খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (২০২১)

  • ২৭-০৩-২০২১২৭-০৩-২০২১
  • সার্ভেয়ারসার্ভেয়ার

সময়ঃ- ৯০ মিনিট

পূর্ণমানঃ- ৭০


১।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্পর্কে লিখুন।

উত্তরঃ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী হলো ১৯৭১ সালে ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর নয়মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছরপূর্তি পালনের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত একটি বার্ষিক পরিকল্পনা। সরকার ২৬ মার্চ ২০২১ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের ঘোষণা দেয়।আভিধানিক ভাষায়, "সুবর্ণজয়ন্তী" শব্দটি মূলত কোনো ঘটনার ৫০ বছরপূর্তিকে নির্দেশ করে।


২।


ভাব সম্প্রসারণ করুনঃ  “নানা দেশের নানা ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?


উত্তরঃ মূলভাব: মাতৃভাষা মানুষের অমূল্য সম্পদ। কারণ, হাজারো ভাষার মধ্যে একমাত্র মাতৃভাষাতেই মানুষ মনের ভাব প্রকাশ করে তৃপ্তি লাভ করে।

সম্প্রসারিত ভাব: স্বদেশি ভাষা বলতে মাতৃভাষাকেই বোঝায়। মাতৃভাষায় মনের ভাব যত সহজে ও সাবলীলভাবে প্রকাশ করা যায় তা অন্য কোনো ভাষায় সম্ভব নয়। বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করা সম্ভব কিন্তু মাতৃভাষার মতো চিন্তা-চেতনার বিকাশ ও তার পরিপূর্ণ প্রকাশ অন্য ভাষায় সম্ভব হয় না। কারণ শিশুকাল থেকেই মানুষ মাতৃভাষা আয়ত্ত করে, মাতৃভাষায় কথা বলে। অর্থাৎ মাতৃভাষা তার আবাল্য পরিচিত, মায়ের মতোই আপন। স্বদেশের মাটি, পানি, বায়ু আর ভাষাকে ব্যবহার করে বেড়ে ওঠে মানুষ। তাই মানুষের কথা বলার ও মনের ভাব প্রকাশের উৎকৃষ্ট বাহন মাতৃভাষা। মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করতে মানুষ যতটা স্বাচ্ছন্দ্যবোধ করে এবং আনন্দ পায়, অন্য কোনো ভাষায় তা অসম্ভব। পৃথিবীর প্রত্যেক জাতির মাতৃভাষার বিশিষ্টতা রয়েছে। মাতৃভাষার সঙ্গে তাদের নিবিড় আত্মিক সম্পর্ক রয়েছে। যে জাতি পৃথিবীতে শিক্ষা-দীক্ষা, জ্ঞানচর্চা, গবেষণা কাজে মাতৃভাষার যত বেশি চর্চা করেছে সে জাতি তত বেশি উন্নত হয়েছে। পৃথিবীর বিদ্বান ও জ্ঞানী ব্যক্তিরা বিভিন্ন ভাষা শেখেন, সাধনা করেন, জ্ঞানের চর্চা করেন। কিন্তু অর্জিত সাধনার ফল প্রকাশ করেন মাতৃভাষায়। কারণ মাতৃভাষার দ্বারা যত সুন্দর ও সাবলীলভাবে মনের ভাব প্রকাশ করা যায় অন্য ভাষায় তা সম্ভব নয়। আর তাই অন্য ভাষায় তা প্রকাশ করে তিনি পরিপূর্ণ পরিতৃপ্তি লাভ করতে পারেন না।

মন্তব্য: আমাদের আশা-আকাঙ্ক্ষা ও বিমূর্ত চিন্তা-চেতনা মূর্তি লাভ করে মাতৃভাষার মাধ্যমেই। অতএব, মাতৃভাষাই মানুষের ভাব বিনিময়ের প্রধানতম বাহন। এর মাধ্যমেই মানুষের মনের আশা ও আকাঙ্ক্ষার পূর্ণ পরিতৃপ্তি ঘটে।


৩।

অর্থসহ বাক্য রচনা করুন।

ক) উনপঞ্চাশ বায়ুঃ (অর্থ-পাগলামি), বাক্য- ওর সামনে বিয়ের কথা তুলবা না, এখনি কিন্তু ঊনপঞ্চাশ বায়ু বেড়ে যাবে।

খ) ঘোড়ারোগঃ (অর্থ-সাধ্যের অতিরিক্ত সাধ), বাক্য- চাঁদে যাবার ভাবনা কি গরিবের ঘোড়ারোগ নয়?

গ) চিনেজোঁকঃ (অর্থ-নাছোড়বান্দা), বাক্য- তুমি চিনে জোঁকের মতো আমার পিছনে লেগেছো কেন?

ঘ) ঠেকা মেয়েঃ (অর্থ-চিরকুমারী), বাক্য- তুমি কি ঠেকা মেয়ে হয়েই মারা যাবা?

ঙ) তালকানাঃ (অর্থ-বেতাল হওয়া), বাক্য- তালকানা লোক দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করা যায় না।


৪।

সন্ধি বিচ্ছেদ করুনঃ 

ক) নীলোৎপলঃ নীল + উৎপল

খ) চলচ্চিত্রঃ চলৎ + চিত্র

গ) ষোড়শঃ ষট + দশ

ঘ) অহর্নিশঃ অহঃ + নিশা

ঙ) অহরহঃ অহঃ + অহঃ


৫।

Write a paragraph on “Mega projects of Bangladesh”

Answer: Mega projects are ambitious and large-scale initiatives that have the potential to transform regions, cities, or even entire countries. These projects encompass a wide range of endeavors, including infrastructure development, urban renewal, and industrial expansion. They often involve significant investments of resources, both financial and human, and are characterized by their complexity and the long time frames required for completion. Mega projects are typically aimed at addressing pressing societal needs, such as improving transportation systems, enhancing energy infrastructure, or stimulating economic growth. While they hold the promise of numerous benefits, mega projects also come with inherent challenges, such as cost overruns, lengthy permitting processes, and environmental concerns. Successful execution of mega projects requires careful planning, diligent management, and the involvement of multiple stakeholders to ensure that they fulfill their intended purpose and deliver long-term value to the communities they serve.                    OR

Bangladesh is actively pursuing several mega projects to boost its development. The Padma Bridge is a major undertaking, set to connect different regions and facilitate easier transportation. The Rooppur Nuclear Power Plant is a key initiative for achieving energy self-sufficiency. Additionally, the construction of the Payra Sea Port aims to enhance international trade capabilities. These projects showcase Bangladesh's dedication to modernization and economic progress.


৬।

Translate into English

a) ধূমপান মৃত্যু ঘটায়ঃ

Smoking causes death.

b) ফুলটি রক্তের মত লালঃ

The flower is red like blood.

c) ট্রেনটি সময় মত চলছেঃ

The train is running on time.

d) স্বাস্থ্যই সকল সুখের মূলঃ 

Health is the root of all happiness

e) আমি তাকে দিয়ে কাজটি করালামঃ


I did the work with him.

৭।

Fill in the gaps 

a) He______here sins Christmas.

has not been

b) We waited until the place____

took off

c) When I saw the gardener, he_____tree.

was cutting down

d) The price of rice area_____

rising

e) I will not go_____I am Invited

unless


৮।

Make Sentence

a) A sitting duck

Without the gun, I'm a sitting duck for any terrorist.

b) Bottom Line

The bottom line is the bottom line.

c) Come into force

The new Children's Act will come into force next year

d) Out of sorts

He's always out of sorts early in the morning.

e) Take fancy to

The King took a fancy to ordering disguises and masks.


৯।

দুটি শহরের দূরত্ব ৮৮৮ কি.মি. । একটি ট্রেন ২ ঘন্টা করে ৩ বার যাত্রাবিরতি সহ মোট ১৮ ঘণ্টায় অপর শহরটিতে পৌঁছালে, ট্রেনটির গড় গতিবেগ কত?

সমাধানঃ যাত্রা বিরতিতে মোট সময় লাগে = ২×৩ = ৬ ঘন্টা

ট্রেনটি প্রকৃতপক্ষে ভ্রমণ করে = ১৮-৬=১২ ঘন্টা 

অতএব, গড় গতিবেগ = অতিক্রান্ত দূরত্ব/সময় = ৮৮৮/১২= ৭৪ কি.মি./ঘন্টা


১০।

a + b = √7 এবং a - b = √5 হলে, প্রমাণ করুন যে, 8ab (a2 +b2) = 24.

দেয়া আছে, a+b =√7 এবং a-b= √5

বামপক্ষ = 8ab(a²+b²) = 24

=4ab.2(a²+b²)

={(a+b) ² - (a-b) ²} * {(a+b) ² + (a-b) ²}

= {(√7) ² - (√5) ²} * {(√7) ² + (√5) ²}

= (7-5) * (7+5)

=2 * 12

=24

= ডানপক্ষ

সুতরাং, 8ab(a²+b²) = 24 (প্রমাণিত)


১১।

x3+6x2y+11xy2+6y3 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।

Solve: x3 +6x2y +11xy2 +6y3

=x3+x2y+5x2y +5xy2 +6xy2 +6y3

=x2(x+y) +5xy (x+y) +6y2(x+y)

=(x+y) (x2+5xy +6y2)

=(x+y) (x2 +3xy +2xy +6y2)

=(x+y) (x+3y) (x+2y) ans


১২।

একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার। এর ক্ষেত্রফল ১২০০ বর্গ সেন্টিমিটার হলে,সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন?

সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য (দ্বিবাহুর মধ্যবর্তী রেখার দৈর্ঘ্য) হলো ৬০ সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হলো ১২০০ বর্গসেন্টিমিটার।

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে সাধারণ সূত্র হলো: ক্ষেত্রফল = (ভুমির দৈর্ঘ্য × বাহুর দৈর্ঘ্য) / ২

এই সূত্র দ্বারা সমান সমান বাহুর দৈর্ঘ্য (যেটি আমরা প্রকাশ করতে “ক” দ্বারা প্রদর্শিত করব) নির্ণয় করা যাবে:

১২০০ = (৬০ × ক) / ২

এটি সমাধান করলে,

ক = (১২০০ × ২) / ৬০

ক = ৪০ সেন্টিমিটার

= বাহুর দৈর্ঘ্য হলো ৪০ সেন্টিমিটার।


১৩।

সংক্ষেপে উত্তর দিনঃ

ক) খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো কি ধরনের প্রতিষ্ঠান?

উত্তরঃ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো হল বাংলাদেশ সরকারের একটি ব্যুরো, যা খনিজ সম্পদ ব্যবস্থাপনা, উত্তোলন ও তদারকির দায়িত্বে নিয়োজিত। এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।

খ) বেঞ্চমার্ক কি?

উত্তরঃ যে নির্দিষ্ট স্মারক বিন্দুরে এলিভেশন বা আর এল জানা থাকে, তাকে বেঞ্চমার্ক বলে।

গ) সি এস জরিপ কত সালে সম্পন্ন হয়?

উত্তরঃ ১৯৪০ সালে

ঘ) কিত্তা (প্লট)কি?

উত্তরঃ কোন জমির দাগ নম্বরকেই কিত্তা বা প্লট বলে।

ঙ) ডির্মাকেশন কি?

উত্তরঃ সরজমিনে জমির সীমানা নির্ধারণ কে ডির্মাকেশন বলে।

চ) লেভেলিং বলতে কি বুঝায়?

উত্তরঃ যে প্রক্রিয়া বা কলাকৌশল এর মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু বা বিন্দুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয় তাকে লেভেলিং বলে।


১৪।

প্রাথমিক জরিপের জন্য কি কি যন্ত্রপাতি প্রয়োজন?

উত্তরঃ প্রাথমিক জরিপের জন্য যেসব যন্ত্রপাতি প্রয়োজনঃ

ক) শিকল/ফিতা,

খ) গুনিয়া স্কেল,

গ) কম্পাস,

ঘ) ফিল্ডবুক,

ঙ) অপটিক্যাল স্কয়ার।