১। চন্দ্র কোন শব্দের উদাহরণ?
(ক) তৎসম (খ) অর্ধতৎসম (গ) দেশী (ঘ) বিদেশী
ব্যাখ্যা: যে শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেরে। এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সে শব্দকে বলা হয় ত শব্দ। তৎসম শব্দের উদাহরণ। চন্দ্র, নক্ষত্র, সূর্য, ভবন তৎসম শব্দ। সুতরাং সঠিক উত্তর (ক)।
২। রিকশা শব্দটি?
(ক) জাপানি (খ) ওলন্দাজ (গ) গুজরাটি (ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা: রিকশা শব্দটি জাপানি শব্দ। এছাড়াও হারিকিরি, জুডো ইত্যাদি জাপানি শব্দ। সুতরাং সঠিক উত্তর (ক)।
৩। বচন অর্থ কি?
(ক) নামতার ধারণা (খ) যোগের ধারণা (গ) সংখ্যার ধারণা (ঘ) গুণের ধারণা
ব্যাখ্যা: বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। এর অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন। বাংলা ভাষায় বচন দুই প্রকার- একবচন: যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর মাত্র একটি সংখ্যা বোঝায় তাকে একবচন বলে। যেমন: বইটি, পাখিটি ইত্যাদি। বহুবচন : যে শব্দ দ্বারা কোন ব্যক্তি, প্রাণী বা বস্তুর একের অধিক সংখ্যা বোঝায় তাকে বহুবচন বলে। যা গণনা করা যায় না তার বহুবচনও হয় না। যেমনঃ বইগুলো, পাখিগুলো ইত্যাদি। কিন্তু পানিরা, দুধেরা ইত্যাদি হবে না, কারণ এগুলো এখানে পরিমাপ বোঝায়- সংখ্যা নয়। সুতরাং সঠিক উত্তর (গ)।
৪। বাংলা উপসর্গ কয়টি?
(ক) ২৭টি (খ) ২৬টি (গ) ২১টি (ঘ) ২০টি
ব্যাখ্যা: বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ ২১টি। এগুলো হল- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উনা, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। সুতরাং সঠিক উত্তর (গ)
৫। কর্তব্য শব্দের প্রত্যয় হচ্ছে-
(ক) √কৃ+তব্য (খ) কৃ+তব্য (গ) কর+তব্য (ঘ) কর্ত+অব্য
ব্যাখ্যা:) কর্তব্য শব্দের প্রত্যয় হচ্ছে- √কৃ+তব্য। সুতরাং সঠিক উত্তর (ক)।
৬ । 'সংলাপ' এর সন্ধিবিচ্ছেদ?
(ক) সং + আপ (খ) সম+আলাপ (গ) সম্+লাপ (ঘ) সং+লাপ
ব্যাখ্যা: আগে 'ম' পরে অন্তঃস্থ ব্যঞ্জন (য/র/ল/ব) বা উষ্মধ্বনি (শ/ষ/স/হ) থাকলে সন্ধিতে 'ম' স্থানে অনুস্বার (ং) হয়। যেমন- সম্+লাপ = সংলাপ, সম্+যত = সংযত ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (গ)।
৭। 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) বৈশ্বানর (খ) নড (গ) বিজলি (ঘ) শশাঙ্ক
ব্যাখ্যা: চাঁদ শব্দের সমার্থক শব্দ হলো- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সুধাকর, চন্দ্রিমা, নিশাপতি, নিশাকর; হিমাংশু, শীতাংশু, রজনীকান্ত ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
৮। 'উজানের কৈ' বাগধারাটির অর্থ কী?
(ক) মন্দভাগ্য (খ) বাহ্যিক (গ) সহজলভ্য (ঘ) অপদার্থ
ব্যাখ্যা: 'উজানের কৈ' বাগধারাটির অর্থ- সহজলভ্য। সুতরাং সঠিক উত্তর (গ)।
৯। চেষ্টায় কি না হয়। এখানে 'চেষ্টায়' কোন কারকে কোন বিভক্তি?
ক) অধিকরণে ৭মী (খ) করণে ৭মী (গ) অধিকরণে যষ্ঠী (ঘ) কর্মে ৭মী
ব্যাখ্যাঃ বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কি উপায়ে' প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে করণ কারক বলে। করণ শব্দের অর্থ- যন্ত্র,উপায় বা সহায়ক। সুতরাং সঠিক উত্তর (খ)।
১০। কপালের লেখা খন্ডাবে কে? কপালের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তায় শুন্য (খ) করণে শুন্য (গ) অধিকরণে ষষ্ঠী (ঘ) কর্মে যষ্ঠী
ব্যাখ্যাঃ ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'র' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। ক্রিয়াকে কোথায়/ কিসে/কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অধিকরণ কারক।সুতরাং সঠিক উত্তর (গ)।
১১। উৎস অনুসারে বাংলা শব্দ কত প্রকার?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
ব্যাখ্যা: উৎসমূলকভাবে বাংলা ভাষার শব্দসমূহকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যথা: তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশী, বিদেশী। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
১২। 'সেতার' কোন সমসা?
(ক) কর্মধারায় (খ) তৎপুরুষ (গ) অব্যয়ীভাব (ঘ) দ্বিগু
ব্যাখ্যা: যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে দ্বিগু সমাস বলা হয়। যেমন- তিন তারের সমাহার- সেতার; তিন ফলের সমাহার- ত্রিফলা ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
১৩ । 'স্বাধীনতা তুমি' কবিতাটির রচয়িতা কে?
(ক) কাজী নজরুল ইসলাম (খ) শামসুর রহমান (গ) জীবনানন্দ দাস (ঘ) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা: 'স্বাধীনতা তুমি' কবিতাটি লিখেছেন শামসুর রাহমান (১৯২৯-২০০৬)। তাঁর উল্লেখযোগ্য কবিতা- তুমি আসবে বলে হে স্বাধীনতা, পণ্ডশ্রম তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (খ)।
১৪। ‘বিশ্বজনের হিতকর’ এক কথায় কী বলে?
(ক) হিতকর (খ) বিশ্বজনহিত (গ) বিশ্বজনীন (ঘ) বিশ্বজনক
ব্যাখ্যা: বিশ্বজনের হিতকর = বিশ্বজনীন। সুতরাং সঠিক উত্তর (গ)।
১৫। 'পর্বত' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
(ক) অবনী (খ) অচল (গ) পাহাড় (ঘ) গিরি
ব্যাখ্যা: 'পর্বত' শব্দের সমার্থক শব্দগুলো হলো- অচল, পাহাড়, গিরি, শৈল, অদ্রি, ভূধর, পৃথ্বীধর, ধরণীধর, অচল, দ্বিগ, বৃংগল ইত্যাদি। অবনী হলো পৃথিবী শব্দের সমার্থক শব্দ। সুতরাং সঠিক উত্তর (ক)।
১৬। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
(ক) বিদ্রোহী (খ) মুক্তি (গ) রণসঙ্গীত (ঘ) লিচুচোর
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের-
> প্রথম প্রকাশিত কবিতা-'মুক্তি' (শ্রাবণ, ১৩২৬,, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা);
> প্রথম প্রকাশিত লেখা (গল্প)- 'বাউণ্ডেলের আত্মকাহিনী' (জ্যৈষ্ঠ, ১৩২৬, সওগাত পত্রিকা);
> বিখ্যাত কবিতা 'বিদ্রোহী' (পৌষ, ১৩২৮, সাপ্তাহিক বিজলী)। সুতরাং সঠিক উত্তর (খ)।
১৭। 'সংহত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) বিভক্ত (খ) নির্ভয় (গ)দ্বিধা (ঘ) প্রত্যর
ব্যাখ্যা: বিভক্ত- সংহত; নির্ভয়-ভয়; দ্বিধা-নিদ্বির্ধা; প্রত্যয়- সংশয়। সুতরাং সঠিক উত্তর (ক)।
১৮ । শুদ্ধ বানান কোনটি?
(ক) সমিচিন (খ) সমীচিন (গ) সমীচীন (ঘ) সমীচীণ
ব্যাখ্যা: শুদ্ধ বানানটি হলো সমীচীন। সুতরাং সঠিক উত্তর (গ)।
১৯। কোনটি শুদ্ধ বানান?
(ক) দন্দ (খ) দ্বন্দ (গ) দ্বন্দ্ব (ঘ) দ্বন্ধ
ব্যাখ্যা: শুদ্ধ বানানটি হলো দ্বন্দ্ব। সুতরাং সঠিক উত্তর (গ)।
২০। 'কালের কলস' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
(ক) আল মাহমুদ (খ) শামসুর রহমান (গ) শহীদ কাদরী (ঘ) রফিক আজাদ
ব্যাখ্যা: কালের কলস কাব্যগন্থটির রচিয়াত কবি আল মাহমুদ। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:- 'সোনালী কাবিন' 'লোক লোকান্তর', 'মায়াবী পর্দা দুলে ওঠে' প্রভৃতি। গল্প:- 'পানকৌড়ির রক্ত', 'সৌরভের কাছে পরাজিত', 'অন্ধবণিক প্রভৃতি। হুমায়ুন আজাদ রচিত কাব্যগ্রন্থ:- 'আলৌকিক ষ্টিমার', 'জ্বলো চিতা বাঘ', 'যতোই গভীরে যাই মধু', 'যতোই উপরে যাই নীল', 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে'। উপন্যাস:- 'ছাপ্পান্ন হাজার বর্গমাইল', 'সব কিছু ভেঙ্গে পড়ে', 'কবি অথবা দন্ডিত পুরুষ, 'নিজের সঙ্গে নিজের জীবন মধু'। সুতরাং সঠিক উত্তর (ক)।
২১ কোন বাক্যটি শুদ্ধ?
(a) I sold my furniture's, (b) I sold my furniture
(c) I sold my farniture's (c)
I sold my ferniture
ব্যাখ্যা: কিছু Noun শব্দ রয়েছে যেগুলো সর্বদাই Singular হিসেবে ব্যবহৃত হয়। যেমন: Furniture Advice,
Alphabet, Bread, Information, Knowlege, Poetry, Offspring Scenery ইত্যাদি। বাক্যের অর্থ: আমি আমার আসবাবপত্র বিক্রি করেছিলাম। সুতরাং সঠিক উত্তর (a)।
২২ । The cat is fond ______
milk.
(a) of (b) with (c) to (d) on
ব্যাখ্যা: Be found
of something অর্থ অনুরাগী, কোনো কিছুতে আসক্ত হওয়া। বাক্যের অর্থ: বিড়াল দুধ পছন্দ করে। সুতরাং সঠিক উত্তর (b)।
২৩। নিচের শব্দগুলোর কোনটি Adjective.
(a) Crime (b)
miser (c)
special (d) Inaugh
ব্য: Special
(adj) বিশিষ্ট, সাধারণ নয় এমন। কিন্তু Crime, Mister (কৃপণ) এবং Laugh এগুলো Noun. সুতরাং সঠিক উত্তর (c)।
২৪। Echo এর সঠিক plural - ?
(a) Echos (b) Echoes
(c)
Echoistic (d) Echoed
ব্যাখ্যাঃ Noun এর শেষে থাকলে এবং এর আগে consonant থাকলে তবে Plural করতে হলে তার সাথে es যোগ করতে হয়। যেমন: Singular =
Buffalo, Cargo, Hero, Volcano
& Plural = Buffaloes, Cargoes, Heroes,
Volcanoes. সুতরাং সঠিক উত্তর (b)।
২৫। Bullock শব্দের অর্থ কী?
(a) মহিষ (b) খচ্চর (c) ময়ূর (d) কৃষ
ব্যাখ্যা: Bullock শব্দের অর্থ কী-বৃষ। সুতরাং সঠিক উত্তর (d)।
২৬। Choose
the Correct Spelling.
(a) Voracous (b)
Voraiciuous (c)
Voracious (d) None.
ব্যাখ্যা: Voracious-অর্থ অত্যন্ত ক্ষুধার্ত বা লোভী, রাক্ষুসে। সুতরাং সঠিক উত্তর (c)।
২৭। The Synonym for 'chasten' is?
a.
pursue (b)
discipline (c)
sanctify (d) stop
ব্যাখ্যাঃ Chasten অর্থ সংশোধনের জন্য শাস্তি দেওয়া। Purse অর্থ মানিব্যাগ। Discipline অর্থ নিয়মানুবর্তিতা; Sanctify অর্থ পবিত্র করা। সুতরাং সঠিক উত্তর (c)।
২৮। The man is afraid of the
dog. এখানে afraid কোন parts of speech?
a.
Ajective (b)
Noun (c) Adverb (d)
verb
ব্যাখ্যা: বাক্যের অর্থ: লোকটি কুকুর দেখে ভয় পায়। সুতরাং সঠিক উত্তর (a)।
২৯। 'Cut and dry'
means------ ?
(a)
Secret (b)
already decided
(c)
brief (d)
humorous
ব্যাখ্যা: Cut and dry অর্থ (মতামতের ক্ষেত্রে) অপরিবর্তনীয় সিদ্ধান্ত। Secret অর্থ গোপন, গোপনীয়। Brief-অর্থ সংক্ষিপ্ত; ক্ষণিক।Humorous- অর্থ রসাত্মক; সরস। সুতরাং সঠিক উত্তর (b)।
৩০ । What kind of noun
'honesty' is?
(a)
Proper (b)
Abstract
(c)
Common (d)
Collective
ব্যাখ্যাঃ Abstract Noun হলো সেই Noun যা কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়। যেমন: Honesty, boyhood, justice, heroism ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (b)।
৩১। What is the correct
translation of 'তুমি কি কখনও রাঙ্গামাটি গিয়েছ'?.
(a) Have
You gone to Rangamati?
(b) Have
You ever gone to Rangamati?
(c) Have
You yet gone to Rangamati?
(d) Have
You still gone to Rangamati?
ব্যাখ্যা: আপনাকে যদি কেউ ইংরেজিতে বলতে চায় যে, 'আপনি কি কখনো সেখানে গিয়েছেন' তাহলে সে বলবে 'Have you ever been to there? Have you ever gone to .......?' এভাবে। সুতরাং সঠিক উত্তর (b)।
৩২। Happiness
consists______self-contentment?
(a)
in (b)
to (c)
on (d) at
ব্যাখ্যা: মূল অথবা একমাত্র উপাদান হিসেবে বিদ্যমান থাকা অর্থ Consists in বসে। যেমন: True happiness consists in contentment. বাক্যের অর্থ: আত্মতৃপ্তির মধ্যেই সুখ নিহিত। সুতরাং সঠিক উত্তর (a)।
৩৩। We should not
depend________others?
(a) in (b) by (c) on (d) with
ব্যাখ্যা: Depend on/upon অর্থ নির্ভর করা; অবলম্বন করা। যেমন: Success depends on hare work. বাক্যের অর্থ: আমাদের অন্যের উপর নির্ভরশীল হওয়া উচিৎ নয়। সুতরাং সঠিক উত্তর (c)।
৩৪। 'Mesurement' is?
(a) verb
(b) adverb (c) noun (d)
adjective
ব্যাখ্যা: Measurable
(adj) অর্থ পরিমেয়।
Measured
(adj) অর্থ পরিমিত; সুবিবেচিত।
Measure (v) অর্থ পরিমাণ করা।সুতরাং সঠিক উত্তর (d)।
৩৫। He has been
ill____________friday last?
(a) from
(b) on (c) in (d) since
ব্যাখ্যা: Present perfect continuous tense এ কোনো কাজ শুরু হয়ে একটি নির্দিষ্ট সময় ধরনের চললে since আর অনির্দিষ্ট সময় ধরে চললে for বসে। বাক্যের অর্থ: সে গত শুক্রবার হতে অসুস্থ। সুতরাং সঠিক উত্তর (d)।
৩৬। I saw him (to go) up the
hill?
(a)
having gone (b) going (c) gone
(d) went
ব্যাখ্যা: কোন simple বাক্যে যদি মূল verb এরপর আবারও (ব্রাকেট) verb আসে তাহলে পরবর্তী verb টির সাথে (i) to + মূল verb বসে; (ii) verb টির সাথে ing যোগ হয়। কিন্তু নিম্নলিখিত verb থাকলে তাদের সাথে ing যুক্ত হয়। Verb গুলো হলো: Admit, avoid, deny, enjoy, feel, like, give up, go on, help, keep, mind, suggest ইত্যাদি। বাক্যের অর্থ: আমি তাকে পাহাড়ের উপরে যেতে দেখলাম। সুতরাং সঠিক উত্তর (b)।
৩৭। কোন বানানটি শুদ্ধ?
(a)
Leutenant (b) Leftenant (c) Lieutenant (d) None
ব্যাখ্যা: Lieutenant- অর্থ ক্যাপ্টেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার। সুতরাং সঠিক উত্তর (c)
৩৮।
'Cold' এবং Antonym কি?
(a) hard
(b) strong (c) swift (d) hot
ব্যাখ্যা: Cold- ঠান্ডা, Hot- গরম সুতরাং সঠিক উত্তর (d)।
৩৯। What is the noun of the
word 'Poor'?
(a)
Poority (b) Poorify (c) Poorness (d)
Poverty
ব্যাখ্যা: Poor হচ্ছে দরিদ্র আর poverty অর্থ হলো দারিদ্র্য। এখন, poorness দ্বারা দারিদ্র্যকে না বুঝিয়ে দীনতা বা দৈন্যকে বুঝায়, তাই এটি poor এর Noun হবে না। সুতরাং সঠিক উত্তর (d)।
৪০। Thief শব্দের plural কোনটি?
a.
Thiefs (b)
Thieves (c)
Thievs (d) Thiefes
ব্যাখ্যা: Thief শব্দের Plural হলো Thieves। সুতরাং সঠিক উত্তর (b)।
৪১। ১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্লাটফরমকে ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত?
ক) ৪০ মিটার খ) ৩০ মিটার গ) ২০ মিটার ঘ) ১০ মিটার
সমাধানঃ
ট্রেনের মোট অতিক্রান্ত দূরত্ব = (১৫০ + ৪৫০) মিটম = ৬০০ মিটার
ট্রেনটি ২০ সেকেন্ডে অতিক্রম করে ৬০০ মিটার
∴ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে (৬০০÷২০) = ৩০ মিটার। সুতরাং সঠিক উত্তর (খ)।
৪২। আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বকে আলমের বয়সের---------?
(ক) ১২৫% (খ) ১১৬% (গ) ৮০% ঘ) ২০%
সমাধানঃ
কমলের বয়স = 'ক' বছর
∴আলমের বয়স = ক এর ৮০% = (ক×৮০১০০) = ৪ক৫
∴কমলের বয়স আলমের বয়সের = ক৪ক৫+১০০% =(ক×৫৪ক×১০০) = ১২৫%
সুতরাং সঠিক উত্তর (ক)।
৪৩। শতকরা বার্ষিক ৩১৮ টাকা হার সুদে কত সময়ে যে কোন আসল সুদ-আসলে তিনগুণ হবে?
(ক) ৬০ বছর (খ) ৬১ বছর (গ) ৬৪ বছর (ঘ) ৬৫ বছর
ব্যাখ্যা: শর্ট টেকনিক: সময় ={(৩-১)× ১০০} ÷ ৩১৮ = (২ × ১০০) ÷২৫৮ = ২০০×৮২৫ = ৬৪।
সুতরাং সঠিক উত্তর (গ)।
৪৪। ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত সমান হবে?
(ক) ২৫ লিটার (খ) ৩০ লিটার (গ) ৪০ লিটার (ঘ) ৪৫ লিটার
ব্যাখ্যা: এসিড পানি = ৭:৩ অনুপাতের যোগফল = (৭+৩) = ১০
মিশ্রণে এসিডের পরিমাণ = (৩০ এর ৭১০) = ২১ লিটার
মিশ্রণে পানির পরিমাণ = (৩০ এর ৩১০) = ৯ লিটার
ধরি, মিশ্রণে পানি মিশাতে হবে 'ক' লিটার
সুতরাং পানির পরিমান (৯+ক) লিটার
শর্তমতে, ২১৯+ক = ৩৭
বা, ২৭+৩ক = ১৪৭
বা, ৩ক = ১৪৭-২৭
বা, ৩ক = ১২০
বা, ক = ৪০। সুতরাং সঠিক উত্তর (গ)।
৪৫। ২৫% মূল্য বৃদ্ধিতে কোন জিনিসের ব্যবহার শতকরা কত বাড়াতে বা কমাতে হবে?
(ক) ২০% (খ) ২৫% (গ) ১০% (ঘ) ১৫%
বাখ্যা: মূল্য যেহেতু বৃদ্ধি পাবে তাই জিনিসের ব্যবহার শতকরা কমাতে (২৫১০০১০০+২৫)% = ২০%
সুতরাং সঠিক উত্তর (ক)।
৪৬। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৪:১ এবং তাদের বয়সের গুণফল ২৫৬। ৪ বছব পর তাদের বয়সের অনুপাত হবে_____________?
(ক) ৩:১ (খ) ৪:১ (গ) ৫:১ (ঘ) ৫:২
ব্যাখ্যা: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৪:১
ধরি, পিতার বয়স ৪ক বছর এবং পুত্রের বয়স 'ক' বছর
প্রশ্নমতে, ৪ক × ক = ২৫৬
বা, ৪ক২ = ২৫৬
বা, ক২ = ৬৪
বা, ক =৬৪
বা, ক = ৮
∴পুত্রের বয়স = ৮ বছর
∴পিতার বয়স = (৪৮) বছর = ৩২ বছর
৪ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে = (৩২+৪) : (৮+৪) = ৩৬: ১২ = ৩ : ১
সুতরাং সঠিক উত্তর (ক)।
৪৭। x + 2y = 8 এবং 2x + y = 7 সমীকরণের সমাধান কোনটি?
(ক) (8,0) (খ) (6, 1) (গ) (3, 3) (ঘ) (2, 3)
বাখ্যাঃ x + 2y =
8...............(i)
2x+y=7...............(ii)
সমীকরন (i) নং কে ২ দ্বারা গুন করে (i) ও (ii) বিয়োগ করি,
2x
+ 4y = 16
2x + y =
7
3y = 9
বা, y = 3
∴x+2×3 = 8
বা, x = 8-6
বা, x = 2
(x, y) = (2, 3) সুতরাং সঠিক উত্তর (ঘ)।
৪৮। এর মান কত?
(ক) ২৩/৯ (খ) ২২/৭ (গ) ২২/৯ (ঘ) ২৩/৭
৪৯। বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল ১ হেক্টর। মাঠের পরিসীমা কত মিটার?
(ক) ২০০ (খ) ২৫০ (গ) ৩০০ (ঘ) ৪০০
ব্যাখ্যা: বর্গাকার মাঠের ক্ষেত্রফল = ১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার
∴বর্গাকার মাঠের প্রতি বাহুর দৈর্ঘ্য =১০০০
∴পরিসীমা = (১০০ × ৪) = ৪০০ সুতরাং সঠিক উত্তর (ঘ)।
৫০। ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি চিনি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
(ক) ৪২ টাকা (খ) ১৪ টাকা (গ) ১০৫ টাকা (ঘ) ১২ টাকা
ব্যাখ্যাঃ ৩৫০ টাকা দরে ৩ কেজি চিনির দাম (৩৫০ × ৩) টাকা = ১০৫০ টাকা
১০০ টাকায় ভ্যাট দিতে হয় ৪ টাকা
∴১ টাকায় ভ্যাট দিতে হয় ৪১০০ টাকা
∴১০৫০ টাকায় ভ্যাট দিতে হয় = ৪১০৫০১০০ = ৪২ টাকা।
সুতরাং সঠিক উত্তর (ক)।
৫১। দুইটি সংখ্যার গুণফল ৫৪ এবং ল. সা. গু ১৮ হলে তাদের গ. সা. গু কত হবে?
(ক) ২ (খ) ৪ (গ) ১ (ঘ) ৩
ব্যাখ্যাঃ গ. সা. গু = দুটি সংখ্যার গুণফল ল. সা. গু = ৫৪ ১৮ = ৩। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
৫২। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩০° হলে অপর কোণ হবে?
(ক) ৯০° (খ) ৪৫° (গ) ৬০° (ঘ) ৩০°
ব্যাখ্যা: ত্রিভুজটি যেহেতু সমকোণী, কাজেই এর একটি কোণ অবশ্যই ৯০°। বাকি দুটি কোণ মিলে ৯০° হয়। কাজেই একটি কোণ যেহেতু ৩০°। তাহলে অপর কোণটি হবে = (৯০-৩০)° = ৬০°।সুতরাং সঠিক উত্তর (গ)।
৫৩। ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণের পরিমাণ কত হবে?
(ক) ৬০° (খ) ৯০° (গ) ১২০° (ঘ) ১৫০°
ব্যাখ্যা: নিচের চিত্রটি লক্ষ করুন:
যেহেতু সম্পূর্ণ ঘড়িটি ৩৬০ ডিগ্রি অবস্থা আছে। তাই প্রতি ৫ মিনিটে ৩০ ডিগ্রি
কোণেভাগ করা যায়।সুতরাং ঘড়িতে যখন ৮টা বস্তুবে তখন ঘণ্টা ও মিনিটের
কাঁটা (৩০ × ৪) = ১২০ ডিগ্রি কোণে অবস্থান করবে। সুতরাং সঠিক উত্তর (গ)।
৫৪। ১+২+৩+৪+ ………. + ৯৯তম কত?
(ক) ৪৭৫০ (খ) ৪৯৫০ (গ) ৪৪৫০ (ঘ) ৪৮৫০
ব্যাখ্যা: ক্রমিক সংখ্যার ধারার সমষ্টি =n(n+1) 2 = ৯৯(৯৯+১) ২ = ৯৯১০০ ২ = ৪৯৫০।সুতরাং সঠিক উত্তর (খ)।
৫৫। ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার সুদ হবে?
(ক) ৪৫০ (খ) ৩৬০ (গ) ৫০০ (ঘ) ৬০০
ব্যাখ্যা: ১২ মাসে = ১ বছর। ∴ ৯ মাসে =(১×৯)/১২ = ৩/৪ বছর।
১০০ টাকায় ১ বছরের সুদ ৬ টাকা
∴১ টাকায় ১ বছরের সুদ ৬১০০ টাকা
∴১০,০০০ টাকায় ৩/৪ বছরের সুদ = ৬১০০০০৩১০০৪ = ৪৫০ টাকা।সুতরাং সঠিক উত্তর (ক)।
৫৬। রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি ত্যাগ করেন কত সালে?
(ক) ১৯১৯ (খ) ১৯১৭ (গ) ১৯১৫ (ঘ) ১৯১৩
ব্যাখ্যা: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি প্রত্যাখ্যান করেন ১৯১৯ সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় ১৩ এপ্রিল, ১৯১৯ সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড জেনারেল ডায়ারের নির্দেশে সংঘটিত হয়। সুতরাং সঠিক উত্তর (ক)।
৫৭। আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠান এর শ্লোগান?
(ক) জাতীয় গ্রন্থ কেন্দ্র (খ) বিশ্ব সাহিত্য কেন্দ্র (গ) বাংলা একাডেমী (ঘ) শিল্প একাডেমী
ব্যাখ্যা: 'আলোকিত মানুষ চাই' শ্লোগানটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা হলেন- অধ্যাপক আবু
সাঈদ চৌধুরী। সুতরাং সঠিক উত্তর (খ)।
৫৮। বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
(ক) ময়নামতি (খ) ঢাকা (গ) পাহাড়পুর (ঘ) সোনারগাঁও
ব্যাখ্যা: বাংলাদেশের লোকশিল্প যাদুঘর সোনারগাঁও এ অবস্থিত। ১৯৯৬ সালের ৬ অক্টোবর লোকশিল্প জাদুঘরের নাম পরিবর্তন করে শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর করা হয়। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
৫৯। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
(ক) মৃত্যুক্ষুধা (খ) আলেয়া (গ) ঝিলিমিলি (ঘ) মধুমালা
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থগুলোর ধরন হল-মৃত্যুক্ষুধা (উপন্যাস), আলেয়া (নাটক), ঝিলিমিলি (নাটক),
মধুমালা (নাটক)। সুতরাং সঠিক উত্তর (ক)।
৬০। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
(ক) ৭ মার্চ ১৯৭৩ (খ) ৭ এপ্রিল ১৯৭৩ (গ) ১৬ ডিসেম্বর ১৯৭২ (ঘ)৭ ডিসেম্বর ১৯৭২
ব্যাখ্যা: বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ, ১৯৭৩ সালে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর, ২০১৮ সালে। সুতরাং সঠিক উত্তর (ক)।
৬১। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ কোনটি?
(ক) ভারত (খ) শ্রীলংকা (গ) মায়ানমার (ঘ) রাশিয়া
ব্যাখ্যা: বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ ভারত। ৬ ডিসেম্বর ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সুতরাং সঠিক উত্তর (ক)।
৬২। নিচের কোন সংস্থাটি ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
(ক) UNDP (খ) UNESCO (গ) UNICEF (ঘ) UNCTAD
ব্যাখ্যা: UNESCO কর্তৃক ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সুতরাং সঠিক উত্তর (খ)।
৬৩। MES-এর পূর্ণরূপ-
(ক) Militiary Engineer
Services
(খ) Military Engineering
Services
(গ) Military
Engineer Services
(ঘ) কোনোটিই নয়
৬৪।বাংলাদেশের বিজয় দিবস কবে?
(ক) ১৬ই ডিসেম্বর (খ) ২৫ শে জুন (গ) ৭ই মার্চ (ঘ) ১৭ই এপ্রিল
ব্যাখ্যা: ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। সুতরাং সঠিক উত্তর (ক)। ৬৫। 'কবর' নাটক কার রচনা?
(ক) জসীমউদ্দিন (খ) জহির রায়হান (গ) মুনীর চৌধুরী (ঘ)শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা: 'কবর' (নাটক): মুনীর চৌধুরী;'কবর' (কবিতা) জসীম উদ্দীন। সুতরাং সঠিক উত্তর (গ)।
৬৬। 'সবার উপরে মানুষ সত্য'-তাহার উপরে নাই-উক্তিটি কার?
(ক) চন্ডীদাস খ) বিদ্যাপতি (গ) বিবেকানন্দ (ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: এটি মধ্যযুগের প্রখ্যাত বৈষ্ণব কবি দ্বিজ চণ্ডীদাসের। অমর উক্তি। শ্রীচৈতন্য দেবের মানবপ্রেম ধর্মের জয়গান করতে গিয়ে কবি এ উক্তি রচনা করেছেন। সুতরাং সঠিক উত্তর (ক)।
৬৭। বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় কত সালে?
(ক) ১৯৫২ (খ) ১৯৫৫ (গ) ১৯৫৯ (ঘ) ১৯৭০
ব্যাখ্যা: বাংলা একাডেমী যেখানে প্রতিষ্ঠিত হয় সেই ভবনের নাম ছিল বর্ধমান হাউস। ৩ ডিসেম্বর ১৯৫৫ বাংলা একাডেমী উদ্বোধন করেন পূর্ব বাংলার সাবেক মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার। সুতরাং সঠিক উত্তর (খ)।
৬৮। ২০২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে?
(ক) চিনে (খ) কুয়েত (গ) কাতারে (ঘ) ফ্রান্সে
ব্যাখ্যা: ২০২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। যা ফিফা ওয়ার্ল্ডকাপ এর ২২তম আসর। সর্বশেষ আসর অনুষ্ঠিত হয় রাশিয়ায়। সুতরাং সঠিক উত্তর (গ)।
৬৯। বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি?
(ক) ১০ জানুয়ারি (খ) ১১ জুলাই (গ) ১৫ আগষ্ট (ঘ) ১১ জুন
ব্যাখ্যা: ২ জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস, ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। সুতরাং সঠিক উত্তর (খ)।
৭০। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নৌ সেক্টর কত নম্বর ছিল?
(ক) ৪ নম্বর (খ) ৭ নম্বর (গ) ১১ নম্বর (ঘ) ১০ নম্বর
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে মোট ১১টি সেক্টরে ভাগ করা হয়। ১০ নম্বর সেক্টরটি ছিল নৌ সেক্টর। যার কোনো নিয়মিত সেট্টর কমান্ডার ছিল না। সুতরাং সঠিক উত্তর (ঘ)।