বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০২৩

  • ২৩-০৯-২০২৩২৩-০৯-২০২৩
  • সহকারী রাজস্ব কর্মকর্তাসহকারী রাজস্ব কর্মকর্তা

১।

এক কথায় প্রকাশ করুন।

ক) শুকনো পাতার শব্দ 

:

মর্মর

খ) শুভক্ষণে জন্ম যার

:

ক্ষণজন্মা

গ) সেবা করার ইচ্ছা

:

শুশ্রুষা

ঘ) একই গুরুর শিষ্য যারা

:

সতীর্থ

ঙ) যে বিষয়ে কোন বিতর্ক নেই

:

অবিসংবাদিত

২।

নিচের শব্দগুলোর শুদ্ধ বানান লিখুন। স্নেহাশীষ, পিপিলিকা, বিভিষীকা, সামর্থ, জোতির্ময়

ক) স্নেহাশীষ = স্নেহাশিস

খ) পিপিলিকা = পিপীলিকা

গ) বিভিষীকা = বিভীষিকা 

ঘ) সামর্থ = সামর্থ্য

ঙ) জোতির্ময় = জ্যোতির্ময়

৩।

Translate into English.

ক) পাখিরা আকাশে উড়ে

:

Birds fly in the sky

খ) আমরা বাংলাদেশে বাস করি

:

We live in Bangladesh

গ) সে গতকাল বাড়ি এসেছিল

:

He came home yesterday

ঘ) আমি চা অপেক্ষা কফি পছন্দ করি

:

I prefer coffee to tea

ঙ) অল্প বিদ্যা ভয়ংকরী

:

A little learning is a dangerous thing

৪।

Fill in the blanks with appropriate preposition or article.

(i) Please keep the book______the table.

:

on

(ii) He is not capable________doing this.

:

of

(iii) Vegetables are good______health.

:

for

(iv) Dhaka is on________ bank of Buriganga.

:

the

(v) He is_________university student.

:

a

৫।

নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন।

১০

ক) কোডিড-১৯ ভাইরাসের বিস্তার প্রথম কোন দেশে শুরু হয়?

:

চীন

খ) দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

:

লালমনিরহাট

গ) 'আমার দেখা নয়াচীন' গ্রন্থের রচয়িতা কে?

:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঘ) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ?

:

১০ জানুয়ারি

ঙ) SDG এর লক্ষ্য কয়টি?

:

১৭টি

চ) 'নীলগিরি' কোন জেলায় অবস্থিত?

:

বান্দরবান

ছ) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর বাড়ি কোন জেলায়?

:

বরিশাল

জ) সর্বশেষ G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

:

ভারতের দিল্লিতে

ঝ) আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যাচ কোন শহরে অনুষ্ঠিত হবে?

:

ভারতের ধর্মশালায়

ঞ) মুক্তিযুদ্ধে ঢাকা কোন সেক্টরের অধীন ছিল?

:

সেক্টর নং ২

৬।

১৯৫৫ সালের প্রজাস্বত্ব বিধিমালার ২৭ বিধি এবং ১৯৫৭ সালের টেকনিক্যাল বুলস মোতাবেক ক্যাডাস্ট্রাল জরিপ কার্যক্রমের স্তরসমূহ লিখুন।

উত্তরঃ ১৯৫৫ সালের প্রজাস্বত্ব বিধিমালার ২৭ বিধি এবং ১৯৫৭ সালের টেকনিক্যাল বুলস মোতাবেক ক্যাডাস্ট্রাল জরিপ কার্যক্রমের স্তরসমূহঃ

  • খাকা তৈরি করুন

  • হারানো স্টেশন চিহ্নিতকরণ

  • মৌজাকে মোরব্বাই বিভক্তকরণ

  • দাহি বন্টন 

  • মৌজার সীমানা অঙ্কন

  • মৌজার দাগ গুলো নকশায় উঠানো

  • ফিল্ডবুক তৈরিকরণ

  • পার্শ্ববর্তী মৌজার সাথে সীমানা মিলকরণ

  • নকশায় কালি দেয়া ও আলামত অংকন করে নকশা তৈরি করুন

  • খানাপুরি 

  • নকশায় দাগ নাম্বার বসানো 

  • ক্ষেত্রফল নিরূপণ 

  • মাঠ বুজরত 

  • তোসদিকের কাজ 

  • খসড়া প্রকাশনা ও আপত্তি কেশ গ্রহণ

  • অন আপত্তি কেস শুনানি 

  • জাবেদা নকল প্রদান

  • আপেল কেস গ্রহণ ও শুনানি 

  • চূড়ান্ত বিশুদ্ধতা 

  • চূড়ান্ত প্রকাশনা

৭।

টাকা লিখুন।

১৫

ক) গান্টার চেইনঃ ভূমির পরিমাপ পদ্ধতি সঠিক এবং সহজ করার জন্য ইংরেজ বিজ্ঞানী এডমন্ড গান্টা এই পদ্ধতি আবিষ্কার করেন। তিনি ভূমি পরিমাপের জন্য ইস্পাত দ্বারা এক ধরনের শিকল আবিষ্কার করেন। পরবর্তীতে তার নাম অনুসারেই এই শিকলের নামকরণ করা হয় গান্টার শিকল। আমাদের দেশে গান্টার শিকল দ্বারা জমি জরিপ অত্যন্ত জনপ্রিয়।

খ) মৌজা ম্যাপঃ কোন মৌজার জমির প্রতিকৃতি একটি নির্দিষ্ট স্কেলে অংকন করে, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্দেশ করে যে নকশা তৈরি করা হয় তাকে মৌজা ম্যাপ বলে।

গ) থিওডোলাইটঃ থিওডোলাইট একটি কোণ পরিমাপক যন্ত্র। যার সাহায্যে অনুভূমিক ও উলম্ব দুই ধরনের কোণ মাপা হয়। থিওডোলাইট দুই প্রকার।

ঘ) খতিয়ানঃ মৌজায় এক বা একাধিক মালিকের ভূমি মালিকানার যে হিসাব বা বিবরণ নির্ধারিত ফর্মে পৃথক পরিচিতি নাম্বার দ্বারা চিহ্নিত করা হয় তাকে খতিয়ান বা সত্বলিপি বলে।

ঙ) তফসিলঃ কোন জমি যে মৌজায় অবস্থিত সে মৌজার নাম, জে এল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, জমির শ্রেণী, পরিমাণ, জমির চৌহদ্দি বর্ণনা ইত্যাদি পরিচিতির সম্বলিত বিবরণকে তফসিল বলে

চ) সিএস জরীপঃ ১৮৮৮ সাল হতে ১৯৪০ সাল পর্যন্ত ব্রিটিশ তত্ত্বাবধানে বাংলায় একটি ভূমি জরিপ হয়, যাকে সি.এ. অফিস বা থান জরিপ বলে। রামু থানা হতে শুরু হইয়া দিনাজপুরে এই জরিপ শেষ হয়। এটিই ব্রিটিশ ভারতের বাংলায় প্রথম ভূমি জরিপ।

ছ) ছুট দাগঃ নকশায় দাগ নম্বর বসানোর সময় ভুল বসত কোনো একটি অংক/সংখ্যা বাদ পড়লে অর্থাৎ ছুটে গেলে উক্ত তাকে ছুট দাগ বলে।

জ) পয়স্তিঃ পয়োস্তি শব্দের অর্থ হলো সংযুক্ত বা একত্রিভূত হওয়া যাকে আইনি ভাষায় পয়োস্তি বলে। কোন জমি সাগর বা নদীর গতিপথের পরিবর্তনের কারণে কিংবা নদীর পানি সরে যাওয়ার ফলে জেগে উঠলে অথবা নদী গর্ভে ভিলেন হয়ে যাওয়া জমি পুনরায় ভেসে উঠলে তাকে পয়োস্তি বলে।

ঝ) বদরঃ মৌজার কোন দাগ কে একাধিক দাগে বা একাধিক দাগ কে একটি দাগে রুপান্তরিত করাকে বদর বলে।

ঞ) নামজারীঃ ইংরেজি মিউটেশন শব্দের অর্থ হলো পরিবর্তন। আইনের ভাষায় এই মিউটেশন শব্দটির অর্থই নামজারী।নাম জারি বা নাম খারিজ বলতে নতুন মালিকের নামে জমির রেকর্ড করা বোঝাই ।।অর্থাৎ পুরনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নামে জমির রেকর্ড করে কে নামজারি বলে।

৮।

ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী Arbitration বলতে কী বুঝায়?

উত্তরঃ প্রস্তাবিত জমি অধিগ্রহণ বাবদ আরবিট্রেশন আদালত বা আরবিট্রেশন আপিল ট্রাইবুনালের নির্দেশে ক্ষতিপূরণ বাবদ বুদ্ধিত অর্থ নির্ধারণ করা হলে "স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন - ২০১৭" বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশাবলী অনুযায়ী যথাযথ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে প্রত্যয়ন দেও হয়।

৯।

সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রত্যাশী সংস্থা কর্তৃক জেলা প্রশাসকের নিকট ভূমি অধিগ্রহণ প্রস্তাব দাখিলের সময় কী কী কাগজ সংযোজন বাধ্যতামূলক?

উত্তরঃ সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রত্যাশী সংস্থা কর্তৃক জেলা প্রশাসকের নিকট ভূমি অধিগ্রহণ প্রস্তাব দাখিলের সময় যে সব কাগজ সংযোজন বাধ্যতামূলক:

  • মন্ত্রনালয়ের অনুমোদন

  • প্রসাশনিক অনুমোদন

  • প্রস্তাবিত এল এ প্লান

  • পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র

  • জমির নূন্যতম প্রয়োজনীয়তা

১০।

ABC সমবাহু ত্রিভুজের AB বাহুর বিয়ারিং 30°। অপর বাহু দুটির বিয়ারিং নির্ণয় করুন। ঘের ডানাবর্তে।

সমাধানঃ ABC সমবাহু ত্রিভুজের AB বাহুর বিয়ারিং 30° দেওয়া আছে। 

অতএব আমরা জানি: বাহুটি একটি সমবাহু ত্রিভুজে দুটি সম কোণে বিভক্ত হয়। তাদের মাঝে প্রতি কোণ 60°

এখন, ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, তাই প্রতি কোণ 60°। আমরা জানি যে একটি বাহুর বিয়ারিং 30° তাই অপরটি হবে 180° - 30° = 150°

তাদের বিয়ারিং হচ্ছে:

বাহু BC-এর বিয়ারিং = (P-a ± 180°) = (30-60+180) = 150°

বাহু CA-র বিয়ারিং = (P-a ± 180°) = (150-60+180) = 270°

বাহু AB-র বিয়ারিং = (P-a ± 180°) = (270-60+180) =  30°

১১।

0.155 মিটার খাটো 20 মিটার শিকল দ্বারা মেপে একটি রেখার দৈর্ঘ্য পাওয়া গেল 1000 মিটার। রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত?

সমাধানঃ

প্রকৃত দৈর্ঘ্য  d´={(D× L´)/ L

D  = {(1200×19.845)/20}

= 1190.700 মিটার

দেওয়া আছে,

L´= 20 - 0.155 = 19.845 মিটার

L= 20 মিটার

d´= 1200 মিটার D = ?

১২।


ক) বক্স সেক্সট্যান্ট কী কাজে ব্যবহৃত হয়?

:

কোণ পরিমাপের জন্য বক্স সেক্সট্যান্ট ব্যবহৃত হয়।

খ) প্রিজম স্কয়ার কী কাজে ব্যবহৃত হয়?

:

অপটিক্যাল স্কয়ার এর পরিবর্তে প্রিজম স্কয়ার ব্যবহৃত হয়।

গ) ক্লিনোমিটার কী কাজে ব্যবহৃত হয়

:

আঁকাবাঁকা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ক্লিনোমিটার ব্যবহার করা হয়।

১৩।

একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রন্থ ৩.৫ মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং দেয়ালগুলো ১৫ সে.মি. পুরু হলে, চার দেয়ালের আয়তন কত?

সমাধান: দেওয় আছে, দেওয়ালের পুরুত্ব = ১৫ সে.মি.= ০.১৫ মি.

এখন,দৈর্ঘ্য বরাবর ১ দেওয়ালের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা = ৪ × ০.১৫ × ৩

= ১.৮ ঘনমিটার

সুতরাং, দৈর্ঘ্য বরাবর ২ দেওয়ালের আয়তন = ১.৮ × ২ = ৩.৬ ঘনমি

এখন, যেহেতু দৈর্ঘ্য বরাবর পূর্বের দেওয়ালের পুরুত্বকে ধরা হয়েছে, সেহেতু প্রস্থ বরাবর দুরত্ব = ০.১৫ + ০.১৫ = ০.৩০ মি. কম হবে।

সুতরাং,প্রস্থ বরাবর ১ দেওয়ালের আয়তন

= (৩.৫-০.৩০) × ০.১৫ × ৩ = ১.৪৪ ঘন মি.

আবার,প্রস্থ বরাবর ২ দেওয়ালের আয়তন = ১.৪৪ × ২= ২.৮৮ ঘন মি.

তাহলে, ৪ দেওয়ালের মোট আয়তন = ৩.৬ + ২.৮৮= ৬.৪৮ ঘনমি.

উত্তর: চার দেওয়ালের আয়তন ৬.৪৮ ঘনমি.

১৪।

একটি সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ ৪.৫ সে.মি. ও উচ্চতা ৬ সে.মি.। বেলনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করুন।

সমাধান: বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল = 2πrh = ২×৩.১৪১৬×৪.৫০×৬ = ১৬৯.৬৪৬৪  বর্গ সে.মি.।


১৫।

তথ্য প্রযুক্তি বিষয়ক নিম্নোক্ত শব্দগুলির পূর্ণাঙ্গ রূপ লিখুন।

ক) a2i

:

Aspire to Innovate

খ) www 

:

World Wide Web

গ) MMS

:

Multimedia Messaging Service

ঘ) SIM

:

Subscriber Identity Module

ঙ) GIS

:

Geographic Information Systems

চ) GPS

:

Global Positioning System

ছ) VoIP

:

Voice over Internet Protocol

জ) EDGE

:

Enhanced Data rates for GSM Evolution

ঝ) ICT

:

Information technology

ঞ) GPRS

:

General Packet Radio Service