঘ) আমরা কাঠের ঢেঁকি |
: |
অপদার্থ:তার মতো আমড়া কাঠের ঢেঁকি লাখে একটা
মেলে। |
||||||||||||||||||||
|
ঙ) ননীর পুতুল |
: |
শ্রমবিমুখ:ছেলেটাকে
একেবারে ননির পুতুল বানিয়ে রেখেছে,কোনো কাজ করতে দেয় না। |
||||||||||||||||||||
৪। |
Fill in the blanks: |
৫ |
|||||||||||||||||||||
|
a) He is______________ honest man. |
: |
an |
||||||||||||||||||||
|
b) He is weak__________ English. |
: |
in |
||||||||||||||||||||
|
c) He is senior_________ me. |
: |
to |
||||||||||||||||||||
|
d) Dhaka is__________ capital city
of Bangladesh. |
: |
the |
||||||||||||||||||||
|
e) He preferes tea__________ coffee |
: |
to |
||||||||||||||||||||
৫। |
Translet in English. |
৫ |
|||||||||||||||||||||
|
a) জুলেখা আমার চেয়ে দুই বছরের বড় |
: |
Julekha
is senior to me by two years. |
||||||||||||||||||||
|
b) আমি তাকে খুবই পছন্দ করি |
: |
I
like her very much. |
||||||||||||||||||||
|
c) সে কাঁদতে জানতো না |
: |
She
does not know that how to cry. |
||||||||||||||||||||
|
d) সে বই পড়তে ভালোবাসে |
: |
She
likes to read book. |
||||||||||||||||||||
|
e) সে খুবই পরিশ্রমী |
: |
She
is very industrious. |
||||||||||||||||||||
৬। |
Correct the following sentence |
৫ |
|||||||||||||||||||||
|
a)
He is a
famous thief. |
: |
He
is one of the most famous thieves. |
||||||||||||||||||||
|
b)
A stitch in time saved nine. |
: |
A
stitch in time save nine. |
||||||||||||||||||||
|
c)
Earth is round. |
: |
The
Earth is round. |
||||||||||||||||||||
|
d)
Sun set in
the west. |
: |
The
sun sets in the west. |
||||||||||||||||||||
|
e) Many men many mind |
: |
Many
men, many minds. |
||||||||||||||||||||
৭। |
p+1/p = 3 হলে p3+1/p3 এর মান কত? |
৫ |
|||||||||||||||||||||
|
দেওয়া আছে, p - 1/p = 3 p3
- 1/p3 = (p - 1/p) 3 + 3. p. 1/p (p - 1/p) =
(3) 3 + 3. 3 =
27 + 9 = 36 |
||||||||||||||||||||||
৮। |
একটি ত্রিভুজের ভূমি ১০ সেন্টিমিটার, উচ্চতা ১২ সেন্টিমিটার
হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? |
৫ |
|||||||||||||||||||||
|
আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল
=০.৫×ভূমি × উচ্চতা =০.৫× ১০ × ১২ = ৫ × ১২ = ৬০ বর্গ সেন্টিমিটার |
||||||||||||||||||||||
৯। |
জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? এর স্থপতি কে? |
২ |
|||||||||||||||||||||
উত্তরঃ জাতীয় স্মৃতিসৌধ
সাভারে অবস্থিত। এর স্থপতি
সৈয়দ মাইনুল হোসেন। |
|||||||||||||||||||||||
১০। |
বিস্তারিত লিখুনঃ WTO,
SAARC, BIMSTEC, BIWTA, BRAC, OIC |
৬ |
|||||||||||||||||||||
|
WTO |
: |
World
Trade Organization |
||||||||||||||||||||
SAARC |
: |
South
Asian Association for Regional Cooperation |
|||||||||||||||||||||
BIMSTEC |
: |
Bay
of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation |
|||||||||||||||||||||
BIWTA |
: |
Bangladesh
Inland Water Transport Authority |
|||||||||||||||||||||
BRAC |
: |
Building
Resources Across Communities |
|||||||||||||||||||||
OIC |
: |
Organisation
of Islamic Cooperation |
|||||||||||||||||||||
১১। |
বিশ্বের বৃহত্তম নদী
কোনটি এবং কোন মহাদেশে অবস্থিত? |
২ |
|||||||||||||||||||||
উত্তরঃ বিশ্বের বৃহত্তম নদী আমাজন নদী। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে
অবস্থিত। |
|||||||||||||||||||||||
১২। |
বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি নাম লিখুন। |
৩ |
|||||||||||||||||||||
উত্তরঃ বাংলাদেশের ৩ টি সমুদ্রবন্দর হচ্ছে
চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর। |
|||||||||||||||||||||||
১৩। |
পদবিসহ ৭ জন বীরশ্রেষ্ঠের নাম লিখুন। |
৭ |
|||||||||||||||||||||
উত্তরঃ পদবিসহ ৭ জন বীরশ্রেষ্ঠের
নাম |
|||||||||||||||||||||||
ক্রমিক নং |
নাম |
পদবী |
|||||||||||||||||||||
১. |
মহিউদ্দিন জাহাঙ্গীর |
ক্যাপ্টেন |
|||||||||||||||||||||
২. |
হামিদুর রহমান |
সিপাহী |
|||||||||||||||||||||
৩. |
মোস্তফা কামাল |
সিপাহী |
|||||||||||||||||||||
৪. |
মোহাম্মদ রুহুল আমিন |
ইঞ্জিনরুম আর্টিফিসার |
|||||||||||||||||||||
৫. |
মতিউর রহমান |
ফ্লাইট লেফটেন্যান্ট |
|||||||||||||||||||||
৬. |
মুন্সি আব্দুর রউফ |
ল্যান্স নায়েক |
|||||||||||||||||||||
৭. |
নূর মোহাম্মদ শেখ |
ল্যান্স নায়েক |
|||||||||||||||||||||
১৪। |
একটি স্ট্যান্ডার্ড ইটের সাইজ কত? ১০০ বর্গফুট ইটের সোলিং করতে
কয়টি ইটের প্রয়োজন? |
৪ |
|||||||||||||||||||||
উত্তরঃ একটি স্ট্যান্ডার্ড
ইটের সাইজ, প্রচলিত ইট, মসলা ছাড়া = (9.5 "×4.5
"×2.75
") বা (242mm×114mm×70mm) মসলাসহ
= (10 "×5 "×3 ") বা (254mm×127mm×76mm) মেট্রিক ইট, মসলা ছাড়া = (190mm×90mm×90mm) মসলাসহ = (200mm×100mm×100mm) ১ বর্গফুট ইটের সোলিং করতে ইট লাগে = ৩ টি \১০০ বর্গফুট ইটের সোলিং
করতে ইট লাগে = ৩×১০০ টি = ৩০০ টি। |
|||||||||||||||||||||||
১৫। |
যন্ত্রপাতি অনুযায়ী জরিপ কাজ কত প্রকার ও কি কি? |
৭ |
|||||||||||||||||||||
উত্তরঃ যন্ত্রপাতি অনুযায়ী
জরিপ কাজ ৬ প্রকার । যথাঃ |
|||||||||||||||||||||||
১) শিকল জরিপ |
২) কম্পাস জরিপ |
৩) প্লেন টেবিল জরিপ |
|||||||||||||||||||||
৪) থিওডোলাইট জরিপ |
৫) টেকমিটার জরিপ |
৬) ফটোগ্রাফিক ও বিমান জরিপ |
|||||||||||||||||||||
১৬। |
শিকল জরিপের উদ্দেশ্য সমূহ লিখুন? |
৩ |
|||||||||||||||||||||
উত্তরঃ শিকল জরিপের উদ্দেশ্য
সমূহঃ ১.
ভূখন্ডের সীমানা নির্ধারণ করাই
শিকল জরিপের প্রধান কাজ। ২. ভূমির ক্ষেত্রফল নিরুপন করা। ৩. নক্সা প্রণয়ণের জন্য তথ্যাদি সংগ্রহ করা। ৪. বড় বড় ভূমি খন্ডকে ছোট অংশে বিভক্ত করে সহজে জরিপ করা। ৫. পূর্বে জরিপকৃত ভূখন্ডের সীমানা পুনঃস্থাপন করা। |
|||||||||||||||||||||||
১৭। |
Station বিন্দু কি এটি কত প্রকার
ও কি কি? |
৪ |
|||||||||||||||||||||
উত্তরঃ যে সকল স্মারক বিন্দুর সহায়তা জরিপতব্য
এলাকার সীমানা অংকন করা হয়, তাকে ষ্টেশন বিন্দু বলে। ষ্টেশন বিন্দু ২ প্রকার
যথাঃ ১) প্রধান ষ্টেশন,
২) উপস্টেশন বা গ্রন্থি
স্টেশন। |
|||||||||||||||||||||||
১৮। |
নকশা অংকনের যন্ত্রের বাক্সে কি কি থাকে? |
৪ |
|||||||||||||||||||||
উত্তরঃ নক্সা অংকনের বক্সে থাকেঃ- কর্ডস্কেল,
সাধারণ স্কেল, পেনসিল, লেটারিং সেট, ইত্যাদি থাকে। |
|||||||||||||||||||||||
১৯। |
ডেটামলাইন বা উপাত্তরেখা কি? সিএস এবং আরএস কাকে বলে? |
৪ |
|||||||||||||||||||||
উত্তরঃ
উপাত্ততলের উপর অবস্থিত যে কোন রেখাকে উপাত্ত রেখা বা ডেটাম লাইন (Datum Line) বলে। সি.এসঃ সি.এস এর পূর্ণরূপ হলো ক্যাডাস্ট্রাল
সার্ভে (Cadastral
Survey) মৌজার ভৌগলিক
অবস্থান সম্বলিত মৌজার ম্যাপ ভূমি মালিকগণের প্রতিটি প্লট জরিপ করে জমির পরিমাণ,
মালিকের নাম জমির শ্রেণি, খাজনার পরিমাণ নির্ধারণ ইত্যাদি উল্লেখ করে যে খতিয়ান প্রস্তুত
করা হয় তাকে সিএস বা কিস্তোয়ার জরিপ বলে। আর.এসঃ আর.এস এর পূর্ণরূপ হলো রিভিশনাল সার্ভে
(Revisional
Survey) জরিপকার্য শেষ
হবার পর কোন জমির হিস্যার যদি পুনরায় জরিপকার্য পরিচালনা করা হয় তাকে সংশোধনী জরিপ
বা আর.এস বলে। |
|||||||||||||||||||||||
২০। |
বেঞ্চমার্ক বলতে কি বুঝায়? বেঞ্চমার্ক কত প্রকার ও কি কি? |
৪ |
|||||||||||||||||||||
উত্তরঃ যে নির্দিষ্ট স্মারক বিন্দুর এলিভেশন
বা আর.এল জানা আছে তাকে বেঞ্চমার্ক (Bench Mark) বলে। বেঞ্চমার্ক ৪ প্রকার,
যথাঃ- ক) জিটিএস বেঞ্চমার্ক,
খ) স্থায়ী বেঞ্চমার্ক, গ) অস্থায়ী বেঞ্চমার্ক ঘ) ধার্যকৃত বেঞ্চমার্ক। |
|||||||||||||||||||||||
২১। |
পর্চা বলতে কি বুঝায়? |
২ |
|||||||||||||||||||||
উত্তরঃ
ভূমি মালিকদের প্রাথমিক যে খতিয়ানের
যে নকল দেওয়া হয় তাকে পর্চা বলে। পর্চায় জমির মালিকানার বিবরণ উল্লেখ থাকে। সংক্ষেপে
বলা যায়, খতিয়ানের যে
অনুলিপি ভূমির মালিককে দেয়া হয়,তাকে পর্চা বলে। |
|||||||||||||||||||||||
২২। |
খতিয়ান কাকে বলে? |
২ |
|||||||||||||||||||||
উত্তরঃ
মৌজায় এক বা একাধিক মালিকের ভূমি
মালিকানার যে হিসাব বা বিবরণ নির্ধারিত ফর্মে পৃথক পরিচিতি নাম্বার দ্বারা চিহ্নিত
করা হয় তাকে খতিয়ান বা সত্বলিপি বলে। |
|||||||||||||||||||||||
২৩। |
শর্ট অফসেট ও লং অফসেট কি? |
২ |
|||||||||||||||||||||
উত্তরঃ শর্ট অফসেটঃ
সাধারণত ১৫ মিটারে কম দৈর্ঘ্যের অফসেটকে শর্ট অফসেট বলে। লং
অফসেটঃ সাধারণত ১৫ মিটারের বেশি দৈর্ঘ্যের অফসেটকে লং অফসেট বলে। |
|||||||||||||||||||||||
২৪। |
ট্রেস বিন্দু কি? |
২ |
|||||||||||||||||||||
উত্তরঃ
ট্রেস বিন্দু হলো প্লানিমিটারের গোলাকার অংশ। যা ট্রেসিং বাহুর মাথায় সংযোজিত থাকে।ট্রেস
বিন্দুর সাহায্যে পরিমাপকৃত জায়গার বিন্দু সমুহ পর্যবেক্ষণ করা যায়। |
|||||||||||||||||||||||
২৫। |
প্লানিমিটার কি কাজে ব্যবহৃত হয়? |
২ |
|||||||||||||||||||||
উত্তরঃ
প্লানিমিটারের সাহায্যে নকশার
ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এছাড়াও আধুনিক প্লানিমিটারের সাহায্যে কোন রেখার দৈর্ঘ্য,
ক্ষেত্রের পরিসীমা, বৃত্তের ব্যাসার্ধ, কোন বিন্দুর স্থানাংক ও কোণের মান নির্ণয়
কর। |
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (২০১৮)
- ১৩-১১-২০১৮
- কারিগারি সহকারি