বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড_(সার্ভেয়ার প্রকৌশল)-2024

  • 07-05-202407-05-2024
  • সার্ভেয়ার (প্রকৌশল)সার্ভেয়ার (প্রকৌশল)

সময়ঃ ৯০ মিনিট; পূর্ণমানঃ ৭০

১। নিচের শব্দগুলির বানান শুদ্ধ করুন:

প্রদত্ত শব্দ

শুদ্ধ বানান

বিদ্যান

বিদ্বান

সুচী

সূচি

মনিষী

মনীষী


২। এক কথায় প্রকাশ করুন:

প্রদত্ত বাক্য

এক কথায় প্রকাশ

রাত্রির প্রথম ভাগ

পূর্বরাত্র

শুভক্ষনে জন্ম যার

ক্ষণজন্মা

যা স্থায়ী নয়

অস্থায়ী

[নোট: রাত্রির শেষ ভাগ – পররাত্র & রাত্রির মধ্য ভাগ - মহানিশা]

[যা চিরস্থায়ী নয় - নশ্বর]


৩। সন্ধি বিচ্ছেদ করুন:

প্রদত্ত শব্দ

সন্ধি বিচ্ছেদ

শুভেচ্ছা

শুভ + ইচ্ছা

বিদ্যালয়

বিদ্যা + আলয়

ইত্যাদি

ইতি + আদি

পরীক্ষা

পরি + ঈক্ষা


৪। Translate into English:

(i) সে ভাত খায়।

** He eats rice.

(ii) আমি স্কুলে যাবো।

** I will go to school

(iii) বৃষ্টি হচ্ছে।

** It's raining

(iv) আমি আমার মাকে ভালবাসি।

** I love my mother

(v) সে গতকাল বাড়ি এসেছে।

** He came home yesterday.


৫। Fill in the gaps with appropriate article:

(i) _____cow is a useful animal.

(ii) ____school is very near my home.

(iii) This is easy_______task.

(iv) She is_____unknown women here.

(v) He is________European.


i. The

ii. The

iii. a

iv. an

v. a


৬. নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন:

(i) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম গোপালগঞ্জের কোন উপজেলায়?

উত্তরঃ টুঙ্গীপাড়া।

(ii) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ?

উত্তরঃ ২১শে ফেব্রুয়ারি।

(iii) মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত (পূর্বনাম বৈদ্যনাথতলা)।

(iv) বঙ্গবন্ধু সেতু কোন নদীর উপর নির্মিত?

উত্তরঃ যমুনা নদীর উপরে।

(v) মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কী?

উত্তরঃ ডলার। 

(vi) রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

উত্তরঃ ভ্লাদিমির পুতিন।

(vii) WAPDA এর পূর্ণরূপ লিখুন।

উত্তরঃ Water and Power Development Authority.

(viii) কোন দেশ বাংলাদেশকে ১ম স্বীকৃতি প্রদান করে?

উত্তরঃ ভুটান

(ix) ২০২৪ সালে ICC T20 পুরুষ বিশ্বকাপ ওয়েষ্ট ইন্ডিজ সহ অন্য কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।

(x) পদ্মা ও মেঘনা নদী বাংলাদেশের কোন জেলায় মিলিত হয়েছে?

উত্তরঃ চাঁদপুর জেলায়।


৭. জরিপ বলতে কী বোঝায়? জরিপ কাজের প্রকৃতি অনুযায়ী জরিপকে কী কী ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ  যে প্রক্রিয়া বা কলাকৌশলে কতকগুলো সুনির্দিষ্ট বিন্দু, রেখা বা বস্তুর আপেক্ষিকতায় প্রত্যক্ষ বা পরোক্ষ পরিমাপ গ্রহনের মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দু, রেখা বা বস্তুর অবস্থান দেখিয়ে নকশা তৈরি করা হয় এ প্রক্রিয়াকে জরিপ বলে। 

জরিপ কাজের প্রকৃতি অনুযায়ী জরিপকে তিন ভাগে বিভক্ত করা যায়ঃ-

১. ভূমি জরিপ,

২. সামুদ্রিক জরিপ

৩. জ্যোতিষীয় জরিপ।


৮. ভূমন্ডলীয় জরিপ এবং সমতলীয় জরিপের ৩টি পার্থক্য উল্লেখ করুন।

উত্তরঃ ভূমন্ডলীয় জরিপ এবং সমতলীয় জরিপের ৩টি পার্থক্য নিম্নে দেওয়া হলোঃ-

পার্থক্যের বিষয়

ভূমন্ডলীয় জরিপ

সমতলীয় জরিপ

পৃথিবীর বক্রতা

বিবেচনায় আনা হয়

বিবেচনায় আনা হয় না

জরিপ ক্ষেত্রের পরিমাপ

সুবৃহৎ ক্ষেত্রে প্রযোজ্য

সল্প পরিসরে প্রযোজ্য

জরিপের যন্ত্রপাতি

নিখুত, সুক্ষ ও উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি

স্বাভাবিক যন্ত্রপাতি


৯. টোটাল স্টেশন কী? টোটাল স্টেশন এর ৪টি ব্যবহার উল্লেখ করুন।

উত্তরঃ টোটাল স্টেশন হলো জরিপকার্যে ব্যবহৃত একটি অত্যাধুনিক জরিপ যন্ত্র, যার সাহায্যে ইলেকট্রিক পদ্ধতিতে কোন স্টেশনের যাবতীয় তথ্যাদি অতি সহযেই পরিমাপ করা যায়। টোটাল স্টেশনটি Electromagnetic Distance পরিমাপকরণ যন্ত্রপাতি এবং Electronic Theodolite সমীক্ষার সরঞ্জামগুলির সংমিশ্রণ। এটি অনুভূমিক এবং উল্লম্ব কোণগুলি পরিমাপ করার পাশাপাশি উপকরণের বস্তুর ঢালু, ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দু, রেখা বা বস্তুর অবস্থান দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয়।

ক. একাধিক কোণ পরিমাপ করা হয়।

খ. একাধিক দূরত্বের গড় পরিমাপ করা হয়।

গ. অনুভূমিক দূরত্ব পরিমাপ করা হয়।

ঘ. যে কোনও দুটি পয়েন্টের মধ্যে দূরত্ব পরিমাপ করা হয়।

ঙ. বস্তুর উচ্চতা পরিমাপ করা হয়।

চ. পর্যবেক্ষণ পয়েন্টগুলির তিনটি স্থানাঙ্ক পরিমাপে ব্যবহার করা হয়।


১০. শিকল জরিপের ২টি সুবিধা এবং ২টি অসুবিধা উল্লেখ করুন।

উত্তরঃ নিচে শিকল জরিপের ২টি সুবিধা দেয়া হলোঃ-

ক) সমতল ভূমি জরিপে এ জরিপ খুবই উপযোগী।

খ) দৈর্ঘ্য মাপন, ক্ষেত্রফল নিরূপন, ভূমি বণ্টন ও সীমানা নির্ধারণ খুবই সহজ।


নিচে শিকল জরিপের অসুবিধাগুলো দেয়া হলঃ-

ক) শিকল জরিপ বনজ এলাকা, ঘনবসতি এলাকা, প্রাকৃতিক প্রতিবন্ধকতা সম্পন্ন এলাকার জন্য উপযোগী নয়।

খ) টান, ঝুলন, তাপমাত্রা ইত্যাদি এ জরিপের ক্ষেত্রে বিরূপপ্রভাব ফেলে।


১১. সার্ভে ক্যাড কী? সার্ভে কাজে ব্যবহৃত ২টি সফটওয়্যার এর নাম লিখুন।

উত্তরঃ যে সফটওয়্যারের সাহায্যে সার্ভেয়িং কাজের বিভিন্ন নকশা বা ড্রয়িং তৈরি করা হয়, তাকে সার্ভে ক্যাড বলে।

সার্ভে কাজে ব্যবহৃত ২টি সফটওয়্যার এর নামঃ

ক. Auto CAD

খ. ArcGIS

[Note: GPS, SW_DTM, CIVIL3D etc.]


১২. লেভেলিং কী? লেভেলিং এর ২টি উদ্দেশ্য লিখুন।

উত্তরঃ যে প্রক্রিয়া বা কলাকৌশলের মাধ্যমে ভূ-পৃষ্ঠস্থ বিভিন্ন বস্তু বা বিন্দুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয় তাকে লেভেলিং বলে।

লেভেলিং এর ২টি উদ্দেশ্যঃ 

ক. বিভিন্ন বিন্দু বা বস্তুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা নির্ণয়।

খ. সড়ক, জনপথ, সেচ, খাল ইত্যাদির মাটি কাটা ও ভরাটের পরিমাপ।


১৩. গড় সমুদ্রতল (MSL) ও বেঞ্চ মার্ক (BM) বলতে কী বুঝায়?

উত্তরঃ গড় সমুদ্রতলঃ- গড় সমুদ্রতল একটি ধার্যকৃত তল যার সাপেক্ষে বিভিন্ন বিন্দুর উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয়। আমাদের দেশে কক্সবাজারের সমুদ্রতলকে গড় সমুদ্রতল হিসাবে ধরা হয়। সমুদ্রের ৩০ হতে ৩৫ বছরের জোয়ারের গড় উচ্চতাকে মিন সি লেভেল বা সমুদ্রতল হিসাবে ধরা হয়।

বেঞ্চ মার্কঃ- যে নির্দিষ্ট স্মারক বিন্দুর এলিভেশন বা আরএল জানা আছে, তাকে বেঞ্চমার্ক বলে। এগুলো গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করা হয়।


১৪. দিল্লি ও চট্টগ্রামের দ্রাঘিমা যথাক্রমে ৮০°০০' পূর্ব ও ৯০°৩০' পূর্ব। চট্টগ্রামে যখন মধ্যাহ্ন, তখন দিল্লির সময় কত?

উত্তরঃ ১১ ঘ. ১৮ মি।

সমাধানঃ

চট্টগ্রামের দ্রাঘিমা 

=

৯০°৩০'

দিল্লির দ্রাঘিমা 

=

৮০°০০'

দ্রাঘিমার পার্থক্য

= ১০°৩০'



সময়ের পার্থক্য =

  ১০°৩০'


১৫


=

৪২ মিনিট

দিল্লির সময় = ১২ টা - ৪২ মিনিট


= ১১ ঘন্টা ১৮ মিনিট


১৫. ৩০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট শিকল দ্বারা মেপে একটি রেখার দৈর্ঘ্য পাওয়া গেল ৫৬৬.৮০ মিটার। পরে নিরীক্ষা করে দেখা গেল শিকলটির দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার বেশি ছিল। রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৫৬৭.৫৫৬ মিটার।

সমাধানঃ দেওয়া আছে,



১৬. ৫০ মিটার দীর্ঘ এবং ৪০ মিটার প্রস্থের একটি মাঠের মাঝ বরাবর দুটি আড়াআড়ি রাস্তা চলে গেছে। প্রতিটি রাস্তা ১.৫ মিটার প্রস্থের হলে, রাস্তা দুটি দ্বারা মোট আবৃত ক্ষেত্রফল কত?

উত্তরঃ ১৩২.২৫ বর্গ মিটার।

সমাধানঃ রাস্তা দুটি দ্বারা মোট আবৃত ক্ষেত্রফল 

= (৫০×১.৫)+(৪০×১.৫)-(১.৫×১.৫)

=(৭৫+৬০)-২.২৫

=১৩২.২৫ বর্গ মিটার।




১৭. ২০ জন শ্রমিক একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে?

উত্তরঃ ১৫ জন শ্রমিক।

একটি পুকুর ১৫ দিনে খনন করতে ২০ জন শ্রমিক

একটি পুকুর ০১ দিনে খনন করতে ২০×১৫ জন শ্রমিক

একটি পুকুর ২০ দিনে খনন করতে (২০×১৫)÷২০ জন শ্রমিক

= ১৫ জন শ্রমিক।


১৮. একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। এর ভূমি ১৮ মিটার হলে, এর উচ্চতা নির্ণয় করুন।

উত্তরঃ ২৪ মিটার।

সমাধানঃ আমরা জানি, 

ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল = ১/ × ভূমি × উচ্চতা

সুতরাং ১/ × ভূমি × উচ্চতা = ২১৬

বা, ১৮ × উচ্চতা = ২ × ২১৬

বা, উচ্চতা = ( × ২১৬)÷১৮ 

উচ্চতা = ২৪ মিটার।


১৯. একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।

উত্তরঃ ঘরটির দৈর্ঘ্য = ২১ মিটার ও প্রস্থ = ৭ মিটার।

সমাধানঃ ধরি ঘরটির প্রস্থ = ‘ক’ মিটার।

দৈর্ঘ্য = ‘৩ক’ মিটার

ক্ষেত্রফল = ৩ক × ক = ৩কবর্গমিটার

শর্তমতে,

৩ক× ৭.৫০ = ১১০২.৫০


বা, ক = ৭

ঘরটির প্রস্থ = ৭ মিটার।

এবং  দৈর্ঘ্য = ৭×৩ = ২১ মিটার।


২০. একটি চাকা ১.৭৫ কিঃমিঃ পথ যেতে ৪০ বার ঘুরে। চাকাটির ব্যাসার্ধ কত মিটার?

উত্তরঃ ৬.৯৬৩ মিটার।

সমাধানঃ দেওয়া আছে, 

দুরুত্ব = ১.৭৫০ কি.মি. = ১৭৫০ মিটার

পরিধি 2πr = ১৭৫০ মিটার

আমরা জানি,

ব্যাসার্ধ = r

শর্তমতে,

2πr×৪০ = ১৭৫০

বা, r = ১৭৫০÷ (2π × ৪০)

বা, r = ৬.৯৬৩ মিটার।


-সমাপ্ত-