বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর

  • ২৫-১১-২০২২২৫-১১-২০২২
  • সার্ভেয়ারসার্ভেয়ার

সময়ঃ- ৯০ মিনিট

পূর্ণমানঃ- ৭০

বাংলা

১।

'আমাদের সাংস্কৃতিক উৎসব'-এর উপর ১০টি বাক্য লিখুন।

উত্তর: বাংলাদেশে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসবের প্রচলন রয়েছে। তবে অধিকাংশ উৎসবই কোনো না কোনো ঋতু বা মাসকে কেন্দ্র করে আবর্তিত হয়। এসব উৎসব মানুষের মনে কেবল আনন্দেরই সঞ্চার করে না বরং এর মধ্য দিয়ে দেশের ঐতিহ্য সংস্কৃতির সামগ্রিক চিত্রটি ফুটে ওঠে। বাংলাদেশের প্রধান কয়েকটি উৎসব নিচে আলোচিত হলো:

১। বাংলাদেশের সবচেয়ে বড় সর্বজনীন উৎসব বাংলা বর্ষবরণ।

২। নবান্ন হলো নতুন ধানের উৎসব।

৩। বাংলাদেশে তিনটি ক্ষুদ্র জাতিসত্তার বর্ষবরণ উৎসব বৈসাবি।

৪। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের শহিদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির দীর্ঘ দিনের সাংস্কৃতিক লড়াইয়ের ইতিহাস।

৫। স্বাধীনতা জাতীয় দিবস: ২৬শে মার্চ সরকারি বেসরকারি নানা উদ্যোগের মধ্য দিয়ে দিনটি পালিত হয়ে থাকে।

৬। বিজয় দিবস: ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের প্রায় সব অঞ্চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসব, ক্রীড়া অনুষ্ঠান বই মেলার আয়োজন করা হয়।

৭। বইমেলা: বইমেলা বাংলাদেশের আরেকটি প্রধান সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে বইমেলার আয়োজন করা হয়। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বইমেলা- ফেব্রুয়ারি মাস জুড়ে ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা।

৮। ঈদঃ ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদমানে আনন্দ, খুশি।

৯। দুর্গা পূজা: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা।

১০।বুদ্ধ পূর্ণিমা: বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব।

১১। বড় দিন: বাংলাদেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা প্রতি বছর ২৫শে ডিসেম্বর বড় দিনের উৎসব পালন করে।

১২। অন্যান্য উৎসব: এছাড়া সারা বছরই বাংলাদেশে কোনো না কোনো উৎসব পালিত হয়। যেমন: রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, লালন-উৎসব, মধুমেলা, মহররম, ঈদ--মিলাদুন 'নবি, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা, ইস্টার সানডে ইত্যাদি।

          মানুষের জীবনে সাংস্কৃতিক উৎসবের তাৎপর্য অত্যন্ত গভীর। এসব উৎসব মানুষের মধ্যে সাম্য মৈত্রী গড়ে তোলে। আনন্দমুখর উৎসব প্রাঙ্গণে ঘুচে যায় মানুষে মানুষে ভেদাভেদ। জাতীয় উৎসবগুলো মানুষের মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করে। উৎসবের মধ্যে যে মূল্যবাধের বীজ আছে তাকে জাগ্রত করতে পারলে নিজস্ব সংস্কৃতি যেমন রক্ষা। পাবে, তেমনি মানুষের মধ্যে গড়ে উঠবে প্রীতি সৌহার্দ্য।

২।

বাক্যসহ সমাস নির্ণয় করুন: মনমাঝি, অপরাহ, প্রতিপক্ষ , পঁসুরি, মীনাক্ষী

উত্তরঃবাক্যসহ সমাস নির্ণয় করুন:

() মনমাঝি - মন রূপ মাঝি (রূপক কর্মধারয়)

() অপরাহ - অহ্নের শেষ ভাগ (ষষ্ঠী তৎপুরুষ)

() প্রতিপক্ষ - পক্ষের বিপরীত (অব্যয়ীভাব)

() পঁসুরি - পাঁচ সেরের সমাহার (দ্বিগু)

() মীনাক্ষী - মীনের মত অক্ষি যার (মধ্যপদলোপী বহুব্রীহি)

৩।

লিঙ্গ পরিবর্তন করুন: রচয়িতা, অশ্ব, জেলে, দৌহিত্র, সদাশয়

 ) রচয়িতা - রচয়িত্রী

) অশ্ব - অশ্বী

) জেলে - জেলেনি

) দৌহিত্র - নাতনী

) সদাশয় - সদাশয়া

৪।

 

অর্থসহ বাক্য রচনা করুন: কাক ভূষণ্ডি, পাথরে পাঁচ কিল, খণ্ড প্রলয়, ফপর দালালি, তাসের ঘর

)

কাক ভূষণ্ডি- (দীর্ঘায়ু বা দীর্ঘজীবী ব্যক্তি): স্ত্রী, পুত্র, কন্যা সবার মৃত্যুর পরও বৃদ্ধ ভূষণ্ডির কাকের মতো বেঁচে আছে।

)

পাথরে পাঁচ কিল (উন্নত অবস্থা): ব্যবসায় বাণিজ্য করে সে প্রচুর অর্থ উপার্জন করেছে, এখন তার পাথরে পাঁচ কিল।

)

খণ্ড প্রলয় (তুমুল কাণ্ড): মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে পাশের বাসায় একটি খণ্ড প্রলয় ঘটে গেছে।

)

ফপর দালালি (গায়ে পড়ে মাতব্বরি): সবখানে ফপর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়।

)

তাসের ঘর- (ক্ষণস্থায়ী): ঠুনকো বন্ধুত্ব স্বার্থের সামান্য আঘাতেই তাসের ঘরের মত ভেঙে যায়। 

ইংরেজি

৫।

Write five sentences on "Natural Disaster of Bangladesh."

Answer:     In recent years Bangladesh has experienced a great number of natural calamities. Such as cyclones; floods, earthquake etc. Among these cyclones is the most devastating which usually occurs in summer and generally originates from the Bay-of- Bengal. Flood lasting a long time is a curse to the people of our country as it causes a huge loss  of life and property. Natural disaster brings catastrophic suffering to the people of the country            

৬।

Fill in the gaps

a) Please think ____ my appeal.

:

of

b) Bangladesh was liberated ____1971.

:

in

c) I wish I _____ a king.

:

were

d) Birds fly _____the trees.

:

over

e) He is dull_____hearing.

:

of

৭।

Make sentences with meaning: On and on, Arrive at, Blind to, Get rid of,  Die for

a)

On and on (continuing for a long time): These management meetings just go on and on and on and I can never get any work done.

b)

Arrive at (reach a result, decision, or solution): He was afraid he might arrive at the forbidden garden with one life less.

c) 

Blind to (Ignoring something; oblivious to something): Kara worships her father and is completely blind to his shortcomings.

d)

Get rid of (To discard, eliminate, or become free from something or someone): I can't seem to get rid of this cold.

e)

Die for (excellent or to be strongly wished for): That chocolate cake is to die for.

৮।

Translate into English:

a) আমার ঘড়িতে এখন দশটা বাজে

:

It's ten o'clock by my watch

b) কাঁচা আম স্বাদে টক

:

Raw mangoes are sour in taste.

c) করিমের জামা কেনার মত টাকা নেই

:

Karim has no money to buy clothes.

d) সূর্য কি আমাদের কিরণ দেয় না?

:

Does the sun not give us light?

e) হায়। আমার সর্বনাশ হয়েছে

:

Alas! I have lost my all.

গণিত

৯।

একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে জন করে ছাত্র বসলে টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে জন করে বসলে জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। শ্রেণির ছাত্র সংখ্যা কত?

সমাধানঃ ধরি, ছাত্র সংখ্যা x জন

জন করে বসলে বেঞ্চের সংখ্যা  (x4+3) টি

জন করে বসলে বেঞ্চের সংখ্যা  (x3-63) টি

শর্তমতে, (x4+3) = (x3-63)

       (x4+3) = (x3-2)

       (x4-x3) = 3+2

       (4x-3x12) = 5

       x = 60 জন

১০।

একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত

সমাধান: ধরি, আয়তাকার ঘরের প্রন্থ = x মিটার

আয়তাকার ঘরের দৈর্ঘ্য = (x+112) মিটার = (3x2) মিটার

শর্তমতে, (x+3x2) = 216

       3x22 = 216

       3x2 = 216 × 2

       x2 = 144

       x = 12

সুতরাং আয়তাকার ঘরের দৈর্ঘ্য = (3×122) মিটার  = 18 মিটার

আয়তাকার ঘরের পরিসীমা = 2×(12+18) = 60 মিটার।

১১।

) x² + 1 = 2x হলে x² +1x2 এর এর মান কত? ) উৎপাদকে বিশ্লেষণ করুন: 4x4 – 25x² + 36

)দেওয় আছে,  x² + 1 = 2x

বা, x2x + 1x = 2

 বা,  X+ 1x = 2

আমরা জানি, x² + 1x2 = (x² + 1x2)2 - 2.x². 1x2    = (2)2-2   = 0 ans

) 4x4 – 25x² + 36

=(2x2)2-25x² + (6)2 

= (2x2)2-2.2x2.6+ (6)² - x² 

= (2x²-6)2-(x)2

= (2x²+x-6)(2x²-x-6)

= (2x²-3x+4x-6)(2x² - 4x + 3x - 6)

= {x(2x-3)+2(2x-3)}{2x(x-)}+3(x-2)}

= (2x-3)(x+2)(x-3) (2x+3) ans

সাধারণ জ্ঞান

১২.

প্রশ্নঃ পানিতে ভাসমান জীবদের কি বলে?

উত্তরঃ জুয়োপ্ল্যাঙ্কটন।

১২.

প্রশ্নঃ লালবাগের কেল্লা স্থাপন করেন কে?

উত্তর: মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ।

১২.

প্রশ্নঃ লেবুর রসে কোন এসিড থাকে?

উত্তর: সাইট্রিক এসিড।

১২.

প্রশ্নঃ বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: ওয়াশিংটন ডিসি।

১২.

প্রশ্নঃ ICDDRB এর পূর্ণরূপ লিখুন।

উত্তর: International Centre for Diarrho Disease Research, Bangladesh.

১২.

প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু কোন কারাগারে বন্দি ছিলেন?

উত্তর: পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে।

১২.

প্রশ্নঃ 'হাঙর নদী গ্রেনেড'- এর লেখক কে?

উত্তর: প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন।

১২.

প্রশ্নঃ ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল খেলা কত তারিখে অনুষ্ঠিত হবে?

উত্তর: ২০২২ সালের ১৮ই ডিসেম্বর তারিখে।

১২.

প্রশ্নঃ মালেশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি

উত্তর: আনোয়ার ইব্রাহিম।

১২.১০

প্রশ্নঃ মাগুরছড়া গ্যাস ফিল্ড কোন জেলায় অবস্থিত?

উত্তর: মৌলভীবাজার জেলা।

১২.১১

প্রশ্নঃ ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত

উত্তর: তুরস্কে।

১২.১২

প্রশ্নঃ 'কদম ফোয়ারা' ভাস্কর্যটি কোথায় অবস্থিত

উত্তর: হাইকোর্ট চত্বরে।

১২.১৩

প্রশ্নঃSDG-এর লক্ষ্য কয়টি?

উত্তর: ১৭টি।

১২.১৪

প্রশ্নঃ পক প্রণালী কোন দু'টি দেশকে পৃথক করেছে?

উত্তর: ভারত শ্রীলংকা।

১২.১৫

প্রশ্নঃ উগান্ডার রাজধানীর নাম কি?

উত্তর: কাম্পালা।