বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-2024

  • 05-03-202405-03-2024
  • রাজস্ব সার্ভেয়াররাজস্ব সার্ভেয়ার

সময়ঃ- ৯০ মিনিট

পূর্ণমানঃ- ৭০

১. নিচের বানানগুলি শুদ্ধ করুন।

(i) দ্ব্যার্থ = দ্ব্যর্থ

(ii) শ্বাস্বত = শাশ্বত

(iii) স্বাক্ষরতা = সাক্ষরতা

(iv) সামর্থ = সামর্থ্য

(v) দুর্নিতি = দুর্নীতি

২. নিচের বাগধারা গুলোর অর্থ লিখুন।

(i) কুনো ব্যাঙ = দীর্ঘসূত্রিতা, ঢিলেমি, আলসেমি

(ii) ইলশে গুঁড়ি = হালকা বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি

(iii) চাঁদ-কপালে = ভাগ্যবান

(iv) অথৈ জল = ভীষণ বিপদ

(v) অক্ষরে অক্ষরে = যথাযথভাবে, সম্পূর্ণভাবে

৩. Translate into English.

(i) বৃষ্টি হচ্ছে।

Answer: it's raining.

(ii) আমার বইটি কেনা উচিত।

Answer: I should buy the book.

(iii) সে কি যায়?

Answer: Does he go?

(iv) সে গতকাল এসেছে।

Answer: He came yesterday.

(v) পানির নিজস্ব কোন রং নেই।

Answer: Water has no color of its own.

8. Fill in the gaps with appropriate article. 

(i) We called him .....fool. (Answer: a)

(ii) She is ......... unknown woman here. (Answer: an)

(iii) He is.......... best student in the class. (Answer: the)

(iv) He is.......... Μ.Α. (Answer: an)

(v) Meter is.......... unit of length. (Answer: a)

৫. নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন।

১×১০ = ১০

ক) কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?

উত্তরঃ প্রথম ৪ চরণ।

খ) কত তারিখে আন্তর্জাতিক পানি দিবস পালন করা হয়?

উত্তরঃ ২২ মার্চ।

গ) বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কী?

উত্তরঃ শাপলা ফুল।

ঘ) মুজিব: একটি জাতির রূপকার-চলচ্চিত্রে জাতির পিতার ভূমিকায় কে অভিনয় করেছেন?

উত্তরঃ চঞ্চল চৌধুরী।

ঙ) বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের বাড়ি কোন জেলায়?

উত্তরঃ ঝিনাইদহ জেলায়।

চ) MRT এর পূর্ণরূপ কী?

উত্তরঃ Mass Rapid Transit.

ছ) জাতির পিতা কর্তৃক ৭ই মার্চের ভাষণ প্রদানকালীন সময়ে সোহরাওয়ার্দী উদ্যানের নাম কী ছিল?

উত্তরঃ রেসকোর্স ময়দান।

জ) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ দৈর্ঘ্য = ৬.১৫ কিলোমিটার (২০,১৮০ ফুট) [প্রস্থ = ১৮.১৮ মিটার (৫৯.৬৫ ফুট)]

ঝ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ?

উত্তরঃ ২১ ফেব্রুয়ারি।

ঞ) বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপরে অবস্থিত?

উত্তরঃ কর্ণফুলি নদীর উপর নির্মিত।

৬. একটি পঞ্চভুজের অন্তর্ভুক্ত কোণগুলির সমষ্টি কত ডিগ্রী?

উত্তরঃ ৫৪০ ডিগ্রী।

৭. একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?

উত্তরঃ ২২:৭

৮. DEM, SoBMSL পূর্ণরূপ কী?

উত্তরঃ Digital Elevation Model, Survey of Bangladesh, Mean sea level.


৯. টোটাল স্টেশনের ৪ টি ব্যবহার লিখুন।


উত্তরঃ টোটাল স্টেশনের ৪ টি ব্যবহারঃ

১.একাধিক কোণ পরিমাপ করা হয়।

২.একাধিক দূরত্বের গড় পরিমাপ।

৩.অনুভূমিক দূরত্ব।

৪.যে কোনও দুটি পয়েন্টের মধ্যে দূরত্ব।

৫.বস্তুর উচ্চতা।

৬.পর্যবেক্ষণ পয়েন্টগুলির তিনটি স্থানাঙ্ক।

১০. থিওডোলাইট কি? বিভিন্ন প্রকার থিওডোলাইট এর নাম লিখুন।

উত্তরঃ থিওডোলাইট একটি কোণ পরিমাপক যন্ত্র। যার সাহায্যে অনুভূমিক ও উলম্ব দুই ধরনের কোণ মাপা হয়। থিওডোলাইট দুই প্রকার।যথাঃ- ক)ট্রানজিট খ)নন- ট্রানজিট।

১১. হেবাবিল এওয়াজ কী?

উত্তরঃ প্রতীকী কোন প্রতিদানের বিনিময়ে কোন সম্পত্তির দানকে হেবা বিল এওয়াজ বলে। যে দলিলের মাধ্যমে দাতা, গ্রহীতার নিকট হতে প্রতীকী প্রতিদানস্বরূপ ধর্মীয় গ্রন্থ, জায়নামাজইত্যাদি গ্রহণ করে কোন দানপত্র সম্পাদন করেন, তাকে হেবাবিল এওয়াজনামা বলে।

১২. অধিগ্রহণ বলতে কি বুঝায়?

উত্তরঃ ''অধিগ্রহণ'' অর্থ ক্ষতিপূরণ বা পুনর্বাসন বা উভয়ের বিনিময়ে প্রত্যাশী ব্যক্তি বা সংস্থার জন্য কোনো স্থাবর সম্পত্তির স্বত্ব ও দখল গ্রহণ।

১৩. নামজারী বলতে কি বুঝায়? নামজারী অনুমোদনকারী কর্মকর্তার পদবী কী?


১৪. সংঙ্গা লিখুন।

২×৫ = ১০

(i) সায়রাত মহালঃ সরকারের যে সমস্ত ভূ-সম্পত্তি হইতে ভূমি কর ব্যতীত অন্যান্য বিবিধ কর আদায় করা হয় সেইগুলিকে সায়রাত মহাল বলা হয়। যেমন :- জলমহাল, হাট-বাজার, বালু মহাল, পাথর মহাল, বাঁশ মহাল, ফেরীঘাট/খেয়াঘাট, রাস্তা সংলগ্ন জমি, কাছারি প্রাঙ্গন ইত্যাদি।

(ii) মৌজাঃ কিস্তোয়ার জরিপে উপজেলা অধীন ভৌগলিক এলাকাকে পৃথক পৃথক পরিচিত আলাদা করা হয়, এ পরিচিতি নম্বর সম্পন্ন প্রত্যেকটি এলাকাকে এক একটি মৌজা বলে।

(iii) মাঠ পর্চাঃ ভূমি জরিপকালে চূড়ান্ত খতিয়ান প্রস্তত করার পূর্বে ভূমি মালিকদের নিকট খসড়া খতিয়ানের যে অনুলিপি ভুমি মালিকদের প্রদান করা করা হয় তাকে “মাঠ পর্চা” বলে। এই মাঠ পর্চা রেভিনিউ/রাজস্ব অফিসার কর্তৃক তসদিক বা সত্যায়ন হওয়ার পর যদি কারো কোন আপত্তি থাকে তাহলে তা শোনানির পর খতিয়ান চুড়ান্তভাবে প্রকাশ করা হয়।

(iv) দিয়ারা জরিপঃ নদী বা সমুদ্রে নতুন জেগে উঠা চর জরিপের জন্য দিয়ারা জরিপ করা হয়।

(v) খানাপুরীঃ জরিপের সময় মৌজা নক্সা প্রস্তুত করার পর খতিয়ান প্রস্তুতকালে খতিয়ান ফর্মের প্রত্যেকটি কলাম জরিপ কর্মচারী কর্তৃক পূরন করার প্রক্রিয়াকে খানাপুরি বলে।

১৫. একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৩২৩ বর্গমিটার এবং পরিসীমা ৭২ মিটার হলে এর দৈর্ঘ্য ও প্রস্থ কত?

সমাধানঃ ধরি, দৈর্ঘ্য = x এবং প্রস্থ = y

পরিসীমা 2(x + y) = 72 মিটার

=> x + y = (72/2)

= > x + y = 36

x = 36 - y ..... (i) নং সমীকরণ

এবং ক্ষেত্রফল xy = 323

=> (36 - y) y = 323 [ x এর মান বসিয়ে ]

=> 36y - y2 = 323

=> 36y - y2 - 323 = 0

=> y2 - 36y + 323 = 0

=> y2 - 17y - 19y + 323 = 0

=> y (y - 17) - 19(y - 17) = 0

=> (y - 17) (y - 19) = 0

y = 17 এবং y = 19

y এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই

x = 36 - 17

= 36 - 17 [ y = 19]

= 19

এবং

x = 36 - y

= 36 - 19 [ y = 17]

= 17

সুতরাং দৈর্ঘ্য প্রস্থ 19 মিটার 17 মিটার

১৬. পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রন্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?

সমাধানঃ পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = ৮০××৫০=৪০০০ বর্গমিটার

পাড়বাদে পুকুরের দৈর্ঘ্য = ৮০-(৪××২)=৮০-৮=৭২ মিটার

পাড়বাদে পুকুরের প্রস্থ = ৫০-(৪××2)=৫০-৮=৪২ মিটার

পাড়বাদে পুকুরের ক্ষেত্রফল = ৭২××৪২=৩০২৪ বর্গমিটার

অতএব, পুকুর পাড়ের ক্ষেত্রফল = ৪০০০-৩০২৪=৯৭৬ বর্গমিটার।

১৭. ৫০ মিটার দূরবর্তী দুটি বিন্দু 'ক' ও 'খ' এর স্টাফ পাঠ যথাক্রমে ১.৭৫ মিটার ও ২.৫০ মিটার। 'ক' এর R.L. ১৫০ মিটার হলে 'খ' এর R.L. নির্ণয় করুন।

সমাধানঃ ক ও খ বিন্দুর এলিভেশন পার্থক্য = ২.৫০ - ১.৭৫ = ০.৭৫ মিটার

খ বিন্দুর R.L = ক বিন্দুর R.L + এলিভেশন পার্থক্য = (১৫০+০.৭৫) = ১৫০.৭৫ মিটার



১৯. পাশের চিত্রের ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করুন।