সময়ঃ- ১ ঘন্টা ৩০ মিনিট |
পূর্ণমানঃ- ১০০ |
||||||||
বাংলা-২০ |
|||||||||
১। |
অর্থসহ বাক্য রচনা করুনঃ |
৫ |
|||||||
ক) অনুরোধে ঢেঁকি গেলা |
: |
অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি জ্ঞাপন, পরের অনুরোধে কষ্ট স্বীকার করা। |
|||||||
খ) আষাঢ়ে গল্প |
: |
আজগুবি গল্পঃ চাঁদে যাওয়ার কথাটা এক সময় ছিল আষাঢ়ে গল্প। |
|||||||
গ) আকাশ ভেঙ্গে পড়া |
: |
মহাবিপদ: বাবার মৃত্যু সংবাদ পেয়ে শারমিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। |
|||||||
ঘ) আঠারো মাসে বছর |
: |
ঢিলেমি : আমার মামা সব কাজে দেরি করেন, সবাই বলেন তার নাকি আঠার মাসে বছর। |
|||||||
ঙ) আকাশ কুসুম |
: |
অসম্ভব কল্পনা: ওসব আকাশকুসুম ভেবে সময় নষ্ট করে লাভ নেই, বাস্তবে ফিরে এস। |
|||||||
২। |
বিপরীত শব্দ লিখুনঃ ক) মধুর খ) মুখ্য গ) সংকীর্ন
ঘ) সংক্ষিপ্ত ঙ)স্বাধীন |
৫ |
|||||||
ক) মধুর = তিক্ত |
খ) মুখ্য = গৌণ |
গ) সংকীর্ন = প্রশস্ত |
ঘ) সংক্ষিপ্ত = বিস্তৃত |
ঙ) স্বাধীন = পরাধীন |
|||||
৩। |
এক কথায় প্রকাশ করুনঃ |
৫ |
|||||||
ক) বাঘের চামড়া |
: |
কৃত্তি |
|||||||
খ) যা চিবিয়ে খাওয়ার যোগ্য |
: |
চর্ব্য |
|||||||
গ) দমন করা কষ্টকর যাকে |
: |
দুর্দমনীয় |
|||||||
ঘ) দিনের পূর্বভাগ |
: |
পূর্বাহ্ন |
|||||||
ঙ) যা প্রকাশ করা হয়নি |
: |
অনুক্ত |
|||||||
৪। |
বানান শুদ্ধ করুনঃ ক) অদ্যবধি খ) মুখছবি
গ) দুরাবস্তা ঘ) আবশ্যকীয়
ঙ) দুরাদৃষ্টি |
৫ |
|||||||
ক)অদ্যবধি = অদ্যাবধি |
খ)মুখছবি = মুখচ্ছবি |
গ)দুরাবস্তা = দুরবস্থা |
ঘ) আবশ্যকীয়= |
ঙ) দুরাদৃষ্টি = সৌভাগ্য |
|||||
ইংরেজি - ২০ |
|||||||||
৫। |
Translate
in to English: |
৫ |
|||||||
ক) আমি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করি |
: |
I
prefer milk to tea. |
|||||||
খ) আজ আকাশ মেঘলা |
: |
Today
the sky is cloudy. |
|||||||
গ) ছেলেটি নিয়মিত স্কুলে যায় না |
: |
The
boy does not attend school regularly. |
|||||||
ঘ) পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী |
: |
Padma
is the longest river in Bangladesh. |
|||||||
ঙ) শীত আমার প্রিয় ঋতু |
: |
Winter
is my favorite season. |
|||||||
৬। |
Fill
in the blanks with appropriate words |
৫ |
|||||||
The
earth____________round the sun. |
moves |
||||||||
The
Burj Khalifa is the_______ building in the world. |
tallest |
||||||||
The
moon is only natural satellite of the___________. |
earth |
||||||||
Sincerity
is the key__________ success. |
to |
||||||||
Rome was not_________ in
a day. |
built |
||||||||
৭। |
Correct
the sentence |
৫ |
|||||||
The
poor is not always unhappy. |
The poor are not
always unhappy. |
||||||||
He,you
and i are friend. |
I, you
and he are friends. |
||||||||
To err
human. |
To err
is human. |
||||||||
I can
not help laugh. |
I
could not help laughing. |
||||||||
He
arrive there yesterday. |
he
arrived here yesterday. |
||||||||
৮। |
Write
a paragraph on `Women empowerment` in English. |
৫ |
|||||||
Women empowerment means strengthening women with all the
rights of social, economic, and educational needs. It is to create an
environment having no gender inequality for women. It is to empower them with
equal rights in the family, society, community, and workplace. Women cover
around half the country’s population, which means that without their growth,
there would be no growth and development. Empowering women will boom the
overall development of society because of the active participation of women
in all areas. However, there are some challenges and barriers to women’s
empowerment due to the inherent superiority complex among males, involvement
of women in domestic responsibilities for years, limited participation in
social and economic activities, restrictions to women’s outing, preference
for boy-child for higher education and healthy diet, and many more. |
|||||||||
গণিত - ১৫ |
|||||||||
৯। |
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো।বিক্রয় মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো।ছাগলটির ক্রয় মূল্য কত? |
||||||||
১০% ক্ষতিতে বিক্রয় মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা আবার, ৫% লাভে বিক্রয় মূল্য = (১০০+ ৫) টাকা = ১০৫ টাকা অতএব, বেশি বিক্রয় মূল্য = (১০৫ - ৯০) টাকা = ১৫ টাকা। এখন, বিক্রয় মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা বিক্রয় মূল্য ১ টাকা বেশি ক্রয়মূল্য = ১০০÷১৫ টাকা বিক্রয় মূল্য ৪৫০টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০×৪৫০)÷১৫ = ৩০০০ টাকা। |
|||||||||
১০। |
সরল করুণঃ x+yxy-y+zyz |
৫ |
|||||||
সমাধানঃ x+yxy-y+zyz =zx+y-x(y+z)xyz =xz+yz-xy-xzxyz =yz-xyxyz =y(z-x)xyz |
|||||||||
১১। |
পনির ও তপনের আয়ের অনুপাত ৪:৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫:৪। পনিরের আয় ১২০ টাকা হলে রবিনের আয় কত? |
৫ |
|||||||
সমাধানঃ পনির:তপন= ৪:৩=২০:১৫ [৫ দ্বারা গুণ করে] তপন:রবিন=৫:৪=১৫:১২ [৩ দ্বারা গুন করে] অতএব,পনির:তপন:রবিন=২০:১৫:১২ ধরি,পনির এর আয় ২০ক এবং রবিনের আয় ১২ ক প্রশ্নমতে, ২০ক= ১২০ বা, ক= ৬ রবিনের আয়= ১২ক = ১২×৬ = ৭২ টাকা |
|||||||||
১২। |
সাধারণ জ্ঞান - ১৫ |
১৫ × ১ = ১৫ |
|||||||
১২.১ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রথম রাষ্ট্রপতির নাম লিখুন। |
শেখ মুজিবুর রহমান |
|||||||
১২.২ |
সম্প্রতি জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হযয়েছে? |
৭৮তম অধিবেশনে |
|||||||
১২.৩ |
বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলার নাম লিখুন? |
কক্সবাজার |
|||||||
১২.৪ |
বিদ্রোহী কবিতার রচয়িতা কে? |
কবি কাজী নজরুল ইসলাম |
|||||||
১২.৫ |
বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে? |
ভারত ও মিয়ানমার (বার্মা) |
|||||||
১২.৬ |
কারাগারের রোজনামচা গ্রন্থের রচয়িতা কে? |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
|||||||
১২.৭ |
কবর নাটকের রচয়িতা কে? |
মুনীর চৌধুরী ১৯৫২ সালে |
|||||||
১২.৮ |
বাংলাদেশের জনগণের গড় আয়ু কত বছর? |
৭২.৪ বছর |
|||||||
১২.৯ |
২০২২ সালে ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? |
কাতার |
|||||||
১২.১০ |
বাংলাদেশের মাথাপিছু আয় কত? |
২৬২১ ডলার |
|||||||
১২.১১ |
বাংলাদেশের একজন মহিলা গ্র্যান্ডমাস্টারের নাম লিখুন? |
রাণী হামিদ (জন্ম:২৩ ফেব্রুয়ারি,১৯৪৪) |
|||||||
১২.১২ |
UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? |
ফ্রান্সের প্যারিসে |
|||||||
১২.১৩ |
ভূমিকম্প নির্ণয়ক যন্ত্রের নাম কি? |
সিসমোগ্রাফ |
|||||||
১২.১৪ |
বাংলাদেশের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? |
রূপপুর,পাবনা |
|||||||
১২.১৫ |
মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন? |
১৭ এপ্রিল ১৯৭১ |
|||||||
বিষয়ভিত্তিক - ৩০ |
|||||||||
১৩। |
কানুনগো পদের ৫ টি গুরুত্বপূর্ণ কাজ লিখুন। |
৫ |
|||||||
ক) কাজের গুনগত মান নিশ্চিত করা। খ) কাজের পরিমান নিশ্চিত করা। গ) মাঠ পর্যায়ে পরিদর্শন জরিপ করা। ঘ) কাজ যথাসম্ভব দ্রুত সম্পন্ন করা। ঙ) কাজ যথাসম্ভব নির্ভুলভাবে সম্পন্ন করা। |
|||||||||
১৪। |
জরিপ কাজের ব্যাবহৃত ৫ টি যন্ত্রের নাম লিখুন। |
৫ |
|||||||
১) শিকল |
২) রেঞ্জিং রড |
৩) অপটিক্যাল স্কয়ার |
৪) বক্স সেক্সস্ট্যান্ট |
৫) প্লেন টেবিল |
|||||
১৫। |
জরিপ কাজের স্তরসমুহ লিখুন। |
৫ |
|||||||
১) ট্রাভার্স |
২) কিস্তোয়ার |
৩) খানাপুরি |
৪) বুঝরত |
৫) তসদিক |
|||||
১৬। |
দাখিলা ও ডিসিআর – এর মধ্যে পার্থক্য লিখুন। |
৫ |
|||||||
দাখিলা |
ডিসিআর |
||||||||
তহশিল অফিস হতে ভূমির খাজনা প্রাপ্তির যে রশিদ নির্দিষ্ট ফর্মে দেয়া হয় তাকে দাখিলা বলে। |
উন্নয়ন কর বহির্ভূত সরকারি আয়ের জন্য দেয়া রশিদ যাহা দাখিলা নয় তাই ডিসিআর। |
||||||||
ফসলি ভুমি, বাস্তু ভিটা |
জলাশয়, বাজার, জলমহল |
||||||||
১৭। |
সংজ্ঞা লিখুনঃ |
৫×২ = ১০ |
|||||||
ক) নামজারিঃ কোন মালিক কোন জমির মালিকানা লাভ করার পর তার নাম সংশ্লিষ্ট খতিয়ানে অন্তর্ভুক্ত করা বা তার নিজ নামে নতুন খতিয়ান খোলার যা কার্যক্রম তাকে নামজারি বা মিউটেশন বলে। |
|||||||||
খ) খতিয়ানঃ মৌজায় এক বা একাধিক মালিকের ভূমি মালিকানার যে হিসাব বা বিবরণ নির্ধারিত ফর্মে পৃথক পরিচিতি নাম্বার দ্বারা চিহ্নিত করা হয় তাকে খতিয়ান বা সত্বলিপি বলে। |
|||||||||
গ) মৌজাঃ কিস্তোয়ার জরিপের সময় প্রতি থানা(উপজেলা) বা এলাকাকে অনেকগুলো এককে বিভক্ত করে প্রত্যেকটি একককে ক্রমিক নাম্বার দ্বারা চিহ্নিত করে জরিপ করা হয়। এ সকল প্রত্যেকটি একককে মৌজা বলা হয়। |
|||||||||
ঘ) পর্চাঃ খতিয়ানের যে অনুলিপি ভূমির মালিককে দেয়া হয়,তাকে পর্চা বলে। |
|||||||||
ঙ) দাগ নাম্বারঃ একটি মৌজার বিভিন্ন মালিকের বা একই মালিকের বিভিন্ন শ্রেণীভুক্ত জমি কে নকশায় যে পৃথক পরিচিতি নাম্বার দ্বারা চিহ্নিত করা হয় তাকে দাগ বল। মৌজাম্যাপ এর উত্তর-পশ্চিম কোনা থেকে দাগ নাম্বার প্রদান শুরু করা হয় এবং দক্ষিণ-পূর্বক কোনায় এসে শেষ হয়। |
ভুমি মন্ত্রনালয়
- ০২-০৬-২০২৩
- সার্ভেয়ার