কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.(সার্ভেয়ার)-2024

  • 17-05-202417-05-2024
  • সার্ভেয়ারসার্ভেয়ার

সময়ঃ ৯০ মিনিট; পূর্ণমানঃ ১০০

১.বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ-

ক. নারীর মূল্য

খ. রায়তের কথা

গ. তেল নুন লাকড়ি

ঘ. বীরবলের হালখাতা


২. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?

ক. পদ্মগোখরা

খ. পদ্মপুরাণ

গ. পদ্মাবতী

ঘ. পদ্মরাগ


৩. 'নিশীথ রাতে বাজছে বাঁশি'- 'নিশীথ' কোন পদ?

ক. বিশেষণ

খ. বিশেষ্য

গ. ক্রিয়া

ঘ. ক্রিয়া বিশেষণ


৪. ড. মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি?

ক. Buddhist Mystic Songs

খ. চর্যাগীতিকা

গ. চর্যাগীতিকোষ

ঘ. হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা


৫. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?

ক. ছড়ার শব্দ

খ. ধ্বন্যাত্মক শব্দ

গ. শব্দের দ্বিরুক্তি

ঘ. পদের দ্বিরুক্তি


৬. 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কি?

ক. চুরি করা

খ. সেবা করা

গ. অপরাধ করা

ঘ. নষ্ট করা


৭. 'অভিরাম' শব্দের অর্থ কি?

ক. অসুন্দর

খ. অনবরত

গ. অনিয়ম

ঘ. সুন্দর


৮. শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে কী বলে?

ক. বাক্য

খ. পদ

গ. লিঙ্গ

ঘ. বচন


৯. যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, তাকে কি বলে?

ক. সমাপিকা ক্রিয়া

খ. সকর্মক ক্রিয়া

গ. প্রযোজক ক্রিয়া

ঘ. অসমাপিকা ক্রিয়া


১০. 'তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।' এটি কোন ধরনের বাক্য?

ক. যৌগিক

খ. সরল

গ. মিশ্র

ঘ. জটিল


১১. 'ক্রীতদাসের হাসি' উপন্যাস কার লেখা?

ক. আবুল ফজল

খ. আবু জাফর শামসুদ্দীন

গ. শওকত ওসমান

ঘ. সত্যেন সেন


১২. নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে?

ক. গ্রহ

খ. উপগ্রহ

গ. তারা

ঘ. চন্দ্রগ্রহণ


১৩. বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?

ক. ২২

খ. ২৪

গ. ২০

ঘ. ৩২


১৪. 'পোস্টমাস্টার' ছোটগল্পের রচয়িতা কে?

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

খ. শহীদুল্লা কায়সার

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. আবুল ফজল


 ১৫. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির রচয়িতা কে?

ক. আব্দুল গাফফার চৌধুরী

খ. শহীদুল্লাহ কায়সার

গ. কায়কোবাদ

ঘ. ফররুখ আহমদ


১৬. 'তেপান্তর' কোন সমাস?

ক. কর্মধারয়

খ. বহুব্রীহি

গ. দ্বিগু

ঘ. অব্যয়ীভাব


17. I still have ____ money in my pocket.

a. a little

b. few

c. many

d. a few


18. 'Animal farm' was written by-.

a. Mark Twain

b. Stevenson

c. George Owell

d. Jonathan Swift


19. The synonym of 'notable' is-

a. Notion

b. Prominent

c. Ordinary

d. Novelty

notable = prominent আলোচ্য বিষয় অর্থে ব্যবহৃত হয়।


20. Who is the movement Poet?

a. T. S. Eliot

b. W. H. Auden

c. Ted Hughes

d Philip Larkin

[Note: ১৯৫০ এর দশকের একদল কবি ও লেখক The Movement poets হিসেবে পরিচিত , যারা আধুনিকতাবাদ, এভান্ট গ্রেডের পরীক্সণ, রোমান্টিসিজম এবং Dylan Thomas- দের মতো কবিদের রূপকাশ্রয়ী কবিতাসমূহ প্রত্যাখ্যান করেছিলেন। এ দলের অন্তর্ভুক্ত কবিরা হলেন Philip larkin, Kingsley Aimis, Elizabeth jenningss Thom Gunn, John Wain Dj Enright এবং ফগনডপট Conquest.]


21. 'Bottom Line' Means –

a. End of road

b. Final step

c. The essential point

d. Last line


22. The adjective form of 'night' -

a. nighty

b. nocturnal

c. nightsome

d. nightfull


23. The antonym of 'Climax' is -

a. nadir

b. peak

c. apex

d. zenith


24. 'All at once' এর অর্থ -

a. Slowly

b. Quickly

c. Gradually

d. Suddenly


25. This is the man ____ bag was stolen.

a. Whose

b. Who's

c. Whom

d. Which


26. 'আমার ক্ষুথা নেই' এর ইংরেজী অনুবাদ-

a. I'm not hungry

b. I have no appetite

c. I have no hunger

d. I'm full


27. Which word is correct?

a. Lieutenant

b. Leiutenant

c. Lieutatient

d. Lieutenant


28. 'Dead Letter' অর্থ কি?

a. Bad Letter

b. Law not in force

c. Old letter

d. Letter not in force


২৯. ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমান কত লিটার বৃদ্ধি করলে অনুপাত ১ : ২ হবে?

ক. ৪০

খ. ৫০

গ. ৬০

ঘ. ৭০

[কমলার রস বৃদ্ধি করতে হবে = (৬০/১)*(২ - ১) = ৬০ লিটার]


৩০. একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২৫ পয়সা বেশী করে চাঁদা দেওয়ায় মোট ৭৫ টাকা উঠল। ঐ শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত?

ক. ৭০

খ. ৭৫

গ. ৮৫

ঘ. ১০০


৩১. কোন সংখ্যা ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?

ক. ৭০

খ. ৮৫

গ. ৯০

ঘ. ৭৫

[মনে করি, সংখ্যাটি ক

প্রশ্ন মতে, ক এর ৪০/১০০ + ৪২ = ক

বা,২ক/৫ + ৪২ = ক

বা,ক = ৭০।]


৩২. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-

ক. ৫ ঘন্টা

খ. ১০ ঘন্টা

গ. ৮ ঘন্টা

ঘ. ৬ ঘন্টা

[স্রোতের অনুকূলে , লঞ্চ + স্রোতের বেগ = ১৮ + ৬ = ২৪ কিমি

৪৮ কি.মি. যেতে সময় লাগবে ৪৮ ÷ ২৪ঘণ্টা=২ ঘণ্টা

স্রোতের প্রতিকূলে , লঞ্চ - স্রোতের বেগ = ১৮ - ৬ = ১২ কিমি

৪৮ কি.মি. যেতে সময় রাগবে = ৪৮ ÷ ১২ = ৪ ঘণ্টা 

মোট সময় লাগবে = ৪ + ২ = ৬ ঘণ্টা]

 

৩৩. এক ব্যক্তি তার সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পর অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?
ক. ৩০০০ টাকা

খ. ২৩০০ টাকা

গ. ২৫০০ টাকা

ঘ. ২০০০ টাকা

[অবশিষ্ট সম্পত্তি=(১-৩/৭)

=৪/৭ এর ৫/১২=৫/২১

মোট ব্যয়=৩/৭+৫/২১

=২/৩

অবশিষ্ট অংশ=(১-২/৩)

=১/৩

১/৩ অংশ=১০০০ টাকা

১ অংশ =১০০০*৩ টাকা

           =৩০০০ টাকা]


৩৪. দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার ৪ মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

ক. ১৮ ও ১২ মিনিট

খ. ২৪ ও ১২ মিনিট

গ. ১০ ও ১৫ মিনিট

ঘ. ১৫ ও ১২ মিনিট

[২ টি নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = ১/৮ অংশ

২ টি নল দ্বারা ৪ মিনিটে পূর্ণ হয় = ৪/৮ = ১/২ অংশ

৪ মিনিট পর অবশিষ্ট  = ১ - ১/২ = ১/২ অংশ

দ্বিতীয় নল ১/২ অংশ পূরণ করে  = ৪ মিনিটে। 

দ্বিতীয় নল ১ অংশ পূরণ করে =  ৪  ×  ৬ = ২৪ মিনিটে]


৩৫. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

ক. ৮% বৃদ্ধি

খ. ৮% হ্রাস

গ. ১০৬% বৃদ্ধি

ঘ. ১০৮% হ্রাস


৩৬. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি অংকদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশী। সংখ্যাটি কত?
ক. ৪৭

খ. ১৪

গ. ৩৬

ঘ. ২৫


৩৭. x2- 8x - 8y + 16 + y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?

ক. 4xy

খ. 2xy

গ. 6xy

ঘ. 8xy


৩৮. যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে ২০ ও ৯৬ হয়, তবে সংখ্যা দুইটির ব্যাস্তানুপাতিক যোগফল কত হবে?

ক. 1/3

খ. 1/8

গ. 3/4

ঘ. 5/24


৩৯. একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ২ মিটার বাড়ারে এর ক্ষেত্রফল ৩৩  বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?

ক. ১ মিটার

খ. ২ মিটার

গ. ৩ মিটার

ঘ. ৪ মিটার


৪০. ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?

ক. ২৪ সে.মি.

খ. ৩০ সে.মি.

গ. ১৬ সে.মি.

ঘ. ১২ সে.মি.


৪১. Sustainable Development Goals (SDGs) এর উদ্ভাবক প্রতিষ্ঠান-

ক. UNDP

খ. UN

গ. WB

ঘ. IMF



৪২. কপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত?

ক. জলবায়ু

খ. অভিবাসন

গ. সুশাসন

ঘ. মানবাধিকার


৪৩. গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র কোনটি?

ক. ব্যারোমিটার

খ. ন্যানোমিটার

গ. ম্যানোমিটার

ঘ. হাইড্রোমিটার


৪৪. অনুপাতের একক কি?

ক. মিটার

খ. ইঞ্চি

গ. কেজি

ঘ. কোনটিই নয়


৪৫. আন্তর্জাতিক আদালতের সদরদপ্তর কোথায় অবস্থিত?

ক. বন

খ. ঢাকা

গ. হেগ

ঘ. কলকাতা


৪৬. আবু গারিব কী?

ক. একটা যাদুঘর

খ. একটা জেলখানা

গ. একটা সমাধিস্থল

ঘ. বিখ্যাত দার্শনিক


৪৭. টপ্পা এক ধরনের-

ক. নাচের মুদ্রা

খ. গান

গ. খেলা

ঘ. বাদ্যযন্ত্র


৪৮. কোনটি যমুনার উপনদী?

ক. খোলাই

খ. তিস্তা

গ. বংশী

ঘ. ধরলা


৪৯. গ্রিনিচমান সময়ের সাথে কোন শহরের সময়ের ব্যবধান নাই?

ক. লন্ডন

খ. রোম

গ. টোকিও

ঘ. নিউইয়র্ক


৫০. কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড আছে?

ক. মিশর

খ. সুদান

গ. ইসরাইল

ঘ. লিবিয়া


৫১. Black Lives Matter কি?

ক. একটি পানীয়

খ. বর্ণবাদ বিরোধী আন্দোলন

গ. একটি গ্রন্থ

ঘ. একটি NGO


৫২. 'নিজেকে জানো' উক্তিটি কার?

ক. সক্রেটিস

খ. পিথাগোরাস

গ. গৌতম বুদ্ধ

ঘ. প্লেটো


৫৩. আমেরিকান সার্ভেয়ারদের মতে কত পরিসরের জন্য সমতলীয় জরিপ বিধি সম্মত?

ক. 250 km2

খ. 255 km2

গ. 260 km2

গ. 265 km2


৫৪. সর্ববৃহৎ এলাকায় নিচের কোন জরিপ করা হয়?

ক. সমতলীয়

খ. ভূমণ্ডলীয়

গ. সামুদ্রিক

ঘ. প্রকৌশল


৫৫. প্রকৌশল জরিপে প্রতি লিংকে কত ফুট?

ক. ১০

খ. ১

গ. ১০০

ঘ. ৮০


৫৬. কোনটির মাথায় পতাকা লাগানো থাকে?

ক. অফসেট রড়

খ. ক্রসস্টাফ

গ. রেন্জিং রড়

ঘ. প্লাম্ব বব


৫৭. LWOST কি?

ক. Last water Ordinary Spring Tide

খ. Low Water Ordinary Spring Tide

গ. Low Water Organization Spring Tide

ঘ. কোনটি নয়


৫৮. প্রাথমিক জরিপে কোনটি ব্যবহার করা হয়?

ক. ট্রানজিস্ট থিওডোলাইট

খ. কম্পাস

গ. লেভেল যন্ত্র

ঘ. সবগুলো


৫৯. পথ কয় জরিপের কাজ ধাপে করা হয়?

ক. ৩

খ. ৭

গ. ৪

ঘ. ১০


৬০. কোনটি প্রকল্প জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি?

ক. ট্রানজিস্ট থিওডোলাইট

খ. সেজট্যান্ট

গ. লেভেল যন্ত্র

ঘ. সবগুলো


৬১. Δ প্রতীকটি দ্বারা কি বুঝায়?

ক. প্রাথমিক পর্যায়ের নিয়ন্ত্রক বিন্দু

খ. জেলা সীমানা

গ. দ্বিতীয় পর্যায়ের নিয়ন্ত্রক বিন্দু

ঘ. ত্রিসীমানা পিলার


৬২. ট্রাভার্স লাইন বরাবর মহাসড়কের রেখাচিত্র কত ধরা হয়?

ক. 1 : 10000g

খ. 1 : 1000g

গ. 1 : 3000g

ঘ. কোনটি নয়


৬৩. বল ধ্রুব রেখে মোমেন্ট টার্ম দ্বিগুণ করলে Moment কত?

ক. অর্ধেক

খ. সমান

গ. দ্বিগুণ

ঘ. চারগুণ


৬৪. কোন বস্তুর ওপর 6 kg 8 kg বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি হবে-

ক. 10 kg

খ. 5 kg

গ. 7 kg

ঘ. 12 kg


৬৫. একই তলে যে কোন বিন্দুতে যুগলের মোমেন্টের মান-

ক. দ্বিগুণ

খ. সমান

গ. অর্ধেক

ঘ. তিনগুণ


৬৬. ৬০০ mm ডায়া ও ৩০ m দীর্ঘ একটি কাস্ট ইন সিটু পাইল ১ : ১ : ৫ : ৩ অনুপাত ঢালাই করতে করতে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন?

ক. ৬৬ ব্যাগ

খ. ৬০ ব্যাগ

গ. ৭৫ ব্যাগ

ঘ. ৫০ ব্যাগ


৬৭. সারা বছর যে পুকুরে পানি থাকে তাকে বলা হয়?

ক. Flooded

খ. Over Flooded

গ. Seasonal

ঘ. Perennial


৬৮. একটি বাসস্থানের Annual Standard Rent হওয়া উচিত Capital Cost এর –

ক. ৫%

খ. ৬%

গ. ১০%

ঘ. ৭.৫%


৬৯. ACI Code অনুসারে Column এর Minimum longitudinal reinforcement কত?

ক. ০.৫%

খ. ১%

গ. ২%

ঘ. ৩%


৭০. ১ বর্গমিটার জায়গা হেরিং বোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত?

ক. ৩১টি

খ. ৫২টি

গ. ৪২টি

ঘ. ৬২টি


৭১. ৯.৫ × ৪.৫ × ২.৭৫ সাইজের ইটে ১০০ ফুট Edging এর জন্য ইট প্রয়োজন-

ক. ২০০টি

খ. ২৫০টি

গ. ৩০০টি

ঘ. ২৭৫টি


৭২. পয়েন্ট অব কন্ট্রাফ্লাকচার হয় যে বিন্দুতে –

ক. Shear Force Zero

খ. Bending Moment Zaro

গ. বিমের সাপোর্টে

ঘ. যেখানে Bending Moment চিহ্ন পরিবর্তন করে


৭৩. রেলপথ, রেলসেতু কোন রঙে অংকন করা হয়?

ক. সবুজ

খ. কাল

গ. গাঢ় নীল

ঘ. হলুদ


৭৪. 1 : 10000 স্কেলে গৃহীত কোন অঞ্চলের আলোক চিত্রে একটি নিচু পাহাড় রয়েছে। 6 ইঞ্চি কেন্দ্রিয় দূরত্ব বিশিষ্ট ক্যামেরার সাহায্যে 6,500 ফুট উচ্চতা থেকে আলোকচিত্র ধারণ করা হয়ে থাকলে পাহাড়টির উচ্চতা কত?

ক. 1500 ফুট

খ. 1600 ফুট

গ. 1700 ফুট

ঘ. 1800 ফুট


৭৫. মানচিত্র ছোট-বড় করার পদ্ধতি কয়টি?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি


৭৬. ম্যাপ লাইনে ওভার ল্যাপ কত রাখা হয়?

ক. 0.5 "

খ. 0.8 "

গ. 0.9 "

ঘ. 1


৭৭. টাউন গাইড মানচিত্রের স্কেল কোনটি?

ক. 1 : 2000

খ. 1 : 2500

গ. 1 : 3000

ঘ. সবগুলো


৭৮. মৌজা মানচিত্রের স্কেল কোনটি?

ক. ১৬"-১ মাইল

খ. ১২"-১ মাইল

গ. ১০"-১ মাইল

ঘ. ৮"-১ মাইল


৭৯. মৌজা ম্যাপের স্কেল ছোট করা হয় কিসের সাহায্যে?

ক. প্যান্টোগ্রাফ

খ. টেকনোগ্রাফ

গ. টোগোগ্রাফ

ঘ. সবগুলো


৮০. কোন পদ্ধতিতে মানচিত্র কপি করা হয়?

ক. হোলিও

খ. ভেন্ডাইক

গ. a ও b

ঘ. কোনটিই নয়