সময়ঃ ১ ঘন্টা | পূর্ণমানঃ ৭০ | |||||||||
উত্তর লাল কালারে রাঙানো আছে। | ||||||||||
1.বাংলা ভাষা কোন রীতি সুনির্ধারিত ব্যাকারনের অনুসারী? | ||||||||||
ক) চলতি রীতি | খ) কথ্য রীতি | গ) সাধু রীতি | ঘ) লেখ্য রীতি | |||||||
2. ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ কোনটি? | ||||||||||
ক) সৈকত | খ) অরন্য | গ) স্থাবর | ঘ) সাগর | |||||||
3.“জাঁদরেল” শব্দটি কোন ভাষা থেকে এরসছে? | ||||||||||
ক) ফারসি | খ) তুর্কি | গ) পর্তুগিজ | ঘ) ইংরেজি | |||||||
4. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান? | ||||||||||
ক) কষ্ট | খ) উপনিষৎ | গ) কল্যাণীয়েষু | ঘ) ভূষন | |||||||
5. নিচের কোন বানানটি অশুদ্ধ? | ||||||||||
ক) নিষ্পন্ন | খ) নিষ্পন্দ | গ) নিস্ফল | ঘ) নিস্পৃহ | |||||||
6.“টাকায় সব হয়” এখানে “টাকায়” কোন কারকে কোন বিভক্তি? | ||||||||||
ক) কর্মে দ্বিতীয়া | খ) সম্প্রদানে সপ্তমি | গ) করনে সপ্তমি | ঘ) অপাদানে সপ্তমি | |||||||
7.‘ন্যায়’ শব্দের বিশেষণ কোনটি? | ||||||||||
ক) ন্যায়সংগত | খ) নীতিবাদ | গ) ন্যায্য | ঘ) নৈতিকতা | |||||||
8.“নেয় আঁকড়া” বাগধারাটির সঠিক অর্থ কোনটি? | ||||||||||
ক) দ্বন্দ | খ) সখ্যতা | গ) একগুঁয়ে | ঘ) রগচটা | |||||||
9.‘সূর্য’এর প্রতিশব্দ কোনটি? | ||||||||||
ক) সুম্মাংশু | খ) শশাংক | গ) বিদু | ঘ) আদিত্য | |||||||
10.‘অবীরা’ বলতে কোন নারীকে বোঝায়? | ||||||||||
ক) যে স্বামীর বশীভূত | খ) যার পুত্র হয়নি | গ) যার স্বামী ও পুত্র নেয় | ঘ) যার বিয়ে হয়নি | |||||||
11.‘তস্কর’ এর বিটরীতার্থক শব্দ কোনটি? | ||||||||||
ক) সাধু | খ) লস্কর | গ) নিরীহ | ঘ) নির্লোভ | |||||||
12.প্রবেশ করার ইচ্ছাকে এক কথায় কী বলা হয়? | ||||||||||
ক) বিবিক্ষা | খ) বিবি | গ) বিবাসন | ঘ) বিবর্ধন | |||||||
13.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রচিত 2020 সালে 2রা ফেব্রুয়ারী প্রকাশিত গ্রন্থটির নাম…. | ||||||||||
ক) আমার দেখা নয়াচীন | খ) অসমাপ্ত আত্মজীবনী | গ) কারাগারের রোজনামচা | ঘ) মুক্তিযুদ্ধের ইতিহাস | |||||||
14.SAARC এর 14তম মহাসচিব হিসেবে নিয়োগ লাভ করেন কোন দেশের কূটনীতিক? | ||||||||||
ক) ভারত | খ) পাকিস্তান | গ) শ্রীলংকা | ঘ) বাংলাদেশ | |||||||
15.বাংলাদেশের ক্ষুদ্রতম হাওড় কোনটি? | ||||||||||
ক) পাথর চাওলি | খ) চলনবিল | গ) হাইলি | ঘ) বুরবুক | |||||||
16. গত শনিবার টম স্কুলে ছিল না।এর পূর্বে ওসে আরো চার দিন অনুপস্থিত ছিল ।আজ সোমবার এবং 31শে অক্টোবর ।টম প্রথম কোন দিন এবং কোন তারিখে অনুপস্থিত ছিল? | ||||||||||
ক) সোমবার, 26 অক্টোবর | খ) মঙ্গলবার, 25 অক্টোবর | |||||||||
গ) বুধবার, 26 অক্টোবর | ঘ) বৃহস্পতিবার, 27 অক্টোবর | |||||||||
17.হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী? | ||||||||||
ক) মৃণাল হক | খ) এহসান খান | গ) মইনুল হক | ঘ) ভাস্কর রা | |||||||
18.বাংলাদেশে প্রস্তাবিত ‘এক্সক্লুসিভ ট্যুরিজম জোন’ টি কোন সমুদ্র বন্দরে অবস্থিত? | ||||||||||
ক) ইনানি | খ) সাবরং | গ) লাবনি | ঘ) কূয়াকাটা | |||||||
19.হাজার দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে? | ||||||||||
ক) মালয়েশিয়াকে | খ) আয়ারল্যান্ডকে | গ)ইন্দোনেশিয়াকে | ঘ) ফিনল্যান্ডকে | |||||||
20.ইউক্রেনের রাজধানীর নাম কি? | ||||||||||
ক) Kazan | খ) Kiev | গ) Aden | ঘ) Crimea | |||||||
21.Artificial Intelligence (AI) ধারনাটির জনক কে? | ||||||||||
ক) লিডি ফরেস্ট | খ) চার্লস ব্যাবেজ | গ) জন ম্যাকার্থী | ঘ) জেশি ইকার্ট | |||||||
22.কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ট্যানেলের’ দৈর্ঘ কত? | ||||||||||
ক) 3.28 কি.মি. | খ) 3.32 কি.মি. | গ) 3.80 কি.মি. | ঘ) 3.82 কি.মি | |||||||
23.প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টীকা আবিস্কার করে? | ||||||||||
ক) রাশিয়া | খ) চীন | গ) জার্মানী | ঘ) কোরিয়া | |||||||
24.বিটকয়েন কি? | ||||||||||
ক) লবনের দানা | খ) ইলেক্ট্রনিক মূদ্রা | গ) ভার্চুয়াল গেইম | ঘ) এক ধরনের সফটওয়ার | |||||||
25.পায়রা বন্দরের কার্যক্রম কত সালে শুরু হয়? | ||||||||||
ক) 2012 ইং | খ) 2013 ইং | গ) 2014 ইং | ঘ) 2015 ইং | |||||||
26.বাংলাদেশে মোট সমূদ্র বন্দর কয়টি? | ||||||||||
ক) 5 টি | খ) 4 টি | গ) 3 টি | ঘ) 2 টি | |||||||
27.পায়রা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যানের নাম কি? | ||||||||||
ক) রিয়ার এডমিরাল এম সোহাইল | খ) রিয়ার এডমিরাল গোলাম সাদেক | |||||||||
গ) রিয়ার এডমিরাল এম শাহজাহান | ঘ) রিয়ার এডমিরাল শহিদ আজাদ | |||||||||
28.পৃথিবীর সবচেয়ে বড় সমূদ্র বন্দর কোনটি? | ||||||||||
ক) চট্টগ্রাম | খ) সাংহাই | গ) সিংগাপুর | ঘ) মায়ামি | |||||||
29.বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্টপতি হওয়ার নূন্যতম বয়স কত? | ||||||||||
ক) 18 বছর | খ) 25 বছর | গ) 30 বছর | ঘ) 35 বছর | |||||||
30.জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বেবাংলাদেশের অবস্থান – | ||||||||||
ক) প্রথম | খ) দ্বিতীয় | গ) তৃতীয় | ঘ) চতুর্থ | |||||||
31. 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে? | ||||||||||
ক) ১ টি | খ) ২ টি | গ) ৩ টি | ঘ) ৪ টি | |||||||
32.I agree -------you ------the proposal, Fillin the blanks with option. | ||||||||||
a) with, on | b) with, to | c) with, of | d) of, with | |||||||
33.Which of the following words is an odd to the others? | ||||||||||
a) Joey | b) Filly | c) Vixen | d) Calf | |||||||
34.Which of the following words is a antonym for Ingenious? | ||||||||||
a) Crafty | b) Inane | c) Incompetent | d) Skillful | |||||||
35.Meaning of the idiom ‘have one’s duck in a row’ is------- | ||||||||||
a) well organized | b) being close | c) do everything | d) full count | |||||||
36.Choose the correct spelling. | ||||||||||
a) Nausea | b) spacesuite | c) Mandetory | d) Diseminate | |||||||
37.‘A fair little girl set under a tree’? এই বাক্যটির preposition কোনটি? | ||||||||||
a) fair | b) little girl | c) under | d) tree | |||||||
38.‘Our teacher told us off for being late’. The underline phrase is closest is to | ||||||||||
a) expelled us | b) detained us | c) scolded us | d) punished us | |||||||
39.The new king did not take after his father. The underline phrase is closest to | ||||||||||
a) follow | b) run after | c) contradict | d) resemble | |||||||
40.Translate into English; সে কি এ খবরটি পেয়ে থাকবে? | ||||||||||
a) Would this news get by him? | b) Will he have got this news? | |||||||||
c) Would this news got by him? | d) Will he get this news? | |||||||||
41.What is the feminine gender of this word ‘proprietor’? | ||||||||||
a) proprietrix | b) proprietroree | c) proprietory | d) proprietorship | |||||||
42.যদি A, B এবং C তিনটি সেট হয়, তাহলে Ax (B U C) নিচের কোনটি সমান হবে- | ||||||||||
A) (AxB) U (AxC) | B) (AUB) x (AUC) | (A×B)∩(A×C) | D) None of these | |||||||
43.দুটি সরলরেখা একটি অপরটির উপর উলম্ব অবস্থায় থাকবে, যদি তাদের Slop মানের পার্থক্য হয়..... | ||||||||||
A) -1 | B) 0 | C) 1 | D) None of these | |||||||
44.একটি পাম্প ২ ঘন্টায় একটি ট্যাংকে পানি ভর্তি করতে পারে, ৩ কিছু লিক থাকায় ট্যাঙ্কটি পূরণ করতে ২১৩ ঘন্টা সময় লাগে, তাহলে লিকটি দিয়ে কত সময়ে পুরো ট্যাঙ্কটি খালি হবে। | ||||||||||
ক) ৪*১/৩ | খ) ৭ ঘন্টা | গ) ৮ ঘন্টা | ঘ) ১৪ ঘন্টা | |||||||
সমাধানঃ ছিদ্র ব্যাতিত, ২ ঘন্টায় পূর্ণ করে ট্যাংকের ১ অংশ ১ ঘণ্টায় পূর্ণ করে ট্যাংকের (১/২) অংশ ছিদ্রসহ, (৭/৩) ঘন্টায় পূর্ণ করে ১ অংশ ১ ঘন্টায় পূর্ণ করে (৩/৭) অংশ সুতরাং, ছিদ্রটি ১ ঘন্টায় খালি করে = (১/২)-(৩/৭) = (১/১৪) (১/১৪) অংশ খালি করে ১ ঘন্টায় ১ অংশ খালি করে= ১৪ ঘন্টায় | ||||||||||
45.একটি পন্য বিক্রয় করে পায়কারী বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে ।যদি পন্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পায়কারী বিক্রেতার ক্রয়মূল্য কত? | ||||||||||
a) 253 টাকা | b) 300 টাকা | c) 400 টাকা | d) 480 টাকা | |||||||
সমাধানঃ ধরি, পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য 'x' টাকা প্রশ্নমতে, x এর ১২০% এর ১২০% = ৫৭৬ => x × (১২০/১০০) × (১২০/১০০) = ৫৭৬ => ১.৪৪x = ৫৭৬ => x = (৫৭৬/১.৪৪) => x = ৪০০ টাকা | ||||||||||
46.একজন ব্যক্তি ব্যাংকে ৪০০০টাকা রেখে ৪বৎসর পর দেখলো মুনাফাসহ ব্যাংকে ৫২৮০ টাকা আছে। আর কতবছর পর যে তার একাউন্টে ৮,৮০০ টাকা দেখতে পারে? | ||||||||||
ক) ৮ বছর | খ) ১০ বছর | গ) ১২ বছর | ঘ) ১৩ বছর | |||||||
সমাধানঃ ৪ বছরের সুদ = ৫২৮০ - ৪০০০ = ১২৮০ টাকা অ্যাকাউন্টে ৮৮০০ টাকা জমা হলে, সুদ = ৮৮০০ - ৪০০০ = ৪৮০০ টাকা এখন, ১২৮০ টাকা সুদ হয় ৪ বছরে সুতরাং, ৪৮০০ টাকা সুদ হবে = (৪ × ৪৮০০) ÷ ১২৮০ বছরে = ১৫ বছরে। | ||||||||||
48. 60 লিটার মিশ্রনে সিরাপ ও পানির অনুপাত 7:3। ঐ মিশ্রনে অতিরিক্ত কি পরিমান পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত 3:7 হবে। | ||||||||||
a) ৮০ লিটার | b) ৭০ লিটার | c) ৬০ লিটার | d) ৫০ লিটার | |||||||
সমাধানঃ মিশ্রণের পার্থক্য যদি একই হয়, তবে সমাধান হবে - = (মোট মিশ্রণ × অনুপাতের পার্থক্য) ÷ মিশ্রণের ছোট অনুপাত = (৬০ × ৪) ÷ ৩ = ২০ × ৪ = ৮০ লিটার | ||||||||||
49.একজন দোকানদার 712% লোকসানে একটি দ্রব্য বিক্রয় করে। যদি দ্রব্যটি ক্রয়মূল্য 10% কম হত এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হত, তবে তার 20% লাভ হত, দ্রব্যটির ক্রয় মূল্য কত? | ||||||||||
a) ১৮০ টাকা | b) ২০০ টাকা | c) ২২০ টাকা | d) ৩১০ টাকা | |||||||
সমাধানঃ ধরি, ক্রয়মূল্য ১০০ টাকা। তাহলে ৭.৫% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯২.৫ টাকা। ক্রয়মূল্য ১০% কম হলে ক্রয়মূল্য হত ৯০টাকা, এবং নতুন বিক্রয়মূল্য হতো ৯০ + ২০% বা ১৮ টাকা লাভ অর্থাৎ ৯০ + ১৮ = ১০৮। প্রথম ও দ্বিতীয় বিক্রয়মূল্যের পার্থক্য ১০৮ - ৯২.৫ = ১৫.৫ এখন এই ১৫.৫% এর মান ৩১ টাকা ( কারণ দুই বিক্রয়মূল্যের পার্থক্য হলো ৩১ টাকা এবং ১৫.৫%) ১৫.৫% = ৩১ হলে ১% = ২ এবং ১০০% (ক্রয়মূল্য ) = ২০০ টাকা। উত্তর: ২০০ টাকা। | ||||||||||
50.অফিসে দেরিতে আসার কারণে একজন কর্মচারীর বেতন ১০% কমানো হলো এবং পরবর্তীতে ক্ষমা চাওয়ার কারণে আবার ১০% বাড়ানো হলো। এতে তার শতকরা কত ক্ষতি হলো। | ||||||||||
a) ০% | b) ১% | c) ১/২% | d) ৯% | |||||||
সমাধানঃ এসব ক্ষেত্রে সূত্র হলো = x + y + (xy÷100) = -10 + 10 + {(-10×10) ÷100} = - 1 অর্থাৎ, ১ % ক্ষতি। | ||||||||||
51.কোনটি সিউয়েজ নিষ্কাশন ব্যবস্থা নয়? | ||||||||||
ক) যুক্ত পদ্ধতি | খ) আংশিক যুক্ত পদ্ধতি | গ) স্বতন্ত্র পদ্ধতি | ঘ) আংশিক স্বতন্ত্র পদ্ধতি | |||||||
52.পাইপের কতটুকু অংশ জুড়ে হেডরুম থাকে? | ||||||||||
ক) ১২ | খ) ১৩ | গ) ১৪ | ঘ) ১৫ | |||||||
53.দৈনিক মাথাপিছু গড় বাস্তুজ সিউয়েজের পরিমান কত ধরা হয়? | ||||||||||
ক) ৮০-১২৫ | খ) ৯০-১৩৫ | গ) ১০০-১৪৫ | ঘ) ১১০-১৫৫ | |||||||
54.ভাইব্রেটর কোনটি? | ||||||||||
ক) টিলটিং মিক্সারমেশিন | খ) হ্যান্ড কম্পাকশন | গ) সারফেস টেবিল | ঘ) ভাইব্রেটর টেবিল | |||||||
55.একটি হাইড্রোলিক প্রেসের সরন্জামের ব্যাস 40cm ও লিভারেজ 1:10 যদি 600kg উত্তোলন করতে 0.5kg বল প্রয়োগ করতে হয় তবে গ্লান্ডারের ব্যাস কত হবে? | ||||||||||
ক) 1.65 cm | খ) 2.65 cm | গ) 3.65 cm | ঘ) 4.65 cm | |||||||
56.পানির মুক্ততল হতে কত নিচে চাপের তীব্রতা বায়ু মন্ডলে; চাপের দ্বিগুন হবে?(বায়ুর চাপ 1.01kg/cm) | ||||||||||
ক) 20.20 m | খ) 21.20 m | গ) 22.20 m | ঘ) 23.20 m | |||||||
সমাধানঃ আমরা জানি, h= 105/(1000*9.8)= 10.20 m অপশনে সঠিক উত্তর দেওয়া নাই। | ||||||||||
57.একটি ব্যারোমিটারে পাঠ 76cm পারদ দ্বন্ড পাওয়া গেলো। ঐ দ্বন্ড kg/cm এককে কত? | ||||||||||
ক) 1.033kg/cm | খ) 2.033kg/cm | গ) 3.033kg/cm | ঘ) 4.033kg/cm | |||||||
76 cm (mercury) = 1.033 kg/cm2 | ||||||||||
58.কোনটি কৃত্রিম সেচ নয়? | ||||||||||
ক) ভূপৃষ্ট সেচ | খ) ফারো সেচ | গ) ড্রিপ সেচ | ঘ) ছিটানো সেচ | |||||||
59.কোনটি দ্বারা গড় সমুদ্রতল বোঝানো হয়? | ||||||||||
ক) H.FL | খ) HSL | গ) CFL | ঘ) M.S.L | |||||||
60.পাহাড়ের ঝুলন্ত অংশে কম RL এর কন্টুর রেখা মানচিত্রের কোন দিকে গমন করে? | ||||||||||
ক) বাইরের দিকে | খ) লম্বালম্বি দিকে | গ) আড়াআড়ি মিকে | ঘ) ভেতরের দিকে | |||||||
61.ডিজিটাল থিওডোলাইটের অস্থায়ী সমন্বয়ের প্রধান ধাপ নয় কোনটি? | ||||||||||
ক) জরিপ | খ) সেন্টারিং | গ) ফোকাসিং | ঘ) লেভেলিং | |||||||
62.কোন রেখার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ যথাক্রমে L ও D হলে হ্রাসকৃত বিয়ারিং কত হবে? | ||||||||||
ক) O = tan-1 LD | খ) O = cos-1 LD | গ) O = tan-1 DL | ঘ) O = cos LD | |||||||
63.রিলিফ উপস্থাপনে কোনটি ব্যবহৃত হয় না? | ||||||||||
ক) হ্যাচার্স | খ) টেন্টারিং | গ) ট্রেনটিং | ঘ) কটুর লাইন | |||||||
64.সমুদ্র সমতল হতে ৫৫০ নি উচ্চতায় একটি ভূমির উপর বেসলাইনের দৈর্ঘ্য মাপা হলো ৭২০ মিটার। যদি পৃথিনীর গড় ব্যাসার্ধ ৬৩৭২ কিমি হয় তবে সমুদ্র সমতলে বেসলাইনের দৈর্ঘ্য কত হবে? | ||||||||||
ক) 519.93785m | খ) 919.94765m | গ) 419.93785m | ঘ) 719.93785m | |||||||
65.লোনাক্রান্ত ভূমি উদ্ধারের জন্য (Reclamation of salt affected land) সাধারনত কোন পদ্ধতিটি ব্যবহার হয়না? | ||||||||||
ক) লিচিং | খ) সালটিং | গ) উচিং | ঘ) উন্নতমানের কর্ষনের মাধ্যমে। | |||||||
66.সুদীর্ঘ সময়ে ২০০০ হেক্টর ক্ষেত্রফল বিশিষ্ঠ ক্যাচমেন্ট এলাকার খাল ক্ষরনের তথ্যাদি হতে প্রাপ্ত গড় ক্ষরনের পরিমাণ ১ মিটার3/ সে: পাওয়া গেল। যদি উক্ত ক্যাচমেন্ট এলাকার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ২০০ সে:মি. হয় তবে গড় বার্ষিক রান অফের পরিমান কত? | ||||||||||
ক) ১৫৭.৬৮ সে.মি | খ) ১৫৭.৬৮মি. | গ) ১৫৭.৬৮সে.মি | ঘ) ১৫৭.৬৮ কি.গ্রা/মিউ। | |||||||
67.মৃত্তিকার স্পর্শকাতরতা (Sensitivity) একটি গুরুত্বপূর্ন বিষয়, একে সাধারনত S দারা প্রকাশ করা হয়। অতিরিক্ত স্পর্শকাতরতা মৃত্তিকার S মান কোনটি? | ||||||||||
ক) 6.00 হতে 12.00 | খ) 10.00 হতে 18.00 | গ) 16.00 হতে 20.00 | ঘ) 8.00 হতে 16.00 | |||||||
68.দিল্লী ও চট্টগ্রামের দ্রাঘিমা যথাক্রমে 80°00 E & 90°30 E চট্টগ্রামে যখন মধ্যাহ্ন, তখন দিল্লীর সময় কত? | ||||||||||
ক) ১১ ঘ. ০ মি | খ) ১১ ঘ. ০১ মি | গ) ১০ ঘ. ১৮ মি | ঘ) ১১ ঘ. ১৮ মি | |||||||
69.হাইড্রোলিক ড্রেজ অপারেশনে প্রাথমিকভাবে পদার্থবিদ্যার কোন নীতিটি ব্যবহার হয়? | ||||||||||
ক) আরকিমিডের নীতি | খ) বার্নলির নীতি | গ) নিউটনের দ্বিতীয় নীতি | ঘ) প্যাস্কেলের নীতি | |||||||
70.একটি উচ্চ চাপের ব্যবহার করে সমূদ্রতল বা মন্ডলে একটি পানির আধোবাহিনী বা গ্রুভ তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়? | ||||||||||
ক) ওয়াটার ইনজেকশন ড্রেজিং | খ) সাকশন ড্রেজিং | |||||||||
গ) আন্ডার ওয়াটার ব্ল্যাস্টিং | ঘ) ওয়াটার জেটিং | |||||||||
71.‘ক’ বিন্দুর উপাত্ত তলের 2.50 মিটার নিচে অবস্থিত। ‘খ’ বিন্দুর উপাত্ত তলের 3.50 মিটার উপরে অবস্থিত। ’ক’ বিন্দু থেকে ’খ’ বিন্দুর আপেক্ষিক এলিভেশন কত? | ||||||||||
ক) (+) 3.00 m | খ) (-) 3.00 m | গ) (+) 6.00 m | ঘ) (-) 6.00 m | |||||||
72.বৃহৎ ত্রিভূজায়ন জরিপের মাধ্যমে কোন ধরনের বেজ মার্ক স্থাপন করা হয়? | ||||||||||
ক) স্থায়ী | খ) জি. টি. এস | গ) অস্থায়ী | ঘ) ধার্যকৃত | |||||||
73.সার্ভেয়িং এর বেঞ্চমার্কে R.L বলতে কী বুঝায়? | ||||||||||
ক) Reduced Level | খ) Reduction Level | গ) Regular Level | ঘ) Regulatory Level | |||||||
74.ইনভার স্টাফের ক্ষুদ্রতম পরিমান কত? | ||||||||||
ক) 1mm | খ) 2mm | গ) 3mm | ঘ) 4mm | |||||||
75. 170 মিটার দুরবর্তী দুটি ক ও খ এর স্টাফ পাঠ যথাক্রমে 0.75 মি. 1.85 মি.খ বিন্দুর R.L = 25 মি. হলে ‘ক’ বিন্দুর R.L কত? | ||||||||||
ক) 25.10 | খ) 26.10 | গ) 27.10 | ঘ) 28.10 | |||||||
76.কোনটি পরোক্ষ লেভেলিং নয়- | ||||||||||
ক) ব্যায়োমেট্রিক | খ) হিপসোমিতি | গ) প্রস্থছেদ | ঘ) ত্রিকোনমিতি | |||||||
77.প্রিসাইজ লেভেলিংয়ে অনুমোদিত মিলন প্রাপ্তির পরিমান কত? | ||||||||||
ক) +1kmm | খ) +2kmm | গ) +3kmm | ঘ) +4kmm | |||||||
78.সড়কের কেন্দ্রীয় রেখার কতদুর পরপর আড়াআড়ি প্রোফাইল দেখানো হয়? | ||||||||||
ক) ৩০ মিটার | খ) ৪০ মিটার | গ) ৫০ মিটার | ঘ) ৬০ মিটার | |||||||
79.কলিমেশন রেখার নিচের স্টেশনের জন্য আলোর প্রতিসরনে শুদ্ধির পরিমান কত? | ||||||||||
ক) -0.01121d2 | খ) +0.01121d2 | গ) 0.01121d2 | ঘ) 0.01221d2 | |||||||
80.কন্টুর জরিপের প্রত্যক্ষ পদ্ধতি কোনটি? | ||||||||||
ক) প্রস্থচ্ছেদ পদ্ধতি | খ) টেকোমেট্রিক বিকিরন পদ্ধতি | গ) বিকিরন রেখা পদ্ধতি | ঘ) গ্রিজ পদ্ধতি |
পায়রা বন্দর কর্তৃপক্ষ-2023
- 20-05-2023
- সার্ভেয়ার
Recent Posts
-
1 . বাংলাদেশ চা বোর্ড (২০১৮)
২৩-১১-২০১৮
-
2 . বাংলাদশে কৃষি উন্নয়ন কর্পোরেশন (২০২২)
২৬-০৮-২০২২
-
3 . বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (২০২১)
১৬-১০-২০২১
-
5 . খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (২০২১)
২৭-০৩-২০২১
-
6 . বাংলাদেশ চা বোর্ড (২০১৯)
২৬-০১-২০১৯
-
7 . বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
২৫-১১-২০২২
-
8 . ভুমি মন্ত্রনালয়
০২-০৬-২০২৩
-
10 . সড়ক ও জনপথ অধিদপ্তর
১২ ১১ ২০২১
-
11 . গণপূর্ত অধিদপ্তর ২০২৩
২৩-১২-২০২৩
-
12 . রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ২০২৩
১০-০৩-২০২৩
-
13 . বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০২৩
২৩-০৯-২০২৩
-
14 . পায়রা বন্দর কর্তৃপক্ষ-2023
20-05-2023
-
15 . বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-2024
05-03-2024
-
16 . রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) - 2024
09-03-2024
-
18 . ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর-2024
16-03-2024
-
19 . দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
03-06-2022