বাংলা | |||||||||||||||||
১। সন্ধি বিচ্ছেদ করুন: বিদ্যালয়, সংবাদ, পরিষ্কার, প্রত্যেক, ইত্যাদি | ৫ | ||||||||||||||||
বিদ্যালয় = বিদ্যা + আলয় | |||||||||||||||||
সংবাদ = সম্ + বাদ | |||||||||||||||||
পরিষ্কার = পরি+ কার | |||||||||||||||||
প্রত্যেক = প্রতি + এক | |||||||||||||||||
ইত্যাদি = ইতি + আদি | |||||||||||||||||
২। বাগধারা লিখুন: ব্যঙের সর্দি, আলালের ঘরের দুলাল, চোখের বালি, অর্ধচন্দ্র, আঠারো মাসে বছর | ৫ | ||||||||||||||||
ব্যঙের সর্দি | : | অসম্ভব ঘটনা | |||||||||||||||
আলালের ঘরের দুলাল | : | অতি আদরের নষ্ট পুত্র | |||||||||||||||
চোখের বালি | : | শত্রু | |||||||||||||||
অর্ধচন্দ্র | : | গলাধাক্কা | |||||||||||||||
আঠারো মাসে বছর | : | দীর্ঘসূত্রতা | |||||||||||||||
৩। বাক্য সংকোচন করুন / এক কথায় প্রকাশ করুনঃ | ৫ | ||||||||||||||||
অনেকের মধ্যে এক | : | অন্যতম | |||||||||||||||
পা থেকে মাথা পর্যন্ত | : | আপাদমস্তক | |||||||||||||||
উপকারীর অপকার করে যে | : | কৃতঘ্ন | |||||||||||||||
যা বলা হয় নি | : | অনুক্ত | |||||||||||||||
যা খুব শীতল বা উষ্ণ নয় | : | নাতিশীতোষ্ণ | |||||||||||||||
৪। অনুচ্ছেদ লিখুন- কোভিড- ১৯ মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা | ৫ | ||||||||||||||||
করোনা ভাইরাসের শব্দটি ল্যাটিন শব্দ। করোনা থেকে উদ্ভূত, যার। অর্থ ক্রাউন বা মুকুট। এই ভাইরাসের দেহ গঠনে অগণিত মুকুটসদৃশের উপস্থিতি এর নামের যথার্থতা বহন করে। জুন আলমেইডা ও ডেভিড টাইরেল নামে দুজন বিশেষজ্ঞ ১৯৬০ সালের দিকে এ অধ্যায়ন করেন। অন্যান্য ভাইরাস জ্বরের মতোই কোভিড-১৯ এর শুরুর দিকে লক্ষনগুলো হলো জ্বর, ক্লান্তিভাব, শুষ্ক কাশি। এ ছাড়া শরীর ব্যাথা, নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা, পাতলা পায়খানাও থাকতে পারে। সময়ের সঙ্গে কিছু মানুষের ক্ষেত্রে তীব্রতা বাড়ে এবং মৃদু থেকে তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। বাংলাদেশ কারোনা মহামারি মোকাবিলায় সরকার প্রধান বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া, দেশের বিভিন্ন স্থান লকডাউন করা, সরকারি ছুটি ঘোষনা, পরীক্ষার আওতা বৃদ্ধি এসব পদক্ষেপ ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ভূমিকা রেখেছে। কোভিড- ১৯ চিকিৎসায় চিকিৎসকদের প্রশিক্ষণ চলছে। ৬৪ জেলা পর্যায়ের এবং ১০০টি উপজেলার কর্মীদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া ইপিআইয়ের মাঠকর্মীদের নমুনা সংগ্রহের কাজে লাগানো হয়েছে। সন্দেহভাজন রোগীদের খুঁজে বের করার দায়িত্ব পালন করেছে আইইডিসিআর। এই চিকিৎসার জন্য সরকার রাজধানীতে আটটি হাসপাতাল নির্দিষ্ট করেছে। নির্দিষ্ট এসব হাসপাতাল ছাড়াও সারা দেশের জেলা ও উপজেলার পর্যায়ের সরকারি হাসপাতালে কিছু সংখ্যক শয্যা পৃথক করেছে। জেলা শহরের সদর হাসপাতালগুলোতে এ কাজে ব্যবহার করা হয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী কোয়ারেন্টিন করা হয়েছে। সরকারের সব মন্ত্রণালয় করোনাভাইরাস মোকাবিলার কাজে যুক্ত হয়েছে। সশস্ত্র বাহিনী এ কাজে সহায়তা করেছে। সরকারের বিশেষ উদ্যেগে করোনা ভ্যাকসিন দেশে আনা হয়েছে। প্রথম পর্যায়ে প্রাপ্ত বয়স্কদের করোনা টিকা প্রদান করা হয়। এরপর ধীরে ধীরে যারা ১৮ বছরের উর্দ্ধে শিক্ষার্থী এবং নানা পেশায় আছেন, তারাও করোনার টিকা পান। করোনার টিকা শিক্ষার্থীদের মধ্যে দেয়ার ফলে তাদের সংক্রমিতের হার কমেছে। করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ পুরো বিশ্বে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইটও) প্রধান ড. টেন্ড্রস আধানম গেব্রিয়াসুস। ভয়ের পরিবর্তে মানুষ যদি সচেতন থাকে, তাহলে করোনাভাইরাস প্রতিরোধ করা কঠিন কিছু নয়, বাংলাদেশ তা প্রমাণ করে দিয়েছে। | |||||||||||||||||
ইংরেজি | ৫ | ||||||||||||||||
১। Translate into English. | |||||||||||||||||
ক. ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। | : | The patient had died before the doctor had came. | |||||||||||||||
খ. ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত | : | Dhaka is situated on the bank of Buriganga. | |||||||||||||||
গ. আমাকে জানতে দাও সে কোথায়? | : | Let me know that where is he? | |||||||||||||||
ঘ.বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। | : | Bangladesh is a developing country. | |||||||||||||||
ঙ. তিন দিন যাবৎ বৃষ্টি পড়ছে। | : | It has been raining for three days | |||||||||||||||
২। Fill in the blanks. | ৫ | ||||||||||||||||
a. The baby lives ---- milk only. | : | on | |||||||||||||||
b. He sits ---- me. | : | beside | |||||||||||||||
c. The man is ---- time. | : | on | |||||||||||||||
d. He came ---- the house. | : | to | |||||||||||||||
e. Death is preferable ---- dishonor. | : | to | |||||||||||||||
৩। Write meanings of the follocing. | ৫ | ||||||||||||||||
a. In the long run - They will win out in the long run. | |||||||||||||||||
b. Heart and soul - He was heart and soul against the new rules. | |||||||||||||||||
c. In time - True love shows itself in time of need. | |||||||||||||||||
d. Well of - He is quite well off. | |||||||||||||||||
e. Bag and Baggage - They threw him out of the house bag and baggage. | |||||||||||||||||
৪। Write a paragraph on Traffic Jam. | ৫ | ||||||||||||||||
A traffic jam is a situation that occurs when there is a large number of vehicles on the road, and the movement of the vehicles slows down or comes to a standstill. It can happen due to various reasons, such as accidents, roadwork, rush hour, or weather conditions. Traffic jams can cause inconvenience, stress, and wastage of time for drivers and passengers. They also lead to increased fuel consumption and air pollution, making them a significant problem for society. One of the primary causes of traffic jams is congestion, which occurs when the number of vehicles on the road exceeds its capacity. This leads to a bottleneck, where the flow of traffic slows down or stops. Traffic jams can also be caused by accidents, where vehicles are stalled on the road, causing a chain reaction that leads to further delays. Roadwork and construction can also cause traffic jams, as lanes may be closed, and the flow of traffic redirected. The effects of traffic jams can be significant. They can cause stress and frustration for drivers and passengers, leading to road rage and accidents. They also result in a loss of productivity and economic opportunities, as people are stuck in traffic instead of being productive. Furthermore, traffic jams increase fuel consumption, leading to higher costs for drivers and increased carbon emissions. To reduce traffic jams, governments and city planners need to implement effective transportation policies and infrastructure. This can include investing in public transportation, carpooling initiatives, and bike lanes. Roadwork and construction should be planned and executed in a way that minimizes disruption to traffic flow. In addition, technology such as smart traffic management systems can help to manage traffic flow and reduce congestion. In conclusion, traffic jams are a significant problem for society, leading to inconvenience, stress, and economic losses. It is essential to take proactive measures to reduce traffic congestion and improve transportation infrastructure to ensure efficient and safe mobility for everyone. | |||||||||||||||||
গণিত | |||||||||||||||||
১। একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা লাভ হবে? | ৫ | ||||||||||||||||
দোকানদার ১ হালি ২৫ টাকায় বিক্রি করে তাহলে, ২ হালি বিক্রি করে ৫০ টাকা ডিমে লাভ = ৫৬ - ৫০ = ৬ টাকা ৫০ টাকায় লাভ হয় ৬ টাকা ১ টাকায় লাভ হয় ৬/৫০ টাকা ১০০ টাকায় লাভ হয় = ( ৬ × ১০০) / ৫০ টাকা = ১২ টাকা বা ১২ % | |||||||||||||||||
২। উৎপাদকে বিশ্লেষণ করুণ 8a3+27b3 | ৫ | ||||||||||||||||
দেওয়া আছে, 8a3+27b3 = (2a)3 + (3b)3 = (2a + 3b) {(2a)2 −2a × 3b + (3b) 2} = (2a + 3b) (4a2 −6ab + 9b2) | |||||||||||||||||
৩। a-b = 1এবং ab = 2 হলে a2+b2 এর মান নির্ণয় করুন। | ৫ | ||||||||||||||||
a2 + b2 = (a - b)2 + 2ab = (12 + 22) + 2×2 = (1 + 4) + 4= 5+4 = 9 answer. | |||||||||||||||||
সাধারণ জ্ঞান | |||||||||||||||||
১। পূর্ণরুপ লিখুনঃ a) SDG b) FAO c) UNESCO d) OIC e) RAM | |||||||||||||||||
a) SDG = Sustainable Development Goal. | |||||||||||||||||
b) FAO = Food and Agriculture Organization. | |||||||||||||||||
c) UNESCO = United Nations Educational, Scientific and Cultural Organization. | |||||||||||||||||
d) OIC = Organisation of Islamic Cooperation. | |||||||||||||||||
e) RAM = Random-access memory. | |||||||||||||||||
২। উত্তর দিনঃ | |||||||||||||||||
ক) গণচীনের প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ মাও সেতুং | |||||||||||||||||
(খ) অসমাপ্ত আত্মজীবনী বইটি কার সম্পর্কে লেখা? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান | |||||||||||||||||
(গ) একজন খেতাব প্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধার নাম লিখুন। উত্তরঃ ক্যাপ্টেন ডা. সিতারা বেগম | |||||||||||||||||
ঘ) ভাটিয়ালি কোন অঞ্চলের সঙ্গীত? উত্তরঃ ময়মনসিংহ | |||||||||||||||||
ঙ) বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী কবে? উত্তরঃ ১৭ই মার্চ ২০২০ | |||||||||||||||||
চ) বাংলাদেশের পতাকা কত তারিখে প্রথম উত্তোলন করা হয়? উত্তরঃ ২ মার্চ ১৯৭১ | |||||||||||||||||
ছ) মালয়েশিয়ার মুদ্রার নাম কি? উত্তরঃ রিংগিট | |||||||||||||||||
জ) রণ সংগীতের বচনিতা কে? উত্তরঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম | |||||||||||||||||
ঝা) বাংলাদেশের প্রথম স্পীকারের নাম কি? উত্তরঃ শাহ আব্দুল হামিদ (জন্ম: ১৯০০ - মৃত্যু: ১ মে ১৯৭২) | |||||||||||||||||
ঞ) বঙঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? উত্তরঃ ১০ জানুয়ারি |
গণপূর্ত অধিদপ্তর ২০২৩
- ২৩-১২-২০২৩
- জরিপকারী
Recent Posts
-
1 . বাংলাদেশ চা বোর্ড (২০১৮)
২৩-১১-২০১৮
-
2 . বাংলাদশে কৃষি উন্নয়ন কর্পোরেশন (২০২২)
২৬-০৮-২০২২
-
3 . বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (২০২১)
১৬-১০-২০২১
-
5 . খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (২০২১)
২৭-০৩-২০২১
-
6 . বাংলাদেশ চা বোর্ড (২০১৯)
২৬-০১-২০১৯
-
7 . বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
২৫-১১-২০২২
-
8 . ভুমি মন্ত্রনালয়
০২-০৬-২০২৩
-
10 . সড়ক ও জনপথ অধিদপ্তর
১২ ১১ ২০২১
-
11 . গণপূর্ত অধিদপ্তর ২০২৩
২৩-১২-২০২৩
-
12 . রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ২০২৩
১০-০৩-২০২৩
-
13 . বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০২৩
২৩-০৯-২০২৩
-
14 . পায়রা বন্দর কর্তৃপক্ষ-2023
20-05-2023
-
15 . বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-2024
05-03-2024
-
16 . রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) - 2024
09-03-2024
-
18 . ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর-2024
16-03-2024
-
19 . দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
03-06-2022