বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-২০২৪

  • 29-03-202429-03-2024
  • কারিগরি সহকারী (সার্ভেয়ার)কারিগরি সহকারী (সার্ভেয়ার)

সময়: ১ ঘন্টা ৩০ মিনিট & পূর্ণমান: ৭০

গণিত (মান: ২ × ৪ = ৮)

১। একটি দ্রব্য ১৬০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করুন।

সমাধানঃ

২০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ২০) = ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে  ক্রয়মূল্য ১০০ টাকা 

বিক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য  = ১০০/৮০ টাকা

বিক্রয়মূল্য ১৬০ টাকা হলে ক্রয়মূল্য =  (১৬০× ১০০)/৮০টাকা = ২০০ টাকা।



৩। একটি গাড়ির চাকা মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে নির্ণয় করুন।

সমাধানঃ

চাকাটি ৬০ সেকেন্ডে ঘোরে ৯০ বার

চাকাটি  ১ সেকেন্ডে ঘোরে ৯০/৬০ বার = ৩/২ বার 

১ বার ঘুরলে চাকাটি  ৩৬০° ঘোরে

৩/২ বার ঘুরলে চাকাটি  (৩৬০ × ৩) / ২ = ৫৪০°ঘোরে ।


৪। ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। ২ জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান কত দিনে করতে পারবে?

সমাধানঃ ২ জন কমালে লোক সংখ্যা= ৮ - ২ = ৬ জন।

৮ জনে কাজটি করতে পারে ১২ দিনে

সুতারাং, ৬ জনে কাজটি করতে পারে = (১২×৮) /৬ = ১৬ দিনে।


সময় ও কাজ Time and work

সমস্যা সমাধানের নিয়ম: সময় ও কাজ বিষয়ক সমস্যায় দুই বা তিনটি ভিন্ন জাতীয় রাশি যুক্ত থাকে। ঐ গুলো হলঃ ক) সময়ের পরিমাণ খ) কাজের পরিমাণ গ) কাজ সম্পাদনকারীর সংখ্যা

নিয়ম: (I) কাজের পরিমাণ অপরিবর্তিত রেখে-

কাজ সম্পাদনকারীর সংখ্যা কমালে কাজের সময় বাড়বে। এ ক্ষেত্রে গুণ করতে হয়।

কাজ সম্পাদনকারীর সংখ্যা বাড়ালে কাজের সময় কমবে। এক্ষেত্রে ভাগ করতে হবে।

নিয়ম (II) কাজ সম্পাদনকারীর সংখ্যা অপরিবর্তিত রেখে-

কাজের পরিমাণ কমালে সময়ের পরিমাণ কম হয়। এক্ষেত্রে ভাগ করতে হয়।

কাজের পরিমাণ বাড়ালে সময়ের পরিমাণ বেশি হয়। এক্ষেত্রে গুণ করতে হয়।


বাংলা  (মান: ১ × ৭ = ৭)


৫। এক কথায় প্রকাশ করুন: অক্ষির সমীপে = সমক্ষ

৬। বিপরীত শব্দ লিখুন: উৎসাহ = নিরুৎসাহ

৭। সন্ধি বিচ্ছেদ করুন: নাবিক = নৌ + ইক

৮। বানান শুদ্ধ করুন: সান্তনা = সান্ত্বনা

৯। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

উত্তরঃ বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ।


১০। "উড়োকথা" বাগধারাটির অর্থ কী?

উত্তরঃ "উড়োকথা" বাগধারাটির অর্থ গুজব।


১১। 'চাবি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তরঃ 'চাবি' শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে।


English (Mark: 7)


12. Fill in the blank with appropriate Article:

a. The earth moves round_____sun. (the)

b. This is_____one-way road. (a)


13.Fill in the blank with appropriate preposition:

a. There is an exception every_________rules. (to)

b. They are absent_______the meeting. (from)


14.Re-write the sentences with right form of verbs:

a) Fifty kilometers (be) a long distance.

= Fifty kilometers is a long distance.

b) He gave up (play) football when he got married.

= He gave up playing football when he got married


15.Change the voice of the sentence:

a. He annoyed me.

= I was annoyed by him.



সাধারণ জ্ঞান (মান: ১ × ৮ = ৮) 

১৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত সালে "বঙ্গবন্ধু " উপাধিতে ভূষিত করা হয়?

উত্তরঃ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়।


১৭। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি?

উত্তরঃ মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ।


১৮। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টি?

উত্তরঃ প্রস্তাবনার মতো মূল সংবিধানও সাধু ভাষায় লিখিত এবং এতে এগারো ভাগে মোট ১৫৩ টি অনুচ্ছেদ ও সাতটি তফসিল রয়েছে।


১৯। আমাদের দেশের বাসা-বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সী কত?

উত্তরঃ  আমাদের দেশের বাসা-বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সী ৫০ হার্জ (Hz)


২০। বাংলাদেশে স্বপ্নের মেট্রোরেল কবে উদ্বোধন হয়?

উত্তরঃ ২৮ ডিসেম্বর ২০২২।


২১। সম্প্রতি সোমালীয় জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশী জাহাজটির নাম কী?

উত্তরঃ সম্প্রতি সোমালীয় জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশী জাহাজটির নাম এমভি আব্দুল্লাহ


২২। কোন পরিষদের সুপারিশে জাতিসংঘের নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়?

উত্তরঃ  নিরাপত্তা পরিষদ। (জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয় সাধারণ পরিষদের সদস্যদের ভোটের মাধ্যমে। তবে চূড়ান্তভাবে সদস্য গ্রহণের পূর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশের প্রয়োজন হয়।)


২৩। সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ সর্বশেষ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল কাতার। 


বিষয়ভিত্তিক অংশ (মান: ৪ × ১০ = ৪০) 


২৪। পর্চা ও খতিয়ান বলতে কী বোঝায়?

উত্তরঃ  পর্চঃ খতিয়ানের যে অনুলিপি ভূমির মালিককে দেয়া হয় তাই পর্চা।

খতিয়ানঃ মৌজাই এক বা একাধিক মালিকের জমির বিবরন যে নির্ধারিত ফরমে পৃথক পরিচিতি নম্বর দ্বারা চিহ্নিতকরা হয়, এ ফরমকে খতিয়ান বলে।


২৫। বক্স সেক্সট্যান্ট কী কাজে ব্যবহৃত হয়?

উত্তরঃ কোণ পরিমাপের জন্য বক্স সেক্সট্যান্ট ব্যবহৃত হয়।


২৬। সার্ভে কাজে ব্যবহৃত ৪(চার)টি যন্ত্রের নাম লিখুন।

উত্তরঃ ১। থিউডোলাইট, ২। প্লেনটেবিল, ৩। টোটালস্টেশন, ৪। বক্স সেক্সট্যান্ট


২৭। মানচিত্র ও নকশার মধ্যে পার্থক্য কী কী লিখুন।

উত্তরঃ মানচিত্র ও নকশার মধ্যে পার্থক্যঃ-

তুলনার বিষয়

নকশা

মানচিত্র

ব্যবহৃত স্কেল

বড় স্কেল

ছোট স্কেল

এলাকার বিস্তৃতি

স্বল্প পরিসর

বিস্তীর্ণ এলাকা

বস্তুর অবস্থান

নিখুঁত অবস্থান

প্রতীকী অবস্থান

পৃথিবীর বক্রতা

বিবেচ্য নয়

বিবেচ্য

মাত্রিকতা

দ্বিমাত্রিক

হতে পারে দ্বিমাত্রিক / ত্রিমাত্রিক


২৮। শিকল অতিরিক্ত লম্বা হওয়ার কারণ কী লিখুন।

উত্তরঃ শিকল অতিরিক্ত লম্বা হওয়ার কারণ

ক. শিকলের জয়েন্ট ক্ষয় হলে,

খ. শিকলের জয়েন্ট খুলে গলে,


২৯। একটি মৌজা নকশায় কী কী তথ্য উল্লেখ করা হয় লিখুন।

উত্তরঃ একটি মৌজা নকশায় যে সব তথ্য উল্লেখ করা হয়ঃ-

১. জেলার নাম, ২. থানার নাম, ৩. মৌজার নাম ৪. স্কেল, ৫. দিক, ৬. সাংকেতি চিহ্ন ৭. জেএল নম্বর, ৮. দাগ নম্বর।


৩০। পূর্ণরূপ লিখুন: HM, RL, CS, MSL

HM = 

RL = Reduced Level 

CS = Cadastral Survey.

MSL = Mean Sea Level.


৩১। ভূমি জরিপ কত প্রকার ও কী কী লিখুন।

উত্তরঃ ভূমি জরিপ চার প্রকার। যথা-

ক) ভূ-সংস্থানিক জরিপ

খ) কিস্তোয়ার জরিপ

গ) নগর জরিপ

ঘ) প্রকৌশল জরিপ


৩২। প্রকৌশল ও গান্টার্স শিকলের এক লিঙ্কের পার্থক্য কত ইঞ্চি?

উত্তরঃ প্রকৌশল ও গান্টার্স শিকলের এক লিঙ্কের পার্থক্য পার্থক্য ৪.০৮ ইঞ্চি।


৩৩। Survey Map এ ব্যবহৃত আলামত বা প্রতীক চিহ্ন অঙ্কন করুন:

(ক) পাকা দালান 



 (খ) কাঁচা রাস্তা 



(গ) বৈদুতিক লাইন 





(ঘ) রেল সেতু