রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ২০২৩

  • ১০-০৩-২০২৩১০-০৩-২০২৩
  • সার্ভেয়ারসার্ভেয়ার

১। ব্যাসবাক্যসহ সমাস লিখুন।

(ক) আপাদমস্তক

:

পা থেকে মাথা পর্যন্ত (অব্যয়ীভাব সমাস)।

(খ) জনৈক

:

এক যে জন (কর্মধারয় সমাস)

(গ) আশীবিষ

:

আশীতে বিষ যার (বহুব্রীহি সমাস)

(ঘ) চতুষ্পদী

:

চার পায়ের সমাহার (দ্বিগু সমাস)।

২। এককথায় প্রকাশ করুন।

(ক) বেঁচে আছে যা

:

জীবন্ত

(খ) অনুকরণ করার ইচ্ছা

:

অনুচিকীর্ষা

(গ) অর্থহীন উক্তি

:

প্রলাপ

(ঘ) শুভক্ষণে জন্ম যার

:

ক্ষণজন্মা

৩। বিপরীত শব্দগুলো লিখুন: উজান, কনিষ্ঠ, কৃত্রিম, হাল।(মুল শব্দ = বিপরীত শব্দ)

উজান = ভাটি

কনিষ্ঠ = জ্যেষ্ঠ

কৃত্রিম = প্রাকৃতিক

হাল = সাবেক

৪। বাগধারাগুলোর অর্থসহ বাক্য লিখুন।

(ক) হ-য-ব-র-ল

:

(বিশৃঙ্খলা) টেবিলে ববইগুলো হ য ব র ল অবস্থায় পরে আছে।

(খ) সাক্ষী গোপাল

:

(নিষ্ক্রিয় দর্শক) তোমাদের এই পারিবারিক  কলহে আমার সাক্ষী গোপাল হওয়া ছাড়া উপায় নাই।

(গ) রাবণের চিতা

:

(চির অশান্তি) সীতা হলেন অযোনিসম্ভূতা, অর্থাৎ তিনি রাবণের চিতা।

(ঘ) ব্যাঙের সর্দি

:

(অসম্ভব ঘটনা)জেল খাটা আসামিকে দেখাচ্ছ জেলের ভয় - ব্যাঙের আবার সর্দি।

৫। সন্ধিবিচ্ছেদ করুন।

অরুণোদয় = অরুণ+উদয়

প্রত্যহ = প্রতি + অহ

ষষ্ঠ = ষষ্ + থ

মতৈক্য = মত + ঐক্য

৬। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩:৪:৫ হলে, ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?

ত্রিভুজের তিনটি কোনের সমষ্টি ১৮০ ডিগ্রী।

অতএব, ক্ষুদ্রতম কোণের পরিমাণ : (১৮০/১২)×৩ = ১৫ × ৩ = ৪৫ ডিগ্রী

৭। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ, ঘরটির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে এর পরিসীমা কত?

সমাধান: ধরি, আয়তাকার ঘরের প্রন্থ = x মিটার

আয়তাকার ঘরের দৈর্ঘ্য = (x+112) মিটার = (3x2) মিটার ।

শর্তমতে, (x+3x2) = 216

       3x22 = 216

       3x2 = 216 × 2

       x2 = 144

       x = 12

সুতরাং আয়তাকার ঘরের দৈর্ঘ্য = (3×122) মিটার  = 18 মিটার

আয়তাকার ঘরের পরিসীমা = 2×(12+18) = 60 মিটার।

৮। x + 1x = √6 হলে  x3+ 1x3 এর মান কত?

সমাধান: আমরা জানি,

x3+ 1x3 = (x + 1x)3-3.x. 1x.( x + 1x)

= (√6)3 – 3. √6

=3.6 – 3.√6 

= 0 answer.

৯। একজন ফল বিক্রেতার ৫% ফল পচে গেল এবং আরো ৫% ফল পরিবহন এর সময় নষ্ট হল। বাকী ফল শতকরা কত লাভে বিক্রয় করলে তার মোটের উপর ২০% লাভ হবে?

সমাধান : মনে করি, 

মোট ফল= ১০০ টাকা

পঁচে গেলো + নষ্ট হয়ে গেলো = ৫+৫=১০ টাকা

বাকী থাকলো= ১০০টাকা-১০টাকা =৯০টাকা

২০% লাভে মোটের উপর লাভ=১২০টাকা

লাভ করতে হবে= (১২০-৯০) =৩০টাকা

৯০ টাকার ফলে লাভ করতে হবে ৩০ টাকা

১ টাকার ফলে লাভ করতে হবে = ৩০/৯০ টাকাs

১০০ টাকার ফলে লাভ করতে হবে= (৩০×১০০)/৯০=৩৩.৩৩ টাকা

উত্তরঃ ৩৩.৩৩%।

১০। একজন মাঝি স্রোতের অনুকূলে ঘন্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে, তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

সমাধান: আমরা জানি,

গড় গতিবেগ = (মোট দূরত্ব/মোট সময়)

= (৫ + ৫) / (৪)

= ১০/৪ মাইল

উত্তরঃ ২.২৫ মাইল।

১১। Use appropriate articles.                                                    

a) He is …………MBBS.

:

an

b)  I am ………..university student.

:

a

c)   …………..sun rises in the East.

:

The

d)   ………….Ittefaq  is a famous newspaper in Bangladesh.

:

The

১২। Correct the following sentences.

a) He is known by me.

  • "He is known to me."

b) It is raining for two hours.

  • "It has been raining for two hours."

c) I searched for a good doctor before I had met him.

  • "I searched for a good doctor before meeting him."

d) Buriganga is a beautiful river.

  • Buriganga is a beautiful river.

১৩ Correct the following spellings:(Correct spelling)

Comitee = Committee

Milenium = Millennium

Secreteriate = Secretariat

Ocupied = Occupied

১৪। Translate the following sentences into English:

a) আমি তাকে একটি বই উপহার দিয়েছিলাম।

I gifted him a book.

b) মেয়েটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো।

The girl came to me crying.

c) সে একজন সৎ লোক।

He is an honest man.

d) আমরা চার ভাইবোন।

We are four siblings.

১৫। Change the following sentences as directed:

a) He is as good as Karim (Comparative).

  • "He is better than Karim."

b) If you read, you will learn (Simple).

  • "If you read, you learn."

c) Let me do it. (Passive)

  • "Let it be done by me."

d) He said, “I bought a pen yesterday. (Indirect speech)

  • He said that he had bought a pen the day before.

১৬। 

১ × ১০ = ১০

(ক) মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয়?

উত্তরঃ ১০ ডিসেম্বর

(খ) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয় কত সালে?

উত্তরঃ ২০১২ সালের জুন মাসে

(গ) নিচের ধারার শেষ সংখ্যা কত? ৩,৯,২৭, ৮১, …?

উত্তরঃ ২৪৩

(ঘ) বাংলাদেশে জুম চাষ কোথায় হয়?

উত্তরঃ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান

(ঙ) ফুটবলের রাজা ‘পেলে’ কোন দেশের বাসিন্দা?

উত্তরঃ ব্রাজিল

(চ) ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে?

উত্তরঃনিতুন কুণ্ডু

(ছ) ০.০১ ০.১০.৯= ?

উত্তরঃ ০.০০০৯

(জ) ASEAN এর সদস্য রাষ্ট কয়টি?

উত্তরঃ ১০ টি

(ঝ) দেহের কোন অঙ্গটি জন্ডিসে আক্রান্ত হয়?

উত্তরঃ লিভার

(ঞ) ‘The French refers to…….......

উত্তরঃ the French people